"wrong_sentence", "correct_sentence" "অতিশয় দুঃখিত হলাম।","অত্যন্ত দুঃখ পেলাম।" "অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।","অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।" "অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।","অন্যায়ের প্রতিফল অনিবার্য।" "অপরাহ্ন লিখতে সবাই ভূল করে।","অপরাহ্ণ লিখতে সবাই ভুল করে।" "অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।","অধ্যয়নই ছাত্রদের তপস্যা।" "অপমান হবার ভয় নেই।","অপমানিত হবার ভয়নেই।" "অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।","অভাগী মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি।" "অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।","অপচয় একটি মারাত্মক অভ্যাস।" "অল্প জ্ঞান লাভ বিপদজনক।","অল্প জ্ঞান লাভ বিপজ্জনক।" "অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।","অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে।" "অত্র স্থানের সকলে ভালো আছে।","এই স্থানের সকলে ভালো আছে।" "অদ্য একটি সভায় মহতী অধিবেশন হবে।","অদ্য একটি মহতী সভার অধিবেশন হবে।" "অশ্রুজলে বুক ভেসে গেল।","চোখের জলে বুক ভেসে গেল।" "অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।","অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।" "আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।","অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।" "অতি লোভে তাঁতী নষ্ট।","অতি লোভে তাঁতি নষ্ট।" "অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।","অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।" "আমার আর বাঁচিবার স্বাদ নাই।","আমার আর বাঁচিবার সাধ নাই।" "আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।","আগামীকাল কলেজ বন্ধ থাকবে।" "আমি সন্তোষ হলাম।","আমি সন্তুষ্ট হলাম।" "আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।","আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।" "আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।","আমি এই ঘটনা স্বচক্ষে দেখেছি।" "আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।","আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।" "আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।","আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।" "আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযাগী।","আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী।" "আদ্যান্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।","আদ্যন্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।" "আমার সন্তান যেন থাকে দুধভাতে।","আমার সন্তান যেন থাকে দুধেভাতে।" "আপনি আমার স্বপক্ষে না বিপক্ষে?","আপনি আমার পক্ষে না বিপক্ষে?" "আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না।","আইনত তিনি এ কাজ করতে পারেন না।" "আমার টাকার আবশ্যক নাই।","আমার টাকার আবশ্যকতা নাই।" "আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখলাম।","আমি আপনার অবগতির জন্য এই সংবাদ লিখলাম।" "আমি ও আমার চাচা ঢাকা যাব।","আমার চাচা ও আমি ঢাকা যাব।" "আগত শনিবার তারা যাবে।","আগামী শনিবারে তারা যাবে।" "আপনি স্বপরিবারে আমন্ত্রিত।","আপনি সপরিবারে আমন্ত্রিত।" "আমি, তুমি ও তিনি আজ বাগানে যাব।","তিনি, তুমি ও আমি আজ বাগানে যাব।" "আমরা তার বিদেহ আত্মার চিরশান্তি কামনা করছি।","আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।" "আমার এ কাজে মনোযোগীতা নেই।","আমার এ কাজে মনোযোগ নেই।" "আজকালকার মেয়েগুলা যেমন মুখরা তেমন বিদ্বানও বটে।","আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদুষীও বটে।" "আমি তোমার কাছে কৃতজ্ঞতা রইলাম।","আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম।" "আমি সাক্ষী দেবা না।","আমি সাক্ষ্য দেবা না।" "আমি গীতাঞ্জলী পড়েছি।","আমি গীতাঞ্জলি পড়েছি।" "আমার অত্যন্ত কার্য বাহুল্যতা ঘটেছে।","আমার অত্যন্ত কার্যবাহুল্য ঘটেছে।" "আমি প্রানপন চেষ্টা করব।","আমি প্রাণপণ চেষ্টা করব।" "আসছে এপ্রিল আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।","আগামী এপ্রিলে আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।" "আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান।","আজ আমার ছাট বানের বাগদান অনুষ্ঠান।" "আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।","আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।" "ইদানীংকালে তিনি আসেন না।","ইদানীং তিনি আসেন না।" "ঈষিতা বুদ্ধিমান মেয়ে।","ঈষিতা বুদ্ধিমতী মেয়ে।" "ইহা অপক্ব হাতের কাজ।","ইহা কাঁচা হাতেরকাজ।" "ইহা অতি লজ্জাস্কর ব্যাপার।","ইহা অতি লজ্জাকর ব্যাপার।" "উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়াজন।","উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়াজন।" "উহার উদ্ধতপূর্ণ আচরণে আমি ব্যাথীত হইয়াছি।","উহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে আমি ব্যথিত হইয়াছি।" "উন্নতশীল রাষ্ট্রের নাগরিকগণকে পরিশ্রমী হওয়া আবশ্যক।","উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিকগণের পরিশ্রমী হওয়া আবশ্যক।" "উন্নতির মূল চাবিকাঠি হইল শ্রম।","উন্নতির মূল চাবিকাঠি হলো পরিশ্রম।" "একের লাঠি দশের বাঝা।","দশের লাঠি একেরবোঝা।" "এখানে প্রবেশ নিষেধ।","এখানে প্রবেশ নিষিদ্ধ।" "এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।","এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।" "এক অগ্রহায়ণে শীত যায় না।","এক মাঘে শীত যায় না।" "এমন অপরাধীদের শিরচ্ছেদ হওয়া দরকার।","এমন অপরাধীদের শিরশ্ছেদ হওয়া দরকার।" "এলে তুমি পরে এতদিন?","এতদিন পরে তুমি এলে?" "এমন অসহ্যনীয় ব্যথা আমি কখনো অনুভব করিনি।","এমন অসহ্য ব্যথা আমি কখনো অনুভব করিনি।" "এ বছর বর্ষার জল বৃদ্ধি হয়েছে।","এ বছর বর্ষার জল বৃদ্ধি পেয়েছে।" "এটি একটি মুখ ও বধির প্রশিক্ষন কেন্দ্র।","এটি একটি মূক ও বধির প্রশিক্ষণ কেন্দ্র।" "এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।","এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।" "এ কথা আমার মনে উদয় হলো।","এ কথা আমার মনে উদিত হলা।" "এ ব্যক্তি সকলের মধ্যে বয়স্ক।","এ ব্যক্তি সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠ।" "এ বিষয়ে আমাদের কোনো দৈন্যতা নেই।","এ বিষয়ে আমাদের কোনো দীনতা নেই।" "এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদকম্প শুরু হলা।","এই দুর্ঘটনা দেখে আমার হৃৎকম্প শুরু হলা।" "এই নিশীথ রাতে কোথায় যাইবে?","এই নিশীথে কোথায় যাবে?।" "এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাহিলে আরও মনোযোগ দিতে হইবে।","এই কাজে সার্থকতা লাভ করিতে চাহিলে আরও মনোযোগ দিতে হইবে।" "এতে গৌরব লোপ হয়েছে।","এতে গৌরব লোপ পেয়েছে।" "কেউ মরে বিল সেচে, কেউ খায় শিং।","কেউ মরে বিল সেচে, কেউ খায় কৈ।" "কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।","কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।" "কালীদাস বিখ্যাত কবি।","কালিদাস বিখ্যাত কবি।" "কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।","কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।" "কুপুরুষের মতো কথা বলছ কেন?","কাপুরুষের মতো কথা বলছ কেন?" "কত দেশ কত তির্থ ঘুরলাম, কই হৃদয়ের মানুষ তো পেলাম না।","কত দেশ, কত তীর্থ ঘুরলাম, কই মনের মানুষ তো পেলাম না।" "কালানুক্রমানুসারে আমি সবই জানতে পারব।","কালক্রমে আমি সবই জানতে পারব।" "কায়মন বাক্যে প্রার্থনা করি, জীবনে অনেক বড়া হও।","কায়মনে প্রার্থনা করি, জীবনে অনেক বড়া হও।" "কাজটি ঘটানো তোমার সমিচীন হয়নি।","কাজটি করা তোমার সমীচীন হয়নি।" "কৃশাংগীনি মেয়েটি পরিশ্রম করতে পারে না।","কৃশাঙ্গী মেয়েটি পরিশ্রম করতে পারে না।" "কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।","কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।" "কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।","কেবল গায়ের জোরে সব কাজ হয় না।" "ক্ষুধপিপাসায় কাতর হইয়া মানুষ কর্মতৎপর হয়।","ক্ষুৎপিপাসায় কাতর হইয়া মানুষ কর্মতৎপর হয়।" "গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।","গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।" "গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে।","গণিত শাস্ত্র সকলের নিকট নীরস নহে।" "গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।","ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।" "গতকাল আমি শারিরীক অসুস্থের জন্য আসতে পারি নাই।","গতকাল আমি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি।" "গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।","গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।" "ঘর পোড়া গরু সিঁদুরে আম দেখলে ভয় পায়।","ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।" "চোরে চোরে চাচাতো ভাই।","চোরে চোরে মাসতুতো ভাই।" "চোখে হলুদ ফুল দেখছি।","চোখে সরষে ফুল দেখছি।" "চণ্ডীদাশ মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।","চণ্ডীদাস মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।" "চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো।","চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা।" "ছেলেটি ভয়ানক মেধাবী।","ছেলেটি অত্যন্ত মেধাবী।" "ছেলেটি বংশের মাথায় চুনকালি দিলো।","ছেলেটি বংশের মুখে চুনকালি দিলা।" "জাতীয় উন্নতির জন্য সকলকে একমনে কাজ করতে হবে।","জাতির উন্নতির জন্য সকলকে একমনে কাজ করতে হবে।" "বন্ধু মধ্যাহ্নে এসে সায়াহ্ণে মনাঃকষ্ট নিয়ে চলে গেল।","বন্ধু মধ্যাহ্নে এসে সায়াহ্নে মনঃকষ্ট নিয়ে চলে গেল।" "ঝর্ণা এবং অনীমা একজন এলেই চলে।","ঝর্ণা বা অনীমা একজন এলেই চলে।" "তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।","তার সৌজন্যে মুগ্ধ হলাম।" "তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন।","তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।" "তিনি এ মামলার সাক্ষ্য।","তিনি এ মামলার সাক্ষী।" "তিনি মৌন রইলেন।","তিনি চুপ রইলেন।" "তিনি ঝালে-বেগুনে জ্বলে উঠলেন।","তিনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন।" "তুমি, ফারিয়া ও আমি আজ পড়তে যাব।","ফারিয়া, তুমি ও আমি আজ পড়তে যাব।" "তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।","তার বৈমাত্রেয় ভাই অসুস্থ।" "তিনি স্ব-সম্মানে তার আসন ত্যাগ করলেন।","তিনি সসম্মানে তার আসন ত্যাগ করলেন।" "তিনি স্বস্ত্রীক বেড়াতে গিয়েছেন।","তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন।" "তার দু-চোখ অশ্রুজলে ভেসে গেল।","তার দু-চোখ অশ্রুতে ভেসে গেল।" "তুমি ছাড়া এ কাজ হবে না।","তোমাকে ছাড়া এ কাজ হবে না।" "তোমার তিরষ্কার বা পুরষ্কার কিছুই চাই না।","তামার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।" "তার একটুও সব কাশ নেই।","তার একটুও অবকাশ নেই।" "তার মতা করিতকর্মী লাক হয় না।","তার মতা করিতকর্মা লাক হয় না।" "তার সাথে আমার মতদ্বৈত বেদনাদায়ক।","তার সাথে আমার মতভেদ বেদনাদায়ক।" "তাদের মধ্যে বেশ সখ্যতা দেখতে পাই।","তাদের মধ্যে বেশ সখ্য দেখতে পাই।" "তার সাংঘাতিক আনন্দ হলো।","তার অপরিসীম আনন্দ হলা।" "তার চেষ্টা নিস্ফল হলা।","তার চেষ্টা নিষ্ফল হলা।" "তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি।","তার উদ্ধত আচরণে ব্যথিত হয়েছি।" "তোমার পত্র পেয়ে সন্তোষ হলাম।","তামার পত্র পেয়ে সন্তুষ্ট হলাম।" "তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।","তুমিই টাকা আত্মসাৎ করেছ।" "তিনি শিরাপীড়ায় ভুগছেন।","তিনি শিরঃপীড়ায় ভুগছেন।" "তার গলা বাষ্পরুদ্ধ হলা।","তার কন্ঠ বাষ্পরুদ্ধ হলা।" "তাকে শান্তনা দেবার মতা ভাষা ছিল না।","তাকে সান্ত্বনা দেওয়ার মতা ভাষা ছিল না।" "তার এই চাকচিক্য সব কিছুই বাহ্যিক।","তার এই চাকচিক্য সবকিছু ই বাহ্য।" "তিনি এক শ্বেতাঙ্গিনী বিবাহ করিয়াছেন।","তিনি এক শ্বেতাঙ্গ বিবাহ করিয়াছেন।" "তোমার কথা শুনিয়া চমৎকার হইলাম।","তোমার কথা শুনিয়া চমৎকৃত হইলাম।" "তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিল।","তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল।" "দশ চক্রে ঈশ্বরভূত।","দশচক্রে ভগবান ভূত।" "দারিদ্রতাকে জয় করার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট।","দারিদ্র্যকে জয় করার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট।" "দুর্বলবশত তিনি আসতে পারেননি।","দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।" "দরিদ্র কাজী নজরুল ইসলামকে মহান করেছে।","দারিদ্র্য কাজী নজরুল ইসলামকে মহান করেছে।" "দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছতাসাধন দরকার।","দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছসাধন দরকার।" "গরিবের কথা বাসি হলে ফলে।","কাঙালের কথা বাসি হলে ফলে।" "দিবারাত্রি পরিশ্রমে তার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হয়েছে।","দিবারাত্র পরিশ্রমে তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছে।" "দূষ্কৃতিকারীরা তার ঘর জ্বালিয়ে দিয়েছে।","দুষ্কৃতকারীরা তার ঘর জ্বালিয়ে দিয়েছে।" "ধানের হাটে আম নামিও না।","ধানের হাটে ওল নামিয়া না।" "নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।","নতুন ছেলেগুলো উৎপাত করছে।" "নীরাগী লোক প্রকৃত সুখী।","নীরোগ লোক প্রকৃত সুখী।" "নদীর জল হ্রাস হয়েছে।","নদীর জল হ্রাস পেয়েছে।" "নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।","নদীর জলে অস্তগামী সূর্যের ছায়া পড়েছে।" "নিরপরাধী, নিষ্পপীকে শাস্তি দেবে কেন?","নিরপরাধ, নিষ্পাপকে শাস্তি দেবে কেন?" "না খেয়ে মরব বরং চুরি করব না।","না খেয়ে মরব তবু চুরি করব না।" "নির্বাচনে বিজয়ী হওয়ায় তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।","নির্বাচনে জয়ী হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।" "প্রতিযাগীতায় প্রতিদ্বন্দীতা থাকবেই।","প্রতিযাগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।" "পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।","পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।" "পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।","পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।" "পুত্রের অধগতি দেখে পিতা খুব ব্যাথামগ্ন হলেন।","পুত্রের অধোগতি দেখে পিতা খুব ব্যথিত হলেন।" "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।","ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।" "পরপকার মানুষত্বের পরিচায়ক।","পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।" "পাতায় পাতায় পড়ে শিশির নিশির।","পাতায় পাতায় পড়ে নিশির শিশির।" "প্রতিযাগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।","প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।" "পরীক্ষা চলাকালীন সময়ে হর্নবাজানো নিষেধ।","পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ।" "পড়াশানায় তামার মনযাগিতা দেখছিনা।","পড়াশোনায় তোমার মনোযোগ দেখছি না।" "পাঁচজন মানুষেরা উপস্থিত ছিল।","পাঁচজন মানুষ উপস্থিত ছিল।" "ফেলো টাকা, মাখো তেল।","ফেলো কড়ি, মাখো তেল।" "বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল।","বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল।" "বিবিধ প্রকার পুরস্কার দেওয়া হবে।","বিবিধ পুরস্কার দেওয়া হবে।" "বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।","বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।" "বিপদ হতে সতর্কিত থেকো।","বিপদ হতে সতর্ক থেকো।" "বাঁশ ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।","বাঁশের ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।" "বৈশাখ এবং জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল।","বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল।" "বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।","বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।" "বিপদগ্রস্থ হয়ে তিনি আজ এসেছিলেন।","বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছেন।" "বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করছে।","বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করেছিল।" "বর্ষার নদীটি কানায় কানায় পূর্ণ হয়েছে।","বর্ষায় নদীটি কানায় কানায় পূর্ণ হয়েছে।" "ভূমিই আমাদের মূলধন ও কৃষকরাই আমাদের খাদ্য যোগান দাতা।","ভূ মিই আমাদের মূলধন এবং কৃষকরাই আমাদের খাদ্য যোগান দাতা।" "মুমুর্ষ ব্যক্তির সেবা করবে।","মুমূর্ষু ব্যক্তির সেবা করবে।" "মধুসুদনের বাড়ি যসোর।","মধুসূদনের বাড়ি যশোর।" "মেয়েটি সুকেশিনী এবং সুহাস।","মেয়েটি সুকেশী এবং সুহাসিনী।" "মেয়েটি স্বয়ম্বরা।","মেয়েটি স্বয়ংবরা।" "মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।","মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।" "মাদকাশক্তি ভালো নয়।","মাদকাসক্তি ভালো নয়।" "মন্ত্রের সাধন এবং শরীর পতন।","মন্ত্রের সাধন কিংবা শরীর পতন।" "মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।","মন্ত্রীর অবর্তমানে সচিব দায়িত্ব পালন করবেন।" "মাতাহীন শিশুর কি দুঃখ!","মাতৃহীন শিশুর কী দুঃখ!" "মেয়েটি বেশ বুদ্ধিমান।","মেয়েটি বেশ বুদ্ধিমতী।" "মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।","মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।" "যাবতীয় প্রাণীকূল এই গ্রহের বাসিন্দা।","যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।" "যেই সব ছাত্ররা পরীক্ষা দেয় নাই, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।","যেসব ছাত্র পরীক্ষা দেয়নি তাদের শাস্তি দেওয়া হয়েছে।" "যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি।","যুক্তিখণ্ডন হয়েছে, তবে মুক্তি মেলেনি।" "যুদ্ধ শেষ হইল।","যুদ্ধ সমাপ্ত হইল।" "রোগের বৃদ্ধি পেয়েছে।","রাগ বৃদ্ধি পেয়েছে।" "রবী ঠাকুরের গীতাঞ্জলী বিখ্যাত কাব্য।","রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।" "রাজনীতি সমস্যা বাংলাদেশে প্রকট।","রাজনৈতিক সমস্যা বাংলাদেশে প্রকট।" "রূপসীগণেরা রূপের মোহে অন্ধ।","রূপবতীগণ রূপের মোহে অন্ধ।" "শুকরের দোয়ায় হাতি মরে না।","শকুনের দোয়ায় গরু মরে না।" "শুধুমাত্র টাকার জোরে সবকিছু হয় না।","শুধু টাকার জোরে সবকিছু হয় না।" "শরীর অসুখের কারণে আমি কাল আসতে পারিনি।","অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।" "শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।","শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ হতে পারে।" "শুধুমাত্র তুমি গেলেই হবে।","শুধু তুমি গেলেই হবে।" "শামীমের চিঠি দেখে তিনি নির্বাক হলেন।","শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন।" "শ্মশান ঘাটে আমরা শব পাড়া দেখিয়াছি।","শ্মশান ঘাটে আমরা শবদাহ দেখিয়াছি।" "শারিরীক ভাবে ভালা থাকলেও মানষিক ভাবে ভালা না।","শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে ভালো না।" "ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।","ষড়ঋতুর দেশ বাংলাদেশ।" "সময় বড় সংক্ষেপ।","সময় বড় সংক্ষিপ্ত।" "সাবধান পূর্বক চলবে।","সাবধানে চলবে।" "সশঙ্কিত চিত্তে সে বলতে লাগলো।","শঙ্কিত চিত্তে সে বলতে লাগলো।" "সারাজীবন ভূতের মজুরি খেটে গেলাম।","সারাজীবন ভূতের বেগার খেটে গেলাম।" "সে সংকট অবস্থায় পড়েছে।","সে সংকটজনক অবস্থায় পড়েছে।" "সে সমস্ত কথা বিস্তারিত বললেন।","সে সব কথা বিস্তারিত বললা।" "সে ক্রোধে আত্মহারা হয়েছে।","সে ক্রোধান্ধ হয়েছে।" "সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।","সুধীমন্ডলী উপস্থিত আছেন।" "সে অত্যন্ত আশ্চর্য হলা।","সে অত্যন্ত আশ্চর্যান্বিত হলা।" "সুলতানা এ পরিবারের কর্তা।","সুলতানা এ পরিবারের কর্তী।" "সে উচ্চ বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করে।","সে বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে।" "সব পাখিরা নীড় বাঁধে না।","সব পাখি নীড় বাঁধে না।"