text
stringlengths
277
67.4k
শুধু শুভেন্দু নন, সারদার টাকা নিয়েছেন মুকুলঅধীর, ফের বিস্ফোরক সুদীপ্ত সেন কলকাতা: শুভেন্দু অধিকারীর পর আরও কয়েক জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ তুললেন সারদা কর্তা সুদীপ্ত সেন বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল সারদাকর্তা সুদীপ্ত সেনকে আদালতে ঢোকার আগে অধিকারী পরিবারের পাশাপাশি মুকুল রায় এবং অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি সুদীপ্ত বলেন, শুধু শুভেন্দু অধিকারী নয়, এর আগে একটা চিঠিতে আমি আরও কয়েক জনের নাম দিয়েছি মুকুল রায়, অধীর চৌধুরীর নাম দিয়েছি দ্বিতীয় চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম দিয়েছি উনি অনেক রকম ভাবে টাকা নিয়েছিলেন কাঁথিতে একটা হাইরাইজ বিল্ডিং করার জন্য ৫০ লক্ষ টাকায় পুরসভা থেকে প্রজেক্টের কাজকর্ম করালেন ৯০ লক্ষ টাকা দিয়ে শ্রমিক হাট সম্পূর্ণ করেছি কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি উনি নানা ভাবে টাকা নিয়েছেন ওঁর ভাইরাও সব জানেন এ ব্যাপারে মুকুল রায় জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের সময় মনে করেছেন অধীর চৌধুরীকেও ফাঁসানো দরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ খাড়া করতে পারছেন না তাই একটা কাল্পনিক অভিযোগ খাড়া করে আমাকে টাইট দিতে চাইছেন তা চেয়ে মুখোমুখি বসে কথা বলা দরকার কালিম্পংয়ের ডেলো পাহাড়ে কী কথা হয়েছিল, সে সব তো আমরা জানি না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সুদীপ্তর অভিযোগ নস্যাত্ করেছেন আরও পড়তে পারেন: রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়ল অন্তত ১১৫টি মনোনয়ন, লড়াইয়ে রয়েছেন মুম্বইয়ের এক বস্তিবাসী, লালুপ্রসাদ যাদবসহ আরও অনেকেই দক্ষিণবঙ্গে সক্রিয় হচ্ছে বর্ষা, আগামী এক সপ্তাহ ভালো বৃষ্টির সম্ভাবনা আবেগ নয়, বাস্তব বুঝে রাজনীতি করার ফলেই বাজিমাত্র বিজিপিএমের, বলছেন অনীত থাপা এ বার হুল দিবসের দোহাই! বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা স্থগিত করে দিল মধ্যশিক্ষা পর্ষদ মহারাষ্ট্রে সরকার গড়ার প্রস্তুতি বিজেপির, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন ফড়ণবীস খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিজ্ঞাপন
বাংলাদেশের করতোয়ার জল ঢুকে প্লাবিত চোপড়ার একাধিক গ্রাম চোপড়া, ৩০ জুন হি. স. : প্রবল বর্ষণে বাংলাদেশের করতোয়ার জল ঢুকে প্লাবিত চোপড়া ব্লকের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসী এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির জানাগেছে, ভারত বাংলাদেশ সীমান্তের চোপড়ার দাসপাড়া ও ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত ১৫ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে করতোয়ার জলে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল মণ্ডল বলেন, একদিকে করতোয়ার জল ঢুকেছে, অন্যদিকে বৃষ্টির জলে বাবুগছ, নজরপুর সহ ৪৭ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে স্থানীয় ডাঙ্গাপাড়া ও নন্দীগছে ত্রাণ শিবির খোলা হয়েছে চোপড়ার বিডিও সমীর মণ্ডল বলেন, জমা জলে কিছু জায়গাতে সমস্যা তৈরি হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলিকে সব বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে লক্ষীপুরের কাটগাঁও স্কুলে শিবির খোলা হয়েছে সেখানে ২৫ জন দুর্গত আশ্রয় নিয়েছেন সব জায়গাতে ব্লক প্রশাসনের নজরদারি রয়েছে হিন্দুস্থান সমাচার সোনালি
বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত আনারুল হোসেন স্থানান্তরিত সিউড়ি জেলে বীরভূম, ৩০ জুন হি. স. : বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত আনারুল হোসেনকে বৃহস্পতিবার স্থানান্তরিত করা হল সিউড়ি জেলে এদিন তিনি সিউড়ি যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে আমার বাড়ি সাত কিলোমিটার দূরে ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সময়ে বলবএর আগে আনারুল গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়েছিল বর্ধমানে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি তাঁকে মাঝপথ থেকে ফের নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয় ক্রিটিকাল কেয়ার ইউনিটে বগটুইকাণ্ডে সিবিআই চার্জশিটে তাঁর নামে উঠেছে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনারুলের বিরুদ্ধে ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে যার অর্থ, অপরাধে সাহায্য এবং প্ররোচনা দেওয়া জেল হেফাজতে যাওয়ার আগে সেই আনারুল হুমকি দিলেন, সময় এলে তিনি সবার নাম বলবেন তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করলেন তিনিবৃহস্পতিবার পুলিশের গাড়িতে ওঠার আগে আনারুলের মন্তব্য, ঘটনাস্থল থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার দূরে এর মধ্যে চক্রান্ত রয়েছে আমাকে ফাঁসানো হয়েছে সময় এলে সবার নাম বলব রামপুরহাট জেল থেকে সিউড়ি জেলে নিয়ে যাওয়া হয় আনারুলকে বীরভূমের রামপুরহাটের বগটুইকাণ্ডে সিবিআই চার্জশিট জমা দেওয়ার পরই আনারুলের মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগেও অবশ্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং ঘটনার নেপথ্যে প্রভাবশালীরা জড়িত বলে দাবি করেছিলেন আনারুল অন্যদিকে, সিবিআই দাবি করেছে, ভাদু শেখ খুনের রাতে বগটুইয়ের একাধিক বাড়িতে যখন আগুন লাগানো হচ্ছিল, তখন গ্রামবাসীরা আনারুলকে ফোন করে বিষয়টি জানান পুলিশে খবর দিতেও বলেন কিন্তু আনারুল তাতে গুরুত্বই দেননি তদন্তকারীদের এও দাবি, আনারুলের এই ভূমিকার জন্যই বগটুইয়ে এত ভয়াবহ ঘটনা ঘটেছিল আনারুল সময়মতো পুলিশের দ্বারস্থ হলে বগটুইয়ের ঘটনা ঠেকানো যেত বলে দাবি ওই গ্রামের বাসিন্দাদের একাংশেরওহিন্দুস্থান সমাচার অশোক
প্রয়াত প্রবীন সাংবাদিক চন্দ্র শেখর সরকার কলকাতা, ৩০ জুন হি. স. : প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক চন্দ্র শেখর সরকার বুধবার রাতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল ৯৪ বছর সহকর্মীদের কাছে চাঁদুদা নামেই বেশি পরিচিত ছিলেন রেখে গিয়েছেন স্ত্রী বসুমতীর প্রাক্তন রিপোর্টার শাশ্বতী সরকার এবং অসংখ্য গুনমুগ্ধকেচন্দ্র শেখর সরকার ১৯৫০এর দশকে সাংবাদিকতার পেশায় যোগ দেন দ্য স্টেটসম্যান থেকে ১৯৯৫ সালে অবসর নেন এর পরও তিনি কয়েক বছর সক্রিয় সাংবাদিকতায় ছিলেন দীর্ঘদিন দমদম বিমানবন্দরের খবরাখবর সংগ্রহ করেন এ ছাড়াও দীর্ঘদিন ধরে রাইটার্স বিল্ডিংস ও প্রশাসনের খবর করেছেন রাতেই দাহকার্য হয় বরানগর রামকৃষ্ণ মহাশ্মশাণে রাত সাড়ে তিনটা নাগাদ শ্মশাণে একমাত্র চাঁদুদার দেহ বৌদিই মুখাগ্নি করেন প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক এক বিবৃতিতে জানিয়েছেন, চাঁদুদা ক্লাবের একজন সিনিয়র সদস্য ছিলেন তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি শাশ্বতী বৌদি এবং শোকাহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাইবৃহস্পতিবার সকালে এই প্রতিবেদকের কাছ থেকে প্রয়াণ সংবাদ শুনে আনন্দবাজার পত্রিকার প্রাক্তন উপ বার্তা সম্পাদক শম্ভু সেন বলেন, কত বছর দেখা হয়নি তবু খুব ধাক্কা খেলাম আমরা সন্ধ্যায় কাজ শেষে রাইটার্স থেকে দল বেঁধে অফিসে ফিরতাম আমি চাঁদুদার ছেলের মতো ছিলাম আমি আর চাঁদুদা তো একই পাড়া স্টেটসম্যান আর আনন্দবাজার তপনায়নদাও দলে থাকত সে তো আগেই চলে গেছেদি মিলেনিয়াম পোস্টএর রেসিডেন্ট এডিটর তরুণ গোস্বামীর কথায়, আমি যখন স্টেটসম্যানএ যোগ দিয়েছিলাম তার আগেই চাঁদু দা অবসর নিয়েছিলেন ওঁর সাথে আমার বন্ধুত্ব, যোগাযোগ সারমেয়দের ঘিরে ১৯৮০ র দশকে চাঁদুদা কলকাতাতে ডোবারম্যান নিয়ে আসেন তখন এই জাতের পোষ্য কেউ দেখেন নি বহু ডগ শো তে ওঁর ডোবারম্যান পুরস্কার পেয়েছিল দমদমে ওঁদের বাড়ি সবাই চিনত পোষ্যদের জন্য সারমেয়দের নিয়ে ওঁর পড়াশুনো ছিল অগাধ কিভাবে ওদের রাখতে হয়, কতটা ব্যায়াম করাতে হয়, কি খাবার দিতে হয় উনি সঠিক পথটা বলে দিতেন আমি যখন জিএসডি রাখতে শুরু করি, কিভাবে ওদের পায়ের যত্ন নিতে হবে, চাঁদু দা বৌদি বলে দিতেন চাঁদু দার সাথে কোনও কাজে দেখা হলে আমাকে বলতেন যাবে না, তোমার সাথে কথা আছে কথা মনেই পোষ্যদের নিয়ে কথা বৌদির সাথেও তাই রাইটার্স বিল্ডিং বা বিধানসভায় যখনই দেখা হয়েছে বাড়ির সবাই কেমন আছে নিয়ম করে খবর নিতেন তার পরই পোষ্যদের কথা চাঁদুদা হুইপেটও পুষেছিলেন দেখতে রোগা লিকলিকে, অপাতভাবে অসুস্থ মনে হলেও, অত্যন্ত বাধ্য এরা যখন স্টেটসম্যান এ ছিলাম, প্রতি বছর ডগ শো র আগে উনি অফিসে এসে আমন্ত্রণ জানাতেন, সে বছর কি কি বিরল প্রজাতির সারমেয় আসছে তাদের বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বলতেন পোষ্যরা ছিল দাদা বৌদির প্রাণ কলকাতা আজ একজন সত্যিকারের পশু প্রেমিককে হারাল ভাল থাকবেন চাঁদু দা অজানার দেশে নিশ্চই এসে তারা ল্যাজ নেড়ে আপনাকে অভ্যর্থনা জানিয়েছে, ছাড়তেই চাইছে নাহিন্দুস্থান সমাচার অশোক
Kalna: মিষ্টির দোকান থেকে ছানা খেয়ে মৃত্যু কাস্টোমারের কালনা: মিষ্টির দোকানে গিয়েছিলেন ছানা কিনতে তারপর সেই ছানা বাড়িতে এনেও খেয়েছিলেন এরপরই মর্মান্তিক ঘটনা সেই ছানা খাওয়ার পরই মৃত্যু হল ব্যক্তির মৃতের নাম গোপাল প্রামাণিক ৫৬ বিগত তিনদিন আগে ছানা খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয় তাঁর শুধু তাই নয়, কালনার যুগীপাড়ার একই পরিবারের মোট দশ জন চিকিত্সাধীন ছিলেন চারজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাকিরা এখনও চিকিত্সাধীন এরপর বুধবার রাত্রিবেলা মৃত্যু হয় গোপাল প্রামাণিকের মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে দোকান থেকে কিনে আনা ছানা খেয়েই পেট ব্যথা ও বমি হচ্ছিল তাঁদের সেই উপসর্গ বাড়তে থাকায় কালনা হাসপাতালে চিকিত্সা চলছিল পরিবারের এক সদস্য বলেন, এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাজার থেকে ছানা এনে সেই ছানা সকলে মিলে খেয়েছিলেন ছানা খাওয়ার পর বিষক্রিয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বমিপায়খানা বাড়তে থাকায় গতকাল মারা গিয়েছে মোট দশ জন ভর্তি হয় হাসপাতালে তার মধ্যে গতকাল উনি মারা যান আমার ভাইপো খায়নি তাই ওর কিছু হয়নি বাকি সকলের এই অবস্থা বস্তুত, এর আগেও এমন ঘটনা ঘটেছে দেগঙ্গায় বাজার থেকে বড় রুই মাছ কিনে এনে সেই মাছের ঝোল খেয়ে অসুস্থ হয়ছিলেন বেশ কয়েকজন ফলস্বরূপ ভর্তি হতে হয় হাসপাতালে জানা গিয়েছে, বাড়ির খাবারের বিষক্রিয়া হয়ে যাওয়ায় একই পরিবারের শিশুমহিলাপুরুষ সহ মোট পাঁচ জন বমি পায়খানা, জ্বর নিয়ে দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি হন এর মধ্যে দুই মহিলার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক পরিবারের অন্যান্য সদস্যদের দাবি খাবারের মধ্যে কোনও বিষাক্ত জিনিস পড়ে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে ওই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে দুজন মহিলার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে
মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস মৃত্যু ৬ জনের, উদ্বেগ প্রকাশ অমিত শাহের ইম্ফল, ৩০ জুন হি. স. : বড়সড় ভূমিধসে চাপা পড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প তাতে কমপক্ষে মৃত্যু হয়েছে ৬ জওয়ানের, এমনটাই জানা গিয়েছে সরকারিকাবে জানা যায়নি ১৩ জনকে উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন ৫২ জন বুধবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে মণিপুরের ননি জেলার টুপুল রেল স্টেশনের কাছে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ওই ক্যাম্পটি ধসের কারণে মাটিতে মিশে গিয়েছে জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল মণিপুরে ভূমিধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে আরও দুটি টিম টুপুলে যাচ্ছেহিন্দুস্থান সমাচার রাকেশ
মুম্বই : কান্দিভালিতে একই বাড়িতে চারটি মৃতদেহ উদ্ধার মুম্বই, ৩০ জুন হি. স. : মুম্বইয়ের কান্দিভালি এলাকার ডালভি হাসপাতালের কাছে একটি বাড়ি থেকে চারটি মৃতদেহ পাওয়া গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমের জেরে তিন মহিলাকে শ্বাসরোধ করে খুন করেছে এবং পরে আত্মহত্যা করেছে কান্দিভালি পুলিশ মৃতদেহগুলো হাসপাতালে পাঠিয়েছেপুলিশ জানিয়েছে, মৃতদের নাম কিরণ দলভি, মুসকান দলভি, ভূমি দলভি এবং শিবদয়াল সেন শিবদয়াল সেনের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে এই চিঠিতে লেখা আছে, তিনি ভূমির প্রেমে পড়েছিলেন, অন্যদিকে কিরণ ও মুসকানর বিরোধিতা করে এ কারণে তিনি এই তিন মহিলাকে খুন করে আত্মহত্যা করছেনহিন্দুস্থান সমাচার সঞ্জয়
দুর্যোগ ব্যবস্থাপনা হোক অথবা নিরাপত্তা, প্রতিবেশীদের প্রতি ভারত দায়িত্বশীল : অজিত দোভাল নয়াদিল্লি, ৩০ জুন হি.স.: দুর্যোগ ব্যবস্থাপনা হোক অথবা নিরাপত্তা, প্রতিবেশীদের প্রতি ভারত সর্বদা দায়িত্বশীল বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বলেছেন, ভারত মহাসাগরে সামুদ্রিক ঝুঁকি মোকাবিলা করার জন্য কলম্বো সিকিউরিটি কনক্লেভ যখন অনুষ্ঠিত হয়েছিল তখন আমরা দেশগুলির একত্রে এগিয়ে আসার উদাহরণ পেয়েছিবৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত মাল্টিএজেন্সি মেরিটাইম সিকিউরিটি গ্রুপের বৈঠকে যোগ দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি এদিন বলেছেন, জাতীয় নিরাপত্তা আলোচনায় স্থল ও সামুদ্রিক সীমান্তের গুরুত্ব অনেক আলাদা বেড়া দেওয়া সম্ভব নয়, দিনরাত সতর্কতা অবলম্বন করতে হবে, স্থল সীমানায় সার্বভৌমত্বের ধারণাটি আঞ্চলিক এবং সুসংজ্ঞায়িত এদিনের বৈঠকেই অজিত দোভাল বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা হোক অথবা নিরাপত্তা, প্রতিবেশীদের প্রতি ভারত দায়িত্বশীল হিন্দুস্থান সমাচার রাকেশ
মন্ত্রিত্ব নিয়ে বিজেপির সঙ্গে এখনও কথা হয়নি : একনাথ শিন্ডে পানাজি, ৩০ জুন হি. স. : তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে এই ধরনের জল্পনার মধ্যেই একনাথ শিন্ডে জানালেন, মন্ত্রক বন্টন এবং কতগুলি মন্ত্রিত্ব তা নিয়ে এখনও বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি একইসঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, আলোচনা শীঘ্রই হবে, মন্ত্রিত্ব নিয়ে যে গুঞ্জন চলছে, তাতে যেন কান না দেওয়া হয়বৃহস্পতিবার সকালে টুইট করে একনাথ শিন্ডে জানিয়েছেন, মন্ত্রিত্ব বন্টন এবং কত মন্ত্রিত্ব তা নিয়ে বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি আলোচনা শীঘ্রই হবে ততক্ষণ পর্যন্ত দয়া করে মন্ত্রীদের তালিকা সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন তিনি আরও জানিয়েছেন, বালাসাহেব ঠাকরের দৃষ্টিভঙ্গিতে হিন্দুত্বের দিকেই মনোনিবেশ করছে দল প্রসঙ্গত, বর্তমানে ৩৯ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পাশাপাশি অন্তত আট জন নির্দল এবং ওমপ্রকাশ বাবুরাও কাড়ু ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন প্রহার জনশক্তি পার্টির দুই বিধায়ক রয়েছেন শিন্ডে শিবিরে শিন্ডে, বাচ্চুসহ মোট ৮ জন মন্ত্রী রয়েছেন এই তালিকায় তাঁদের প্রত্যেককেই ফের মন্ত্রী করা হতে পারে এ ছাড়া বাড়তি দুটি প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন শিন্ডে অনুগামীরা অন্যদিকে বিজেপির রয়েছে ১০৬ জন বিধায়ক২০১৪১৯ মহারাষ্ট্রে বিজেপিশিবসেনা জোটের মুখ্যমন্ত্রী ছিলেন ফডণবীস ২০১৯এর বিধানসভা ভোটের পর শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় এনসিপি প্রধান শরদ পওয়ারের বিদ্রোহী ভাইপো অজিতের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফডণবীস অজিত হন উপমুখ্যমন্ত্রী কিন্তু এনসিপি পরিষদীয় দলে ভাঙন ধরাতে ব্যর্থ হয়ে ৮০ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিতে হয়েছিল তাঁকে আর বিদ্রোহে ইতি টেনে ফের শরদের শিবিরে ফিরেছিলেন অজিত এ বার সম্ভবত সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না মহারাষ্ট্রেহিন্দুস্থান সমাচার রাকেশ
অনন্য স্থানীয় উত্পাদন দেশ ও বিশ্বের প্রতিটি কোণে নিয়ে যাওয়ায় কেন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী নয়াদিল্লি, ৩০ জুন হি. স. : ভারতের অনন্য স্থানীয় উত্পাদন দেশ ও বিশ্বের প্রতিটি জেলা ও অংশে নিয়ে যাওয়ায় কেন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের দেশের অনন্য স্থানীয় উত্পাদন দেশের প্রতিটি কোণে নিয়ে যাওয়ার জন্য আমরা সঙ্কল্প নিয়েছি প্রধানমন্ত্রী আরও জানান, এমএসএমই সেক্টরের বিকাশে ফোকাস দেওয়া হচ্ছে... ১৮ হাজার এমএসএমইতে ৫০০ কোটি টাকারও বেশি ডিজিটাল হস্তান্তর করা হয়েছে আমি এমএসএমই সেক্টরকে অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লিতে উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন সেখানে তিনি ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের বেশ কিছু কর্মসূচির সূচনা করেছেন, এর মধ্যে রয়েছে রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরম্যান্স প্রকল্প প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচীর অধীনে সুবিধাভোগীদের ২০২২২৩এর জন্য ডিজিটালি সুবিধা হস্তান্তর করেছেন একই সঙ্গে এমএসএমই আইডিয়া হ্যাকাথন ২০২২এর বিজয়ীদের নামও ঘোষণা করা হয়েছেএদিন নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, সহজ কথায় ভারত যদি আজ ১০০ টাকা উপার্জন করে, তার মধ্যে ৩০ টাকা আসে আমাদের এমএসএমই সেক্টর থেকে আমাদের কাছে এমএসএমই মানে, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে সর্বাধিক সমর্থন... আমি আমাদের সমস্ত এমএসএমইকে জেম পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি সরকার আপনাদের পণ্য কিনতে সক্ষম হবে প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০০ কোটি টাকা পর্যন্ত অর্ডারের জন্য, কোনও বৈশ্বিক দরপত্র নেওয়া হবে না এটি কিছু উপায়ে এমএসএমইগুলির জন্য একটি সংরক্ষণ, যাতে আমরা স্থানীয়ভাবে তৈরি পণ্যগুলিকে প্রচার করতে পারি বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন এই তিনটি স্তম্ভেরও ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রীহিন্দুস্থান সমাচার রাকেশ
আগামী তিনদিনের মধ্যে সরকার গঠন করবে বিজেপি, দাবি বিজেপি নেতার মুম্বই, ৩০ জুন হি. স. : আগামী তিনদিনের মধ্যে বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে বলে দাবি করলেন দলের নেতা গিরিশ মহাজনতাঁর দাবি, তাঁদের সঙ্গে এখন ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে উদ্ধব সরকারের পতনেই শিবসেনা দলের ভাঙন ঠেকানো যাবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত অনেকেই বলছেন, তাঁকে এখন ফের ভাঙন রুখতে হবে আগামী দিনে তাঁকে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এদিকে, বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে দাবি করলেও একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, একনাথ শিন্ডে বৃহস্পতিবার কিংবা শুক্রবার রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারির সঙ্গেও দেখা করতে পারেনএদিকে, উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে যাবেন বলে জানিয়েছেন মুম্বইয়ের চউল আবাসন প্রকল্পে কেলেঙ্কারির অভিযোগে ইডি তাঁকে তলব করেছিল কিন্তু, আলিবাগে জনসভা রয়েছে বলে হাজিরা এড়ান রাউত তারপর ইডি তাঁকে ১ জুলাই হাজিরা দেওয়ার জন্য ফের সমন পাঠায়হিন্দুস্থান সমাচার সঞ্জয়
Birbhum Home Problems: পঞ্চায়েত থেকে পৌরসভায় উত্তীর্ণ, অর্ধনির্মিত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার বাড়ি পৌরসভা নির্বাচনের আগে শান্তিনিকেতন থানার সোনাঝুরি জঙ্গলে বনেরপুকুর ডাঙা গ্রাম আগে পৌরসভার অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আর এতেই বিপত্তি আবাস যোজনার বাড়ি অর্ধ নির্মিত হয়েই পড়ে রয়েছে কাজ সম্পূর্ণ করতে টাকা দিচ্ছে না পঞ্চায়েত, ফিরিয়ে দিচ্ছে পৌরসভাও Incomplete Awas Yojana Houses in Birbhum Villageশান্তিনিকেতন, 30 জুন: সদ্য পঞ্চায়েত থেকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে সোনাঝুরি জঙ্গলের বনেরপুকুর ডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রাম আর এতেই জেরবার গ্রামবাসীরা Incomplete Awas Yojana Houses in Birbhum কারণ থমকে উন্নয়ন 50টির বেশি আবাস যোজনার বাড়ি অর্ধ নির্মিত হয়েই পড়ে রয়েছে কাজ সম্পূর্ণ করতে টাকা দিচ্ছে না পঞ্চায়েত, ফিরিয়ে দিচ্ছে পৌরসভাও এমনকী অন্যান্য পরিষেবা থেকেও বঞ্চিত গ্রামবাসীরা প্রসঙ্গত, এই গ্রামের প্রায় 350 জন ভোটার এবারের পৌরভোটে অংশ নিয়েছিলেন শান্তিনিকেতন থানার সোনাঝুরি জঙ্গলে আদিবাসী অধ্যুষিত বনেরপুকুর ডাঙা গ্রাম এতকাল রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছিল এই গ্রাম 2022 সালে পৌরসভা নির্বাচনের আগে এই গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হয় বর্তমানে এই গ্রাম বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত পঞ্চায়েত থেকে পৌরসভায় উত্তীর্ণ হওয়াতেই বিপত্তি বলছেন স্থানীয় বাসিন্দারা আরও পড়ুন : Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেঅভিযোগ, রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রাপ্ত আবাস যোজনার প্রায় 50টি বাড়ি অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে গ্রামটি পৌরসভার অন্তর্ভূক্ত হয়ে যাওয়ায় বাকি কাজ সম্পূর্ণ করতে নতুন করে বরাদ্দ করছে না পঞ্চায়েত অন্যদিকে, পৌরসভা গ্রামবাসীদের ফিরিয়ে দিয়ে জানাচ্ছে, পঞ্চায়েতের প্রকল্পে পৌরসভা বরাদ্দ করবে না ফলে পঞ্চায়েত থেকে পৌরসভার অধীন হওয়ায় চরম সমস্যায় পড়েছেন এখানকার গ্রামবাসীরা এমনকী অন্যান্য পৌর পরিষেবা থেকেও বঞ্চিত এই গ্রাম পৌর এলাকা হয়েও নেই পর্যাপ্ত আলো, নেই জলের সুব্যবস্থা গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, তারা বুঝতেই পারছেন না, বর্তমান পঞ্চায়েতের বাসিন্দা, নাকি পৌরসভার বনেরপুকুর ডাঙা অধ্যুষিত গ্রামে অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার বাড়িউল্লেখ্য, এই বনেরপুকুর ডাঙা গ্রামে প্রায় 350 জন ভোটার রয়েছেন এবার পৌর নির্বাচনে তারা যথারীতি অংশ নিয়েছে তারপরেও থমকে উন্নয়ন গ্রামবাসীদের মধ্যে রাম সোরেন, পাকু হাঁসদা, সোম মুর্মু, পানু মুর্মু বলেন, আমাদের বাড়িগুলো অর্ধেক হয়ে পড়ে আছে পঞ্চায়েত থেকে এককালীন 70 হাজার টাকা দিয়েছে, আর দিচ্ছে না পঞ্চায়েত বলছে, পৌরসভা হয়ে গিয়েছে আর টাকা দেব না আর পৌরসভা বলছে, পঞ্চায়েতের কাজে আমরা টাকা দেব না আমরা কোথায় যাব আমরা খুব সমস্যায় পড়েছি গ্রামের কোনও উন্নয়ন হচ্ছে না আরও পড়ুন : জয়পুরে প্রবল বর্ষায় ভেঙে পড়ল 30 বছরের পুরনো সেতু, সমস্যায় গ্রামবাসীরাএই প্রসঙ্গে বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, গ্রামের কাজ কত বছর আগে শুরু হয়েছে পঞ্চায়েতের প্রকল্পে আমরা কী করে হাত দেব পৌরসভা হওয়ার পর যা যা পরিষেবা দরকার আমরা দেব এইটুকু বলতে পারি রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, পৌরসভা হয়ে গিয়েছে ওই গ্রাম আমরা এখন কী করে ওখানে কাজ করতে পারি আমাদের ওই গ্রামে কাজ করার এক্তিয়ার নেই
গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত ৭ লাখ, মৃত ১ হাজার ৪৬৭ জন ওয়াশিংটন, ৩০ জুন হি. স. : বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজার ১৮২ জন এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৫৫ কোটি ১৬ লাখ ১ হাজার ৫৫১ জন পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৭ জনের এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৫৫ হাজার ৯৯৪ জনেবৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে দেশটিতে এ সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪৮ জন এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ৩১০ জন এদিকে ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ২৬৩ জন তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ২০৪ জনএছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ৫৯ জন একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ১৪ জন চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৮ জনযুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৯৫ জন এবং মারা গেছেন ১১৭ জন রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৮ জন ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৬০ জন জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন এবং মারা গেছেন ১০৭ জন হিন্দুস্থান সমাচার সোনালি
Jalpaiguri Elephant: মধ্যরাতে দোকানে ঢুকল দাঁতাল, কোনওমতে প্রাণে বাঁচলেন মালিক জলপাইগুড়ি: গভীর রাতে দোকানে হাতির দৌরাত্ম্য প্রাণে বাঁচলেন দোকান মালিক চাঞ্চল্য এলাকায় জলপাইগুড়ি মেটেলি ব্লকের ইনডং চা বাগানে লাগাতার হাতির হানা হচ্ছে বুধবার রাতে খাদ্যের খোঁজে বাগানের একটি দোকানে ঢুকে পড়ে দোকানে মজুত চাল, ডাল, গম খেয়ে চম্পট দেয় দোকানের দেওয়াল ভেঙে সাবার করে খাদ্যদ্রব্য আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী তাই বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা জানা গিয়েছে, বুধবার অনেকটা রাতে একটি দল ছুট হাতি জঙ্গল থেকে বের হয়ে আসে বাগানের বাসা লাইনে ওই সময় নিজের দোকানে শুয়েছিলেন দোকানের মালিক বিরবাল ওঁরাও হাতিটি এসে দোকানের দেওয়াল ভাঙা শুরু করলে তিনি দোকান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ঘণ্টা খানেক পর হাতিটি সেখান থেকে চলে যায় মঙ্গলবার রাতেও ইনডং চা বাগানের সহকারি ম্যানেজারের বাংলোতে হামলা চালায় হাতি প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১১ টি শ্রমিক আবাসও ভেঙ্গে দেয় হাতি লাগাতার বাগানে হাতির হানায় বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে বাসিন্দারা বলেন, বাগানে হাতির হানা রুখতে বনদফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না এইভাবে চলতে থাকলে বাগানে হাতির হানায় প্রাণহানিও হাতে পারে বনদফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জলপাইগুড়ির পাচার হওয়ার আগেই উদ্ধার হয় ১০টি হাতি দশটি ট্রাকে করে ওই দশটি হাতিকে নিয়ে যাওয়া হচ্ছিল তিস্তা সেতুর কাছে দশটি ট্রাক সহ দশটি হাতি আটক করে বন দফতর সূত্রের খবর, হাতিগুলিকে অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের জামনগরের রাধা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় পথ আটকায় বন দফতর কাগজপত্র খতিয়ে দেখতে শুরু করেন বন কর্মীরা পাশাপাশি হাতি সহ ট্রাকগুলিকেও আটক করা হয়
Weather Update: দুদিনের মধ্যেই দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ, বৃষ্টিতে ভেসে যেতে পারে এই এই এলাকা নয়া দিল্লি: আরব সাগর ও গুজরাটের অবশিষ্ট অংশে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু আগামী দুদিনের মধ্যেই প্রবেশ করে পারে, এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আবহাওয়া দফতর Indian Metrological Department জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজস্থানের কিছু অংশ, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে বর্ষা প্রবেশ করবে ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু জম্মকাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ় ও দিল্লির বেশ কিছু অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ুর প্রবেশের ফলে কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে ভারতের আবহওয়া বিভাগ বৃহস্পতিবার বর্ষার প্রথম বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে দিল্লি গোটা দিল্লির বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে তীব্র গরমের মধ্য এই বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিয়েছে ওয়েদার বুলেটিনে আবহওয়া বিভাগ জানিয়েছে, ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানাচণ্ডীগঢ়, পঞ্জাব, পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশের বিস্তুত এলাকায় বজ্র বিদ্যুত্ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী পাঁচ দিনে জম্মুকাশ্মীর এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামী দুদিনের মধ্যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানা গিয়েছে পূর্ব রাজস্থানেও বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে আবহওয়া দফতর মধ্য প্রদেশে ও ছত্তীসগঢ়ের বিস্তীর্ণ অংশে ২ জুলাইয়ের মধ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী পাঁচদিনের মধ্যে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমালয় লাগোসা সিকিম ও বাংলার অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোঙ্কন, গোয়া এবং কেরল, কর্নাটকের মতো দক্ষিণের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর গুজরাট ও মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
খেরসনের মেয়রকে আটক করেছে রুশ আপনজন ডেস্ক: কৃষ্ণ সাগর উপকূলবর্তী দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে আটক করেছে অভিযানরত রুশ বাহিনী মঙ্গলবার কোলিখায়েভকে আটকের খবরটি নিশ্চিত করেছেন খেরসন অঞ্চলে রাশিয়া কর্তৃক নিযুক্ত কর্মকর্তারা, আর ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন মেয়রকে অপহরণ করা হয়েছে খেরসন অঞ্চলে মস্কো নিযুক্ত ডেপুটি হেড একেতেরিনা গুবারেভা নিজ টেলিগ্রাম পোস্টে জানান, আমি নিশ্চিত করতে পারি যে কোলিখায়েভকে কমান্ড্যান্টের কার্যালয় থেকে আটক করা হয়েছে আরও পড়ুন: মেয়েদের স্বনির্ভর হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর বিহারে চার মিম বিধায়ক দল ছেড়ে গেলেন আরজেডিতে শুকনো পদ্মায় মাছ ধরতে ভিড় সীমান্তের জেলেদের
Pathar Pratima Boat Wharf : রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা পাথরপ্রতিমার বিভিন্ন নৌকার ঘাটের রাজ্যে বর্ষা প্রবেশ করতে না করতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমার বিভিন্ন নৌকার ঘাটগুলির জরাজীর্ণ ও কঙ্কালসার চেহারা Pathar Pratima Boat Wharf রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে বহু নৌকার ঘাট পাথরপ্রতিমা, 30 জুন: জলে কুমির ডাঙায় বাঘ এটাই সুন্দরবনের মানুষদের রোজনামচা সুন্দরবন বলতেই মনে পড়ে যায় ঘন জঙ্গল আর দক্ষিণরায় সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিতে যোগাযোগের একমাত্র মাধ্যম হল জলপথ রাজ্যে বর্ষা প্রবেশ করতে না করতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমার বিভিন্ন নৌকার ঘাটগুলির জরাজীর্ণ ও কঙ্কালসার চেহারা Pathar Pratima Boat Wharf রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে বহু নৌকার ঘাট কার্যত জীবনবাজি রেখে নদী পারাপার হতে হয় নিত্যযাত্রীদের 5টি দ্বীপ সমূহ নিয়ে গঠিত হয়েছে পাথরপ্রতিমা বিধানসভা পাথরপ্রতিমার প্রত্যন্ত দ্বীপ গুলিতে পৌঁছতে হলে এখনও গ্রামবাসীদের ভরসা সেই জলপথ পাথরপ্রতিমা বিধানসভার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে মৃদঙ্গ ভাঙা, জগদ্দল, কার্জন ক্রিক ও রামগঙ্গা ঠাকুরাইন নদী প্রতিদিন নিত্য প্রয়োজনে নদী পারাপার হতে হয়, প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষদের আর এই নদীর নৌকার ঘাটগুলির রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ কঙ্কালসার দশা রাজ্যে পালাবদল হলেও বদলায়নি পাথরপ্রতিমার প্রত্যন্ত দ্বীপ এলাকায় মানুষের সমস্যা পাথরপ্রতিমার বিভিন্ন নদী ও নদীর চরে ওত পেতে থাকে কুমির পাথরপ্রতিমার বিভিন্ন নৌকার ঘাটগুলি জরাজীর্ণ ও কঙ্কালসার চেহারাবর্ষাকালে আরও করুণ দশা হয়ে যায় নদীর নৌকাঘাটগুলি বেহাল থাকার জন্য সমস্যায় পরেন রোগী ও রোগীর আত্মীয়রা পাথরপ্রতিমা রাখালপুর আর্ডির বাজার খেয়া ঘাটের বেহাল দশা একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে সম্পূর্ণ নৌকা ঘাট বিকল্প কোনও নৌকাঘাট না থাকায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা শুধু আর্ডির বাজার নয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ভেঙে পরেছে হরিজীর খেয়া ঘাট, যশোদার খেয়া ঘাট, কুমারপুর ঘাট ও গদামথুরা ঘাট গ্রামবাসীদের পক্ষ থেকে বারেবারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ঘাটগুলি সংস্কারের জন্য কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি বাধ্য হয়ে বিপদ জেনেও নদীর চরে হেঁটে গিয়ে নৌকায় উঠতে হয় আরও পড়ুন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পাথরপ্রতিমার অচিন্ত্য নগরে বেহাল নদীবাঁধ নিয়ে আতঙ্কে গ্রামবাসীনিত্যযাত্রী প্রবীর মাইতি বলেন, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমা চারিদিকে নদীবেষ্টিত প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দরকারে কয়েক হাজার মানুষ নদী পেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে যান কিন্তু এই নদীর ঘাটগুলি বেহাল দশা কার্যত জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে হয় স্থায়ী কংক্রিটের ঘাটের জন্য আমরা আবেদন জানিয়েছি সাধারণ মানুষের সমস্যার কথা স্বীকার করে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা বলেন, পাথরপ্রতিমা নদীবেষ্টিত দ্বীপ এলাকা , প্রতিদিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে হলে সাধারণ মানুষের ভরসা ফেরি সার্ভিস সাধারণ মানুষের কথা ভেবে নদীর ঘাটগুলি আমরা তৈরি করেছি কিন্তু একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙে গিয়েছে সেই ঘাটগুলি অনেক জায়গায় নদীতে নাব্যতা কমে গিয়েছে এলাকাবাসীরা সমস্যার কথা আমাদের জানিয়েছে দ্রুততার সঙ্গে ঘাটগুলি সংস্কার করা হবে তবে দেখার বিষয় এই যে, আদৌ কি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মানুষের সমস্যার সমাধান হবে সেটা শুধু সময়ের অপেক্ষা
ETV Bharat Horoscope for 30th June : আর্থিক দিক থেকে কেউ কেউ সাফল্য পাবেন, আপনার দিন কেমন যাবে জানতে দেখুন ইটিভি ভারতের রাশিফল দীর্ঘদিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করবেন কেউ আবার আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে অনেকে হিমসিম খাবেন কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে Etv Bharat Horoscope for 30th June মেষমেষ : আপনার প্রেম জীবন সমস্যা মুক্ত থাকবে তবে স্বাভাবিক জীবনযাপন হয়ত আপনার একঘেয়ে লাগবে আজকে হঠাত্ করে অর্থাগম ঘটবে না তবে আপনি আরও বেশি অর্থ উপার্জনের চিন্তা করবেন সেইমতো পরিকল্পনা করতে পারেন বিভ্রান্তি এড়াতে চাইলে চিন্তাগুলিকে সুসংগঠিত করুন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে আজকে নক্ষত্রের শক্তি আপনাকে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বৃষবৃষ : আপনি উপকারী স্বভাবের হলেও আপনার আত্মকেন্দ্রিকতা আপনার ভালোবাসার ব্যক্তিটির পছন্দ নাও হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে উদারমনা হতে হবে আপনার জীবনসঙ্গীর প্রয়োজনগুলো আপনাকে বুঝতে হবে আপনার স্বচ্ছন্দ স্বভাব সম্পর্ককে মসৃণ রাখবে আপনি নিরাপত্তা পাওয়ার চেষ্টা করবেন এর ফলে আর্থিক সুযোগ আপনি হারাতে পারেন সময়কে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ নমনীয় থাকার চেষ্টা করুন মিথুনমিথুন : আপনি সম্ভবত আপনার আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত থাকবেন আরও উপার্জনের জন্য কী করতে হবে তা আপনি ঠিক করতে পারবেন না অর্থ সঞ্চয়ের উপায় নিয়েও আপনি বিভ্রান্ত থাকবেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি সবকিছু গুলিয়ে ফেলতে পারেন তবে কোনও গুরুতর সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না আপনার হাতে যদিও অনেক কাজ থাকলেও, তথ্য বিশ্লেষণ ও সংগ্রহের কাজে আপনি এগিয়ে থাকবেন আপনি কাজের গতি শেষ অবধি বাড়াতে পারবেন ও আপনার কর্মক্ষমতা ভাল ফল এনে দেবে কর্কটকর্কট : প্রেমের ক্ষেত্রে অমায়িক হন ও মানিয়ে নিতে শিখুন প্রিয়তমের সঙ্গে সাবলীল কথোপকথন আপনাকে আরও খুশি করে তুলবে আপনি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন ভুলভাল জিনিসের জন্য আজ অর্থ খরচ হতে পারে আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা বেশি তবে হাস্যকর ব্যাপার এই যে খরচ করে আপনার ভালো লাগবে মিটিং রুমে আপনি অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন আজ সিংহসিংহ : সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য আপনি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চাইবেন আবেগঘন পুনর্মিলনের প্রতিশ্রুতি সর্বক্ষণই আপনার মনের মধ্যে ঘুরে বেড়াবে আজ আপনার ভালোবাসার আপনার সঙ্গীর মন ভরে উঠবে আজকে আপনার এত লাভ হবে যে তা আপনি গুণে শেষ করতে পারবেন না আপনার ভালো স্বভাবের জন্য সহকর্মীরাও আপনার প্রশংসা করবে লোকের ওপর কর্তৃত্ব ফলাবেন না তাহলে লোকজন আপনার ওপর ভরসা করবে না কন্যাকন্যা : যেহেতু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা আছে আজ কথা বলার সময় সতর্ক থাকা ভাল এমনকী ভালোবাসার মানুষটির সঙ্গেও আজ সাবধানে কথা বলবেন আজকে আপনাকে বন্ধু, সহকর্মী, ব্যবসায়িক সহযোগী ও কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে কাজের সূত্রে যে যে লোকের সঙ্গে আপনার সম্পর্ক তাদের প্রত্যেকের থেকেই আপনি উপকার পেতে পারেন শুধুমাত্র কর্মজীবন ও পেশা সংক্রান্ত বিষয় নিয়ে আজ চিন্তায় থাকবেন তুলাতুলা : প্রেমের জীবনে বেশি স্পর্শকাতর না হওয়া ভালো মনে রাখবেন, কোনও কিছুই অতিরিক্ত ভালো নয় এমনকী তা যদি ভাবপ্রবণতা হয় তাও না! আজকে আপনি অতিরিক্ত খরচ করবেন না কিন্তু খুব বেশি আয়ও হবে না আপনি সামঞ্জস্যে বিশ্বাস করেন হিসাবনিকাশের খাতায় সামঞ্জস্য আছে দেখে আপনি স্বস্তি পাবেন আজকে অসাধারণ সফটওয়্যার বানানোর চেষ্টা করবেন আপনি বৃশ্চিকবৃশ্চিক : আপনার প্রণয়ীর আকর্ষণীয় চেহারা আপনাকে আকর্ষণ করতে পারে আপনার আর্থিক অবস্থান নিয়েও আজ আপনি চিন্তিত থাকবেন আপনার উপার্জন আপনার ক্ষমতার সঙ্গে মিলবে না তাই আপনি অসন্তুষ্ট বোধ করতে পারেন আজ সহজে কোনও কাজ শেষ করতে পারবেন না যোগব্যায়াম এবং ধ্যান করে হতাশা কাটিয়ে ফেলুন ধনুধনু : আপনার প্রিয়জনকে খুশি এবং সন্তুষ্ট করতে মতোবিরোধ থেকে দুরে থাকা ভাল রোম্যান্টিক সন্ধ্যা উপভোগ করার জন্য ভাল পরিকল্পনা করুন আরও বেশী মানুষের সঙ্গে মেলামেশা করা লাভজনক হতে পারে যদিও, আজ আয়ব্যয় প্রায় সমান হবে কাজের জায়গায় কিছু পরিস্থিতি আপনার সমস্ত শক্তি শেষ করে দিতে পারে আপনাকে এই সমস্যার মোকাবিলা করতে হবে তবে প্রযুক্তিগত প্রকল্পগুলিতে থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া যেতে পারে মকরমকর : সব মিলিয়ে আজকে আপনার নীরস দিন কাটবে যদিও তা আপনার প্রতিকূলে যাবে না গ্রহের চলন অদূর ভবিষ্যত পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে কাজেই মাথা উঁচু করে রাখুন ও আরও ভালো আগামী দিনের জন্য অপেক্ষা করুন কর্মব্যস্ত দিনের পরে আপনি হয়ত সঙ্গীর কম সময় কাটাতে পারবেন কিন্তু একঙ্গে থাকা সেই কয়েক ঘণ্টাই ভীষণ আনন্দে কাটবে আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভাল নয় বললেই চলে কুম্ভকুম্ভ : অন্যদের নিয়ে অত্যধিক চিন্তাভাবনা করার কারণে আপনার স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে আপনার বস্তুগত সম্পত্তি পর্যালোচনা করার এটি ভালো সময় এর ফলে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন আপনি যে জিনিসগুলি সম্প্রতি কিনেছেন তার একটি তালিকাও বানাতে পারেন ও দেখতে পারেন আপনাকে নতুন পদ্ধতি ও কৌশল শিখতে হবে আপনার মহাজাগতিক গণনা বলছে আপনি কোনও অনলাইন কোর্সে যোগদান করুন আপনার জ্যোতিষশাস্ত্রীয় অবস্থান বলছে, এটি আপনার পেশাগত পটুত্ব চট করে ঝালিয়ে নেওয়ার সময় মীনমীন : মাথা ও মনের বিশাল দ্বন্দ্বের কারণে আজ আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি বাধা পাবে যদিও এতসব ওঠানামা সত্ত্বেও আপনার শরীর আজ ভাল থাকবে শক্তি সঞ্চয় করার জন্য বাইরের কোনওরকম বিবাদ এড়িয়ে চলুন আজকে হয়ত আপনি খুব বেশি অর্থ উপার্জন করবেন না আবার খুব বেশি খরচও করবেন না তাই আয় ব্যয়ের সামঞ্জস্য বজায় থাকবে ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই আপনি একটু সমস্যায় পড়বেন
Shiv SenaBJP Alliance: ফের জোট হবে BJPশিবসেনার? বিদ্রোহী বিধায়করা বোঝাতে পারেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেও শিবসেনার লড়াই তিনি ছাড়ছেন না এদিকে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠী শিবসেনা ভেঙে আলাদা দল গঠনের বা অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দেয়নি একনাথদের দাবি, তাঁরাই আসল শিবসেনা উদ্ধবের নেতৃত্বাধীন গোষ্ঠী দলে সংখ্যালঘু এই আবহে বিজেপির সঙ্গে সরকার গঠনের আগে উদ্ধব ঠাকরের গোষ্ঠীর সঙ্গে একনাথ আলোচনায় বসতে পারেন বলে মনে করা হচ্ছে সেনার বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র বিধায়ক দীপক কেসরকর বুধবার বলেন, উদ্ধব ঠাকরের পদত্যাগে আমাদের জন্য সুখের বিষয় নয় তিনি বলেন, আমরা শারদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সাথে দলের জোটে খুশি নই ফলে আমরা ভিন্ন পথ ধরেছি তিনি শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ভূমিকা তুলে ধরে তোপ দাগেন দলের কিছু অভ্যন্তরীণ সূত্রের মতে, সঞ্জয় রাউত বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে অস্বস্তিতে ফেলেছিলেন একাধিকবার তাতেই নাখউশ শিন্ডে জানা গিয়েছে, আজকে একনাথ তাঁর গোষ্ঠীর বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন আজকের বৈঠকের পর রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শিবসেনার বিদ্রোহী একনাথ শিন্ডে একই সময়ে, সূত্র বলছে যে বিজেপি এখনই নতুন সরকার গঠনের দাবি জানাবে না তবে, বিজেপি নেতা গিরিশ মহাজন দাবি করেছেন যে তাঁদের সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে সরকার গঠন করবে বিজেপি গুয়াহাটি থেকে গতকাল রাতেই গোয়া পৌঁছে যান একনাথ শিন্ডেরা শিবসেনার বিদ্রোহী বিধায়কদের আজই মুম্বইতে পা রাখার কথা এদিকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করে মোট ১৩টি মন্ত্রক দেওয়া হতে পারে এর মধ্যে ৮টি ক্যাবিনেট পদ এবং পাঁচটি রাজ্যমন্ত্রীর পদ হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও বিজেপি প্রথম থেকেই দাবি করে এসেছে যে শিবসেনার বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ হয়নি এদিকে উদ্ধব ঠাকরের পদত্যাগের পর প্রথম টুইটেই নিজের ভবিষ্যত্ পরিকল্পনার বিষয়ে জানিয়ে দেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে একনাথ জানিয়ে দেন, শীঘ্রই বিজেপির সঙ্গে মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা হবে তাঁর দাবি, বাকি যা সব খবর প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার সবটাই গুজব ও রটনা এদিন টুইট করে একনাথ লেখেন, আমাদের ফোকাস হল বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়া, আনন্দ দীঘের শিক্ষার প্রসার এবং মহারাষ্ট্র এবং বিধায়কদের এলাকাগুলির সামগ্রিক উন্নয়ন বন্ধ করুন
Viral: ১৫ সেকেন্ডে ৩টি টিকিট কাটা, রেলকর্মীর গতিতে মুগ্ধ ইন্টারনেট আপনি কি লোকাল ট্রেনে যাতায়াত করেন? সেক্ষেত্রে টিকিট কাটার সমস্যার জায়গাটা আপনি ভালোই বুঝবেন স্টেশনের টিকিট কাউন্টারে সাধারণত লম্বা লাইন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ধীরে সুস্থে একটি একটি করে টিকিট দিচ্ছেন রেলকর্মী সময় লেগে যায় অনেকটা ট্রেন মিস করার ভয়ে অধৈর্য্য হয়ে পড়েন যাত্রীরা তবে তার মধ্যে ব্যাতিক্রমও রয়েছে তার প্রমাণ দিলেন এক অভিজ্ঞ রেলকর্মী মাত্র ১৫ সেকেন্ডের ঝড়ের গতিতে ৩টি টিকিট বের করে দিলেন ওই কর্মী তাঁর কাজের তত্পরতায় মুগ্ধ ইন্টারনেট সবাই ভাবছেন, আহা, যদি আমাদের সব স্টেশনেই এমন রেলকর্মী থাকতেন! ভাইরাল ভিডিয়োটি মুম্বইয়ের এক রেল স্টেশনের মু্ম্বই রেলওয়ে ইউজার্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি টুইট করা হয়েছে ভিডিয়োতে দেখা যাচ্ছে, অটোমেটেড টিকিট ভেন্ডিং মেশিন থেকে ঝড়ের গতিতে টিকিট দিচ্ছেন ওই রেলকর্মী তাঁর দ্রুততার প্রশংসায় পঞ্চমুখ নিত্যযাত্রীরা এমন দ্রুত টিকিট কাটতে যে কতটা অভ্যাসের প্রয়োজন হয়, তা সত্যিই অভাবনীয়তবে অনেকে এটাও বলছেন যে, যাত্রীদের ধীরে ধীরে নিজেই ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটার অভ্যাস করা উচিত্ দেখুন সেই ভিডিয়ো: আপনাকেও কি স্টেশনে টিকিট কাটতে গিয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয়? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা বন্ধ করুন
Eknath Shinde to Reach Mumbai: গুজরাটঅসমগোয়া ঘুরে মারাঠা ভূমে পা রাখছেন শিন্ডে, সরকার গঠন নিয়ে করবেন আলোচনা প্রায় দশদিন আগে ২১ বিধায়ককে নিয়ে গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন একনাথ শিন্ডে তারপর সেখান থেকে উত্তরপূর্বের রাজ্য অসমে চলে যান একনাথরা সেখানে ধীরে ধীরে বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি হয় এরপর গতকালই গোয়ায় পা রাখেন একনাথরা তিন বিজেপি শাসিত রাজ্য ঘুরে এবার একনাথ পা রাখতে চলেছেন মুম্বইতে জানা গিয়েছে আর কিছুক্ষণেই মুম্বইতে পৌঁছাচ্ছেন একনাথ শিন্ডে সেখানে রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি এবং পরবর্তীতে বিজেপির পরীষদীয় দলনেতা দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে দেখা করতে পারেন একনাথ শিন্ডে এর আগে আজ সকালে এক টুইট করে নিজের ভবিষ্যত্ পরিকল্পনার কথা জানান একনাথ উল্লেখ্য, উদ্ধবের পদত্যাগের পর সেটাই ছিল একনাথের প্রথম টুইট একনাথ জানিয়ে দেন, শীঘ্রই বিজেপির সঙ্গে মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা হবে তাঁর দাবি, বাকি যা সব খবর প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার সবটাই গুজব ও রটনা এদিন টুইট করে একনাথ লেখেন, আমাদের ফোকাস হল বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়া, আনন্দ দীঘের শিক্ষার প্রসার এবং মহারাষ্ট্র এবং বিধায়কদের এলাকাগুলির সামগ্রিক উন্নয়ন গুয়াহাটি থেকে গতকাল রাতেই গোয়া পৌঁছে যান একনাথ শিন্ডেরা শিবসেনার বিদ্রোহী বিধায়কদের আজই মুম্বইতে পা রাখার কথা এদিকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করে মোট ১৩টি মন্ত্রক দেওয়া হতে পারে এর মধ্যে ৮টি ক্যাবিনেট পদ এবং পাঁচটি রাজ্যমন্ত্রীর পদ হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও বিজেপি প্রথম থেকেই দাবি করে এসেছে যে শিবসেনার বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ হয়নি বন্ধ করুন
Rajarhat: শরীরে একাধিক ক্ষতচিহ্ন সহ সিগারেটের ছ্যাঁকা,পা বাঁধা অবস্থায় উদ্ধার মহিলার মৃতদেহ প্রথম কলকাতা রাজারহাটে ফের এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় বছর পঞ্চাশের এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করা হয় ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায় পাশাপাশি শরীরে রয়েছে বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা তার পরিবারের সদস্যরা খুঁজতে এসে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে এরপরেই খবর দেওয়া হয় রাজারহাট থানার পুলিশকে পুলিশ এসে উপস্থিত হয় সেখানে উদ্ধার করা হয় মৃতদেহ, নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য স্থানীয় সূত্রে খবর, নিহত ওই মহিলার নাম আলিয়া বিবি তিনি অন্যান্য দিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের জন্য তবে মাঠে কাজ সেরে বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও ফিরে আসেননি তিনি যার কারণে তাঁর পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন তাকে খুঁজতে চলে আসেন মাঠে অনেক খোঁজাখুঁজি করার পর তাঁরা দেখতে পান ,তাকে যে খাবার দেওয়া হয়েছিল তা পড়ে রয়েছে মাঠের মধ্যে পাশে পড়ে রয়েছে রক্ত এরপরে আরও সন্দেহ হয় পরিবারের সদস্যদের এলাকায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা অবশেষে মাঠের মাঝে একটি ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলার পা বাঁধা ছিল মাথায় আঘাতের চিহ্ন ছিল শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার চিহ্নও ছিল বর্তমানে রাজারহাট থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা সে বিষয়েও প্রশ্ন উঠছে যদিও ময়নাতদন্তের পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানা গিয়েছে অন্যদিকে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁর সাথে কারো কোন শত্রুতা ছিল কিনা বা তাঁর সাথে শেষ কার দেখা হয়েছিল এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা যদিও পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ জানানো হয়েছে পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কিনারা করার চেষ্টা চালাচ্ছে
আনটোল্ড বাজপেয়ী, মোদীর পর এবার বায়োপিকে অটল! মুখ্য ভূমিকায় কে? প্রথম কলকাতা বলিউডে চলচ্চিত্র নির্মাণের অন্যতম হট টপিক এখন বায়োপিক খেলা থেকে শুরু করে রাজনীতি সকল ব্যক্তিত্বদের নিয়েই বলিউড গড়ে তুলছে বায়োপিক ২০১৯ লোকসভা নির্বাচনের আগে মুক্তি পেয়েছিল নরেন্দ্র মোদীর বায়োপিক পি এম নরেন্দ্র মোদী এবার তাঁর রেশ কাটিয়ে বড় পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ছবির নাম প্রথমে আনটোল্ড বাজপেয়ী থাকলেও পরবর্তীকালে তা পরিবর্তন করে রাখা হয় অটল এনপির বই দ্য আনটোল্ড বাজপেয়ীর উপর ভিত্তি করেই বানানো হবে এই ছবি ছবি তৈরির ভাবনা অনেকদিন আগেই ঘোষণা করা হলেও জানানো হয়নি মুক্তির দিন সদ্য প্রযোজক সন্দীপ সিং নিজেস্ব সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করে ঘোষণা করলেন ছবির মুক্তির দিন একই সাথে ছবির ঝলক শেয়ার করে সন্দীপ লিখলেন, অটল বিহারী বাজপেয়ী ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা তাঁর বক্তব্য শুনেই পরাজিত হত শত্রুরা যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন পাশাপাশি প্রযোজক জানান, ছবিতে শুধুমাত্র রাজনীতিককে তুলে ধরা হবে না সাহিত্যপ্রেমী প্রধানমন্ত্রীকেও ফুটিয়ে তোলা হবে ছবিতে এই ছবিতে উঠে আসবে অটল বিহারী বাজপেয়ীর জীবনের অন্যান্য দিকও তিনি জীবনে শুধু রাজনীতিবিদ নন, একাধারে ছিলেন শিল্পী তাঁর কবিতা, লেখা এবং তাঁর মানবিক দিকও উঠে আসবে এই ছবির মধ্যে দিয়ে এছাড়াও, বাজপেয়ীর বায়োপিক অটলএর প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ম্যায় রহু, ইয়া না রহু ইয়ে দেশ রহেনা চাহিয়ে এনপি মেঞ্চার লেখা বই আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স থেকেই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর ৯৯ তম জন্মবার্ষিকীতে ছবিটি মুক্তি পাবে বড়পর্দায় ২০২৩এর ক্রিসমাসের সময় মুক্তি পাবে অটল যদিও ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় কাকে দেখা যাবে তা তা এখনও ঠিক হয়নি এমনকী ছবিটি কার পরিচালনায় তৈরি হবে তাও এখনও অধরা
২২ বছর বয়সে টিকটকে ২০ কোটি ফলোয়ার! কথা না বলেই সুপারহিরো, এ এক অন্য চার্লির গল্প ODD বাংলা ডেস্ক: অনেক সময়ই নিছক ঠাট্টা করে চার্লি চ্যাপলিনের সঙ্গে তাঁর তুলনা করা হয় কারণ একটাই দুজনেই সাফল্যের শিখরে উঠেছেন কথা না বলে খোসা না ছাড়িয়েও কলা খাওয়া যায়, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কলা কেটে নানা জটিল পদ্ধতিতে কলার সাদা অংশের খোঁজ অবশেষে মেলে এ রকম প্রচুর লাইফ হ্যাকস্এর ভিডিয়োয় নেটমাধ্যম ভর্তি এ সব ভিডিয়োতে খুব সহজ কাজ জটিল পদ্ধতিতে করা হয় কিন্তু এই কাজগুলিই যদি সাধারণ ভাবে করা যায়? অতিমারিতে এমনই এক জন জটিল লাইফ হ্যাকস্এর ভিডিয়োগুলি খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে করে দেখাতে শুরু করেন কোনও কথা না বলে শুধু মাত্র মুখভঙ্গিমার মাধ্যমে তিনি এমন মজার ভিডিয়ো বানিয়েই টিকটকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেন বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ২০ কোটি চিনতে পারছেন এই ব্যক্তিকে? কখনও ঘরের ভিতর, কখনও বাড়ির রান্নাঘরে, কখনও বা ডাইনিং রুমে মজার ভিডিয়ো বানিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে চলেছেন বিখ্যাত টিকটকার খাবি লেম চার্লি দিঅ্যামেলিও, যাঁর টিকটকে অনুরাগীর সংখ্যা সর্বোচ্চ, তাঁকেও সম্প্রতি ছাপিয়ে গিয়েছেন খাবি তাঁর প্রতিটি ভিডিয়ো হাস্যরসে পরিপূর্ণ হলেও তাঁর ব্যক্তিগত জীবনে জটিলতা ছিল প্রচুর এক বছর বয়সেই সেনেগাল থেকে পরিবারসহ ইতালিতে চলে আসেন তিনি ছোট থেকে ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত খাবি স্কুলকলেজের পড়াশোনা শেষ করতে পারেননি কখনও কারখানায়, কখনও হোটেলের কর্মী হিসাবে কাজ করতেন মাসিক বেতন হাজার ডলারের বেশি ছিল না কখনই তবে ২০২০ সালে তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তখনই তিনি সিদ্ধান্ত নেন, মজার ভিডিয়ো বানিয়েই নেটমাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করবেন ভিডিয়ো বানানো শুরুও করলেন খাবি প্রথম এক মাসে তাঁর ভিডিয়ো মাত্র নজন দেখতেন সাবস্ক্রাইবারের সংখ্যাও ছিল মাত্র দুই তবুও তিনি ভেঙে পড়েননি নিয়মিত ভিডিয়ো বানিয়ে গিয়েছেন ধীরে ধীরে বিপুল পরিমাণ দর্শকদের কাছে পৌঁছলেনও তিনি এখন তাঁর অনুরাগীরা রয়েছেন বিশ্ব জুড়ে এখন বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসাবে তাঁকে দেখা যায় ইডি শীরান, লিয়োনেল মেসি প্রমুখ খ্যাতনামা ব্যক্তির সঙ্গে দেখাও করেছেন তিনি সেনেগাল থেকে আসার পরেও তাঁর কাছে ইতালির নাগরিকত্ব ছিল না ২০২২ সালের ২৪ জুন ইতালি সরকার খাবিকে নাগরিকত্ব দেয়
IND vs ENG: কপিলের পর কি এবার বুমরা? ৩৫ বছরের পুরনো রেকর্ড কি ভাঙতে চলেছে? টিভি ভিডিও পডকাস্ট গেম Search X খবর কলকাতা জেলার খবর পূর্ব বর্ধমান হুগলি উত্তর ২৪ পরগনা বীরভূম মালদা রাজ্য ভারত খেলা বিনোদন খুঁটিনাটি পাত্র পাত্রী অফবিট পডকাস্ট শো অন্যান্য মাধ্যমিক রেজাল্ট প্রযুক্তি লাইফস্টাইল শিক্ষা এবং চাকরি স্বাস্থ্য পডকাস্ট শো উপযোগিতা ব্যবসাবাণিজ্য শারদোত্সব জ্যোতিষ Select Language English हनद मरठ ਪਜਬ ગજરત ABP நட ABP Ganga ABP దశ LIVE Pataudi Trophy, 202122 5th Test Play In Progress ENG VS IND 3387 73.0 RR 4.63 IND in IRE, 2 T20Is, 2022 2nd T20I India beat Ireland by 4 runs 2215 20.0 RR 11.05 IRE VS IND 2257 20.0 RR 11.25 Schedule Predict Win হোম খেলা IND vs ENG: কপিলের পর কি এবার বুমরা? ৩৫ বছরের পুরনো রেকর্ড কি ভাঙতে চলেছে? IND vs ENG: কপিলের পর কি এবার বুমরা? ৩৫ বছরের পুরনো রেকর্ড কি ভাঙতে চলেছে? IND vs ENG Test: করোনা আক্রান্ত হওয়ার পর থেকে টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন রোহিত শর্মা তিনি এখনও করোনা মুক্ত হননি বলে জানা গিয়েছে এদিকে আগামীকাল থেকেই শুরু টেস্ট By: ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at : 30 Jun 2022 02:34 PM IST Edited By: Goutam Roy FOLLOW US: কপিলের পর এবার বুমরা? এজবাস্টন: কাল থেকে শুরু হতে চলা ভারতইংল্যান্ড টেস্টে কে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এখনও ঠিক নেই রোহিত শর্মা Rohit Sharma এখনও করোনামুক্ত Covid19 হননি কোচ রাহুল দ্রাবিড় Rahul Dravid আগের দিন সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছেন যে রোহিতকে এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে কিন্তু যদি একান্তই রোহিত খেলতে না পারেন, তবে হয়ত জসপ্রীত বুমরাই অধিনায়ক হিসেবে কাল মাঠে নামবেন আর তেমনটা হলে এক রেকর্ডও গড়ে ফেলবেন তিনি কপিলের পর বুমরা? ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব শেষবার পেসার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন সেই ১৯৮৭ সালে শেষবার ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন কপিল যদি কাল বুমরা অধিনায়ক হিসেবে মাঠে নামেন, তবে ৩৫ বছর পর দ্বিতীয় কোনও ভারতীয় পেসার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি কে এল রাহুল চোট পেয়ে সিরিজের আগেই ছিটকে যাওয়ার পর রোহিত শর্মার ডেপুটি হিসেবে বুমরার নাম ঘোষণা করা হয়েছিল এদিকে রোহিতও এবার নিজে করোনা আক্রান্ত হয়ে ম্য়াচে অনিশ্চিত বুধবার রাতের দিকে ভারতীয় দলের কোচ এজবাস্টন থেকে জুম কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, রোহিত এখনও এজবাস্টন টেস্টের বাইরে নয় ভারতীয় দলের মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে তবে হ্যাঁ, ওকে পেতে গেলে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা মতো সময় রয়েছে আজ বুধবার রাতে ও কাল বৃহস্পতিবার সকালে ওর আরও দুটো করোনা পরীক্ষা হবে তারপর আমাদের মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স টিম ঠিক করবে ওকে নিয়ে কী করা হবে নিভৃতবাসে রয়েছে বলে ওকে আমি দেখিনি সেই সঙ্গে দ্রাবিড় যোগ করেন, তবে ও খেলতে না পারলে কে নেতৃত্ব দেবে, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বা নির্বাচকেরা আনুষ্ঠানিকভাবে জানাবেন আমাদের সেটা বলার কথা নয় আরও পড়ুন: জার্মানিতে সফল অস্ত্রোপচার, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল আরও দেখুন ইন্টারনেট ভয়েস কলকে উন্নত করতে বাজারে এল এয়ারটেল ওয়াইফাই কলিং Published at : 30 Jun 2022 02:30 PM IST Tags: Record captain test series India vs England Jasprit Bumrah IND vs ENG জসপ্রীত বুমরা record কপিল দেব খেলা sports লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে আপনার জন্য সম্পর্কিত ঘটনা Rishabh Pant : কনিষ্ঠতম উইকেটকিপারব্যাটার হিসেবে টেস্টে নয়া মাইলফলক পন্থের IND vs ENG, Day 1 Highlights: পন্থজাডেজার ২২২ রানের জুটিতে স্বস্তি গুরু দ্রাবিড়ের সংসারে Sports Highlights: পন্থজাডেজার অনবদ্য লড়াই, কাউন্টি খেলবেন ক্রুণাল, সঙ্গে খেলার দুনিয়ার আরও খবর Nathan Lyon Surpasses Kapil Dev: কপিলের রেকর্ড ভেঙে দিলেন লায়ন, সামনে এবার ডেল স্টেন Rishabh Pant Century: দুহাত তুলে হুঙ্কার, পন্থের সেঞ্চুরির পর দ্রাবিড়ের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল বড় খবর West Bengal News Live: বিপত্তারিণী পুজো উপলক্ষে কালীঘাটে পুণ্যার্থীদের ঢল ABP Ananda Top 10, 2 July 2022 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে Bipodtarini Devi Puja : মহামায়ারই আরেক রূপ দেবী বিপত্তারিণী, জানুন এই পুজোর দিন কী কী করতেই হবে Covid19 Update : করোনায় মৃত ৩৫ সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্যের অনুমোদন কেন্দ্রের Darjeeling : বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত, সমাধান কার হাতে ? ABOUT US FEEDBACK CAREERS ADVERTISE WITH US SITE MAP DISCLAIMER CONTACT US PRIVACY POLICY This website follows the DNPA code of Ethics Live TV Video Photo Gallery Bengali News Kolkata News Politics District News Aaj Focus E Bengal Latest News Entertainment Hoy Ma Noy Bouma Film Star Holly Bolly Tolly TV Shows Sange Suman Jukti Tokko Hoi Ma Noi Bouma Filmstar Animations Photos Sports Photos Entertainment Photos Astro Photos আইপিএল Videos Bengali Latest Videos Entertainment Videos World Latest Videos Nation Latest Videos Sports Latest Videos Mobile App This website follows the DNPA code of Ethics Copyright2021. All rights reserved কপিলের পর বুমরা?
অনূর্ধ্ব১৭ মহিলাদের বিদেশ সফরে উঠল অভব্যতার অভিযোগ, সাসপেন্ড এক কোচিং স্টাফ ভারতীয় অনূর্ধ্ব১৭ মহিলা দলের এক সদস্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ওই সদস্যকে আপাতত সাসপেন্ড করা হয়েছে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ফেডারেশন ভারতের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আশ্বাস, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে তবে অভিযুক্তের পরিচয় জানানো হয়নি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আপাতত ইউরোপ সফরে গিয়েছে ভারতের অনূর্ধ্ব১৭ দল তারইমধ্যে বৃহস্পতিবার সকালে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভারতের অনূর্ধ্ব১৭ দলের এক সদস্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ সামনে এসেছে তদন্তের ফলাফল সামনে না আসা পর্যন্ত তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই সদস্যকে অবিলম্বে ভারতে ফেরার এবং দলের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করার নির্দেশ দিয়েছে ফেডারেশন দেশে ফেরার পরই তাঁকে তদন্তের মুখে পড়তে হবে ফেডারেশনের দাবি, নিয়মশৃঙ্খলার অভাব একেবারেই বরদাস্ত করা হবে না কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা অবশ্য ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়নি দলের এক সদস্য হিসেবে দাবি করা হয়েছে এমনকী কোনও খেলোয়াড় নাকি সাপোর্ট স্টাফের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে, সেটাও সূক্ষভাবে এড়িয়ে গিয়েছে ফেডারেশন পুরুষ নাকি মহিলা সদস্য, সেটাও স্পষ্ট করা হয়নি আরও পড়ুন: ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত, নির্ধারিত হয়ে গেল FIFA U17 Womens WCর গ্রুপ তবে দ্য অ্যাওয়ে এন্ড নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি হলেন ভারতীয় অনূর্ধ্ব১৭ দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোজ ভারতীয় দলের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, দলের এক খেলোয়াড়ের সঙ্গে অভব্য আচরণ উঠেছে অ্যামব্রোজের বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মৌখিকভাবে অভিযোগ জমা পড়েছিল এবার বিষয়টি কীভাবে সামনে এসেছে? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে নাবালিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, তাঁর রুমমেট এক সাপোর্ট স্টাফকে জানান যে ওই খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন না বিষয়টি কোচ থমাস ডেনেরবির নজরে আনা হয় সেই পরিস্থিতিতে অ্যামব্রোজের কাছে খোঁজ নেওয়া হয় প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যান ভারতীয় দলের সহকারী কোচ তবে নাবালিকার ফোনে তথ্য় পাওয়া যায় তারপরই অ্যামব্রোজের কাছে দেশে ফেরার নির্দেশ যায় বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী, দলের মনোবিদকে ওই নাবালিকার সঙ্গে বিশেষভাবে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে সেইসঙ্গে তাঁকে পুরো ঘটনা রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে উল্লেখ্য, ইতালির বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল অ্যামব্রোজকে কিন্তু নরওয়ে পৌঁছানোর পর দলের ছবিতে তাঁকে দেখা যায়নি বন্ধ করুন
TRP List: লালনফুলঝুরির বিয়ে দেখিয়ে টপার ধুলোকণা, প্রথম তিনে আছে তো মিঠাইগাঁটছড়া? এসে গেল চলতি সপ্তাহের টিআররপির তালিকা কদিন ধরেই বেশ উত্তেজনা ভরপুর পর্ব দর্শকদের উপহার দিয়েছে গাঁটছড়া, মিঠাই, ধুলোকণার মতো ধারাবাহিকরা তবে লালন আর ফুলঝুরির বিয়ে দিয়ে সবার আগে এগিয়ে এল ধুলোকণা শুধু চ্যানেল নয়, এই সপ্তাহে বাংলার টপারও স্টার জলসার এই মেগা আর তারপরেই আছে গাঁটছড়া রাহুলের পরদা ফাঁস, খড়িদের বাড়ি বিক্রি হয়ে যাওয়া, আর বারবার ঋদ্ধিখড়ির কাছাকাছি আসার মাখোমাখো দৃশ্য চোখ ফেরাতে দেয়নি দর্শকদের তবে টিআরপি কমল মিঠাইয়ের ছেলেমেয়েদের মধ্যে ঝামেলা দেখিয়ে যে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালানো হয়েছিল তা বিফলে গিয়েছে ফলে পিছিয়ে গিয়েছে মিঠাই আর সিড তবে গত সপ্তাহে বেঙ্গল টপার আলতা ফড়িং এবার চলে গিয়েছে চতুর্থ নম্বরে এদিকে গত সপ্তাহে টিআরপি তালিকায় থাকা বেশ কিছু মেগারও দেখা মিলল না আর যেমন রাহুলরুকমার লালকুঠি যদিও আগের সপ্তাহের থেকে নম্বর বেড়েছে ৪.৮ থেকে ৫.৫ চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশ: প্রথম ধুলোকণা ৮.০ দ্বিতীয় গাঁটছড়া ৭.৯ তৃতীয় মিঠাই ৭.৮ চতুর্থ আলতা ফড়িং ৭.৭ পঞ্চম গৌরী এল ৭.৬ ষষ্ঠ লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৭.৩ সপ্তম মন ফাগুন ৭.০ অষ্টম অনুরাগের ছোঁয়া ৬.৫ উমা ৬.৫ নবম এই পথ যদি না শেষ হয় ৬.৩ দশম আয় তবে সহচরী ৫.৭ খেলনা বাড়ি ৫.৭ বন্ধ করুন
Ramkrishna Mission: মমতা ও মা সারদাকে নিয়ে নির্মলমন্তব্য বিবৃতি জারি করে খণ্ডন করল রামকৃষ্ণ মঠ ও মিশন তৃণমূল বিধায়ক নির্মল মাজির দাবি বিবৃতি জারি করে খণ্ডন করল রামকৃষ্ণ মঠ ও মিশন ওই বিবৃতিতে বলা হয়েছে, নির্মলের বক্তব্যে সারদাদেবীর মর্যাদাহানি হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনর্জন্মে মা সারদা বলে যে মন্তব্য করা হয়েছে, তা ভিত্তিহীন এবং এর ফলে অগনিত মানুষের আবেগে আঘাত লেগেছে তবে ওই ভিডিয়োতে নির্মলের নাম করা হয়নি তাঁর উল্লেখ করা হয়েছে এক রাজনৈতিক নেতা হিসেবে প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে আনন্দবাজার অনলাইন সেটির সত্যতা যাচাই করেনি, নির্মল বলছেন, মা সারদা মৃত্যুর কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের সতীর্থ সন্ন্যাসীদের বলেছিলেন, আমি কালীঘাট মন্দিরে যাই হরিশ চ্যাটার্জী স্ট্রিটে দিদি যেখানে থাকেন, সেই রাস্তা দিয়ে তিনি যেতেন মা সারদা বলেছিলেন, মৃত্যুর এত দিন পরে কালীঘাটের কালীক্ষেত্রে মানুষ রূপে জন্ম নেব ত্যাগ, তিতিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা সেই অঙ্ক মিলিয়ে দিচ্ছে নির্মল আরও বলেন, তিনিই মমতা মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সিস্টার নিবেদিতা, খড়ের দুর্গা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে তাঁর জন্ম তাই মানুষের জন্ম থেকে মৃত্যু সবেতেই তিনি পাশে রয়েছেন নির্মলের নাম নাকরলেও তাঁর ওই বক্তব্যের উল্লেখ করে স্বামী সুবীরানন্দ বলেন, আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সম্প্রতি কোনও এক রাজনৈতিক নেতা প্রকাশ্য বক্তৃতায় বলেছেন যে, শ্রীশ্রী দেবী সারদা মা না কি দেহত্যাগের আগে রামকৃষ্ণ মিশনের মহারাজদের বলে গিয়েছেন, তিনি এর পরে মানবীরূপে দক্ষিণ কলকাতায় আবির্ভূত হবেন এবং তখন তিনি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাবেন শ্রীশ্রী মা সারদাদেবী সম্পর্কে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য প্রকাশন সংস্থা থেকে যে কয়েকটি প্রামানিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তার কোনওটিতেই এই তথ্য নেই কোথা থেকে নির্মল ওই তথ্য পেলেন, সেই প্রশ্ন তুলে স্বামী সুবীরনন্দ আরও বলেন, আমাদের দীর্ঘ সাধুজীবনে শ্রীশ্রী মায়ের সংস্পর্শে আসা সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের সান্নিধ্যে আমরা এসেছি তাঁদের কারও মুখে আমরা ওই কথা শুনিনি স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, নির্মলের ওই প্রকাশ্য মন্তব্যের পরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুগামী ও ভক্তরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এর পরেই তাঁর এই ভিডিয়ো বার্তা বার্তায় স্বামী সুবীরানন্দ বলেছেন, আমাদের পরম আরাধ্যা সারদাদেবীর মর্যাদাহানি করেছেন ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার কোনও উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের সকলের মায়ের এই অসম্মান দুঃসহ বলে মনে হচ্ছে সারদা মায়ের কথা বলতে গিয়ে সুবীরানন্দ যোগ করেন, তিনি শুধু মহীয়সী নারীই নন, তিনি সীতা, রাধারানি, বিষ্ণুপ্রিয়াদেবী পর্যায়ের আধ্যাত্মিক ব্যক্তিত্ব ভবিষ্যতে যাতে এমন মন্তব্য কেউ না করেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে সেই আবেদনও জানিয়েছেন স্বামী সুবীরানন্দ
Weather Update: উত্তর ভাসছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি জুনে ভাসছে উত্তর কিন্তু দক্ষিণ এখনও বঞ্চিতই রয়ে গেল জুন মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বৃষ্টি হয়েছে অনেক বেশি তবে দক্ষিণবঙ্গ এখনও ঘাটতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই গত কয়েক দিন ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে বহু এলাকা এখনও জলের নীচে ধসে পাহাড়ের বিভিন্ন রাস্তা বন্ধ হয়েছে পূর্বাভাস, গত সপ্তাহের তুলনায় বৃষ্টি কমবে উত্তরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১ তারিখ থেকে ৩০ জুন পর্যন্ত উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে সেখানে স্বাভাবিকের থেকে ৪৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে শুধু কলকাতাতেই স্বাভাবিকের থেকে ৫৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে এই ঘাটতি মেটার সম্ভাবনা কম যত ক্ষণ না কোনও শক্তিশালী অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তত ক্ষণ ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি এও বলা হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এ ছাড়া বাকি সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আগামী পাঁচ দিন তাপমাত্রা বৃদ্ধির তেমন কোনও সম্ভাবনা নেই
ইতালি সফরে গিয়ে চরম বিপদের মুখে শহিদপরিবার নিজস্ব প্রতিনিধি: ইতালিতে গিয়ে বিপাকে বলিউড সুপারস্টার শহিদ পরিবার Shahid Kapoor Family দীর্ঘদিন পর, শহিদ কাপুর তাঁর পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন বিদেশ ভ্রমণে সেই ভ্রমণের একাধিক ছবি, শহিদ স্ত্রী, মীরা রাজপুত Mira Rajput তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেখানে কোনো কোনো সময়ে দেখা গিয়েছে, মীরাশহিদের একান্তে কিছুসময় কাটানোর ছবি, আবার কখনো কখনো তাঁদের সন্তান মিশা এবং জেইনকে নিয়ে পরিবারের একসঙ্গে কাটানোর একাধিক ছবি ইতালির নানা শহরে ঘুরে বেরোনোর একাধিক ছবিও পোস্ট করছেন মীরা যাইহোক, তবে এত খুশির মধ্যেও একটু কাঁটা তো বিঁধেছেই শহিদ পরিবারের ইতালিতে গিয়ে, যে হোটেলে তাঁরা ছিলেন সেই হোটেলের জন্যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে শহিদ পরিবারকে এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে, হোটেলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন মীরা তাঁদের অসন্তোষজনক আতিথিয়তার জন্য তীব্র চটেছে শহিদঘরণী খারাপ ভেজ ফুড এবং নোংরা চাদরের জন্যে মীরা অভিযোগ করেছেন ওই হোটেলের বিরুদ্ধে তবে ইতালি যাওয়ার আগে মীরা তাঁর পরিবারের সঙ্গে সুইজারল্যান্ডে ছিলেনমধ্য ইউরোপে থেকেও ভক্তদের জন্যে একাধিক মনোরম দৃশ্য প্রকাশ করেছেন মীরা তবে মীরা পরিবার নিয়ে ইতালি ভ্রমণের সময়, হোটেলের খাতিরে খুব অসুবিধার সম্মুখীনে পড়েন নিরামিষ খাবার এবং পরিষ্কার চাদর খুঁজে পেতে রীতিমতো লড়াই করতে হয়েছিল তাঁদের তাই শহিদ ঘরনী ইতালীর সফরের খুব খারাপ অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক করলেন তিনি লিখেছেন, সিসিলি সুন্দর কিন্তু আপনি যদি একজন ভারতীয় বা নিরামিষাশী ব্যক্তি হন, তাহলে এড়িয়ে যান এই ভ্রমন ক্ষেত্রকে হোটেলের অতিথিয়তা একেবারেই খারাপ, সীমিত খাবার রয়েছে, নিরামিষাশীদের জন্যে কোনও সিস্টেম নেই দরিদ্র লিনেন এবং ছেঁড়া নোংরা চাদর পাতা ছিল হোটেল কক্ষে তবে অভিযোগ করার মতো কেউ ছিল না মীরা তাঁর পোস্টে ভেগানিজম নিয়েছে বিশ্বব্যাপী আন্দোলন চলেছিল তা নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন, একটি সময়ে নিরামিষবাদ নিয়ে বিশ্বব্যাপী আন্দোলন হয়েছিল এমনকি আগে থেকে জানানো সত্ত্বেও কোন খাবার থেকে মাংস সরানো মোটেও উপযোগী নয় এমনকী কাটা ফলও ডেজার্ট নয় শাহিদ কাপুর, তাঁর স্ত্রী মীরা রাজপুত এবং সন্তান মিশা কাপুর এবং জেইন কাপুরের সঙ্গে ইতিমধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন শহিদ কাপুর এবং মীরা রাজপুত ৭ জুলাই, ২০১৫ সালে বিয়ে করেন তাঁদের প্রথম সন্তান মিশার জন্ম হয় ২০১৬ সালের আগস্টে এবং তাঁদের দ্বিতীয় সন্তান জেইনের জন্ম হয় সেপ্টেম্বর ২০১৮ সালে
ইংল্যান্ড বনাম ভারত: পঞ্চম টেস্ট, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ ভারতের ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে, এবং গত বছরে কোভিডের কারণে স্থগিত পঞ্চম টেস্টটি দিয়ে শুরু হবে সফর বার্মিংহ্যামের এজব্যাস্টনে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে ১লা জুলাই, শুক্রবার ২০২১এ খেলা চারটি টেস্টে ভারত আধিপত্য দেখিয়েছিল এবং সিরিজ থেমে যাওয়ার আগে ২১ ব্যবধানে এগিয়ে ছিল তাই, ট্রফি জিততে সফরকারীদের শুধু পরাজয় এড়াতে হবে, যেখানে থ্রি লায়ন্স চাইবে ম্যাচ জিতে সিরিজে ২২ সমতা আনতে উভয় শিবিরেই স্কোয়াড এবং কোচিং টিমে কিছু বড় পরিবর্তন এসেছে গতবারে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী, এবং এবার, রোহিত শর্মা দলের মনোনীত অধিনায়ক এবং রাহুল দ্রাবিড় প্রধান কোচ যদিও রোহিত কোভিড১৯ পজিটিভ হওয়ায় তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জো রুট এবং কোচ ছিলেন ক্রিস সিলভারউড এবার, অধিনায়ক বেন স্টোকস এবং প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাম্প্রতিক নিয়োগের ফলে ইংল্যান্ডকে নতুন চেহারায় দেখা যাচ্ছে ইংল্যান্ড ২১ ব্যবধানে পিছিয়ে থাকলেও কিউইদের বিপক্ষে ৩০ ব্যবধানে জয়ের পর ফেভারিট হিসেবে এই ম্যাচ শুরু করবে এজব্যাস্টনে সাধারণত ব্যাটিংয়ের জন্য অনুকূল পরিস্থিতি থাকে, যদিও এটা বলা যায় না বোলারদের জন্য সহায়তা থাকে না খুব বেশী সুইং না থাকলেও পিচ থেকে বোলাররা সিম মুভমেন্ট, বাউন্স এবং টার্ন পাবেন টসে জয়ী দল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে রান সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের আগের টেস্টের একাদশে খুব বেশী পরিবর্তন আনার কথা ভাববে ইংল্যান্ড তৃতীয় টেস্টে বিশ্রাম পাওয়ার পর জেমস অ্যান্ডারসনকে একাদশে দেখা যেতে পারে জেমি ওভারটনের পরিবর্তে এবং এই একটি পরিবর্তন ছাড়া আরও একটি বাধ্যতামূলক পরিবর্তন হতে পারে উইকেটকিপারব্যাটার বেন ফোকস কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে, সেক্ষেত্রে তাঁর জায়গায় খেলবেন স্যাম বিলিংস সম্ভাব্য একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস অধিনায়ক, বেন ফোকসস্যাম বিলিংস উইকেটকিপার, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন ভারত রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় এবং ওপেনার কেএল রাহুল চোট পাওয়ায় ভারতীয় দলের কম্বিনেশন ক্ষতিগ্রস্ত হয়েছে রোহিতের বাদ পড়া এখনও নিশ্চিত না হলেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন পেস তারকা জসপ্রিত বুমরাহ্ চার পেসার খেলানোর সম্ভাবনাই বেশী সেক্ষেত্রে মহম্মদ সিরাজ ও উমেশ যাদবের মধ্যে একজনকে বাছা হতে পারে সম্ভাব্য একাদশ: শুবমান গিল, কেএস ভরত, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, হনুমা বিহারী, ঋষভ পান্ত উইকেটকিপার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজউমেশ যাদব, জসপ্রিত বুমরাহ অধিনায়ক ম্যাচ ১৩০ ইংল্যান্ড ৪৯ ভারত ৩১ ড্র ৫০ ম্যাচের সময় ভারতীয় সময় দুপুর ৩টে টিভি সনি স্পোর্টস নেটওয়ার্ক লাইভ স্ট্রিমিং সনি লিভ অ্যাপ
প্যারিস হামলার জীবীত আইএস জঙ্গির যাবজ্জীবন আন্তর্জাতিক ডেস্ক: সালটা ২০১৫ এক সন্ত্রাসী হামলার সাক্ষী ছিল ছবি ও কবিতার দেশ প্যারিস Paris এক রাতের হামলায় প্রাণ died হারান ১৩০জন আহত হন বহু হামলায় স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্ব হামলায় জড়িত জঙ্গিদের মধ্যে বেঁচে ছিল সালাহ আবদেসলাম Salah Abdeslam প্যারিসের একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে ঘটনার সঙ্গে জড়িত আরও ১৯জনকে সশ্রম কারাবাসের সাজা দিয়েছ আদালত যদিও এই ১৯জনের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে September শুরু হয় শুনানি বলা হচ্ছে, প্যারিসের ইতিহাসে এটাই সব চেয়ে বেশি সময় ধরে চলা মামলা এই নয় মাসের শুনানিতে সাক্ষ্য দিয়েছে হামলায় হতাহতদের পরিবারের সদস্য, সাংবাদিক, প্রত্যদর্শী ঠিক মুম্বইয়ে Mumbai যে কায়দায় হামলা হয়েছিল, প্যারিসে ঠিক একই কায়দায় হামলা হয় একসঙ্গে হামলা চলে, পানশালা, রেস্টুরেন্ট, ন্যাশনাল স্টেডিয়াম ওই দিন রাতে ব্যাটাক্লানে চলছিল জলসা সন্ত্রাসীরা সেই জলসায় ঢুকে হাতের সামনে যাকে পেয়েছে খুন করেছে অনেকে প্রাণ বাঁচাতে জলসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শেষ রক্ষা হয়নি আদালতে শুনানির সময় সালাহ আবদেসলাম Salah Abdeslam ছিল একেবারে নির্লিপ্ত নিজেকে সন্ত্রাসী সংগঠনের বীর সৈনিক হিসেবে দাবি করে শুনানির শুরুর দিকে সালাহ আবদেসলাম বিচারপতিদের চোখে চোখ রেখে জবাব দিয়ে গিয়েছেপরবর্তীকালে জেরায় ধাক্কা সহ্য করতে না পেরে সে তাঁর কৃতকর্মের জন্য হতাহতদের পরিবারের কাছে নিঃশর্তে ক্ষমা চেয়ে নেয় আদালত তাঁকে যে শাস্তি দিয়েছে, সেখানে ৩০ বছর পর প্যারোলে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই
আবারও বিস্ফোরক সুদীপ্ত সেন, অধিকারী পরিবার নিয়েছে কোটির ওপর টাকা নিজস্ব প্রতিনিধি: আবারও বিস্ফোরক সারদা SARADHA কর্তা সুদীপ্ত সেন SUDIPTA SEN শুভেন্দু অধিকারীর SUVENDU ADHIKARY নামে বারবার অভিযোগ করার পর এবার দাবি, কোটি টাকার ওপরে টাকা হাতিয়েছে অধিকারী পরিবার! এই দাবি করে ব্যাঙ্কশাল কোর্টের একটি শুনানিতে হাজিরা দেওয়ার আগে শুভেন্দু, অধিকারী পরিবারের পর এদিন অভিযোগ, টাকা নিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী ADHIR RANJAN CHOWDHURY এবং মুকুল রায়ও MUKUL ROY শুভেন্দু অধিকারী বিভিন্ন ভাবে টাকা তুলেছিলেন বলেও অভিযোগ প্ল্যান পাশ করানোর জন্য টাকা নিয়েও শুভেন্দু অধিকারী তা করেননি বলে দাবি সারদা কর্তার এই অভিযোগের পর ফের আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে বুধবার একটি শুনানিতে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছিল সুদীপ্ত সেন সেখানেই হাজিরা দেওয়ার আগে ফের বিস্ফোরক হয়ে তার উক্তি, কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিল সুদীপ্ত বহুতল নির্মাণের জন্যই এই বিপুল অঙ্কের টাকা জমা দিতে হয়েছিল বলে দাবি আরও দাবি, বহু লক্ষ টাকা খরচ করে তৈরি করে দিয়েছিল লেবার হাট সারদাকর্তার অভিযোগ, এতকিছুর পরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু এদিন সুদীপ্তর দাবি, এর আগের চিঠিতে মুকুল ও অধীররঞ্জনের নাম দিয়েছিল সে দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম রয়েছে বলে দাবি সারদাকর্তার এরপরেই বলেন, ৫০ লক্ষ টাকা নিয়ে সব কাজ করালেও বিল্ডিংয়ের প্ল্যান পাশ করাননি শুভেন্দু আরও দাবি, এর আগেও কাঁথি পুরসভায় টাকা জমা করেছিল সুদীপ্ত, দাবি এমনটাই দাবি, শুভেন্দু আগেও নিয়েছিলেন ৯০ লক্ষ টাকা এরপরে সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু অধিকারী শুধু নন টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও SOUMENDU ADHIKARY
Scrub Typhus: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি 3 স্ক্রাব টাইফাসেScrub Typhus আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেMurshidabad Medical Collegeভর্তি রয়েছেন তিনজন বহরমপুর, 30 জুন: মুর্শিদাবাদে বাড়ছে স্ক্রাব টাইফাসের Scrub Typhus আতঙ্ক ইতিমধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে তিনজন ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেMurshidabad Medical College এ দিকে বর্ষার মরসুমে আবহাওয়ার পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালের এমএসভিপি অমিয়কুমার বেরা বলেন, সঠিক সময়ে রোগ নির্ণয় হলে আতঙ্কের কোনও কারণ নেই যে তিনজন ভর্তি রয়েছেন তারা সকলেই দ্রুত সেরে উঠছেন জানা গিয়েছে, ঝোপ বা জঙ্গলে এক ধরনের মাকড়ের শরীরে থাকে স্ক্রাব টাইফাসের জীবাণু মাকড়ের কামড়েই জীবাণু মানুষের শরীরে বাঁসা বাধে প্রথমে জ্বর, সর্দি ও দ্বিতীয় সপ্তাহ থেকে বমি হতে শুরু করে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ অচল হতে শুরু করে আরও পড়ুন: কোচবিহারে স্ক্রাব টাইফাস আতঙ্কস্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভরতি তিনজনমুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিন রোগীর রক্ত পরীক্ষায় শুরুতেই এই রোগের জীবাণু ধরা পরে Three infected in scrub typhus admitted to Murshidabad Medical College রোগ নির্ণয়ের শুরুতেই চিকিত্সা হওয়ায় তিনজনই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন তবে এই ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে এ দিকে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গির পর স্ক্রাব টাইফাসের আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে
Shakib Al Hasan: শাকিবকে নিয়ে নতুন বিতর্ক বাংলাদেশের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে বাংলাদেশ দুটি টেস্টেই হারতে হয়েছে লজ্জাজনক ভাবে তার পরেই নিজেকে এক দিনের সিরিজ থেকে সরিয়ে নিলেন শাকিব আলহাসান তাঁর সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক অনেকেই মনে করছেন, দলের এই অবস্থার সময়ে শাকিবের ছুটি নেওয়া মোটেই উচিত হয়নি তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শাকিব জানিয়েছিলেন, তিনটি ফরম্যাটেই খেলতে তৈরি তিনি এখন তাঁর মনে হচ্ছে, অতিরিক্ত ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে তাই এক দিনের সিরিজ থেকে ছুটি চেয়ে নিয়েছেন মৌখিক ভাবে বোর্ড প্রধানের কাছে আবেদন করেছিলেন তিনি সেই অনুমোদন মিলেছে শাকিবের জায়গায় খেলবেন তাইজুল ইসলাম টেস্ট এবং এক দিনের দলে থাকা মেহেদি হাসানকে টিটোয়েন্টি দলেও রাখা হবে তাসকিন আহমেদ শুধু এক দিনের সিরিজের দলে ছিলেন তিনি টিটোয়েন্টিতেও খেলবেন বিতর্ক অন্য জায়গায় শাকিবকে যে ছুটি দেওয়া হবে সেটা নাকি আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে ছুটি চেয়েছিলেন শাকিব তাঁর সঙ্গে সরাসরি শাকিবের কোনও কথা হয়নি সরকারি ভাবে বোর্ডকে ছুটির কথা এখনও জানাননি শাকিব কেন নাজমুলকে টপকে জালালকে ছুটির কথা জানালেন তিনি, সে প্রশ্ন উঠছে যদিও যুক্তি দেওয়া হয়েছে যে, এই সিরিজ যে হেতু সুপার লিগের অংশ নয়, তাই ছুটি দেওয়া হয়েছে শাকিবকে
কঙ্গোতে অপহরণের পর, ধর্ষণের শিকার নারীকে মানুষের মাংস খেতে বাধ্য করা হল নিজস্ব প্রতিনিধিকঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক জঙ্গিদের দ্বারা একজন মহিলাকে দুবার অপহরণ করা হয়েছিল,সেই সঙ্গে তাকে বারবার ধর্ষণ করা হয়েছিল এবং তাকে মানুষের মাংস রান্না করতে এবং খেতে বাধ্য করা হয়েছিল, বুধবার কঙ্গোর এক অধিকার গোষ্ঠী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একথা জানিয়েছেগ্রুপটি বলেছে যে মহিলাকে কোডেকো জঙ্গিরা অপহরণ করেছিল যখন সে অপহৃত পরিবারের অন্য সদস্যের জন্য মুক্তিপণ দিতে গিয়েছিল আরও খবরঃ https:anmnews.inHomeGetNewsDetails?p112662 Share on Facebook Share on Whatsapp Share on Tweet
Chandrakona Snake Rescued: বৈঠকখানার বেসিনের নীচে 5 ফুটের গোখরো ! চাঞ্চল্য চন্দ্রকোনায় বাড়ির বৈঠকখানায় উদ্ধার বিষধর সাপ ! পশ্চিম মেদিনীপুরের Paschim Medinipur চন্দ্রকোনার Chandrakona Snake Rescued ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী চন্দ্রকোনা, 30 জুন: বাড়ির বৈঠকখানায় বসে নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা হঠাত্ই গৃহকর্ত্রীর নজর যায় বেসিনের নীচে সেখানে কালচে মতো কী যেন একটা পড়ে ছিল ! কয়েক মুহূর্ত পরই নড়েচড়ে উঠল সেটি চোখের নিমেষে দিল গাঢাকা ! সঙ্গে সঙ্গে সাপ, সাপ বলে চেঁচিয়ে ওঠেন ওই মহিলা ! তাঁর চিত্কার শুনে তখন থরহরিকম্প বাকিরা ছুটে আসেন প্রতিবেশীরাও তাঁদেরই একজন সাপটিকে দেখতে পান তাঁর দাবি ছিল, যে অতিথি সকলের অলক্ষ্যে বাড়ির অন্দরমহলে সেঁধিয়েছে, সেটি আদতে গোখরো ! এরপরই শুরু হয় উত্কণ্ঠা সাপ ধরতে খবর পাঠানো হয় বন দফতরে ভিড় জমে যায় পশ্চিম মেদিনীপুরের Paschim Medinipur চন্দ্রকোনার Chandrakona পালৌধি পরিবারের বাড়ির বাইরে গৃহকর্তা উত্পল পালৌধি জানিয়েছেন, তাঁদের বাড়িটি একেবারে রাস্তার পাশেই সাপটি কখন বাইরের সিঁড়ি বেয়ে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে বসার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে, তা তাঁরা কেউই দেখেননি সেটি আদতে গোখরো না অন্য কোনও প্রজাতির সাপ, তাও তাঁর জানা নেই তবে, সাপটির ফণা রয়েছে তা দেখেই উত্পলের অনুমান, সেটি বিষধর সাপ যদিও উত্পলের এক বন্ধু তথা প্রতিবেশীর দাবি, সেটি গোখরোই তবে, বন দফতরের কর্মী ও আধিকারিকরা এ নিয়ে কিছু বলেননি আরও পড়ুন: Snake : ছুঁচো খেয়ে পেট মোটা, দেওয়াল ভেঙে সাপ উদ্ধার বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনেরপ্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় উদ্ধার হল সাপ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চন্দ্রকোনার ধামকুড়িয়ার বিট অফিসার অসিত মণ্ডল সঙ্গে ছিলেন দুজন বনকর্মী তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে বাগে আনেন রীতিমতো নাকানিচোবানি খাওয়ার পর সেটিকে পাকড়াও করে ঝোলায় পোরা হয় Snake Rescued সাপটি 5 থেকে 6 ফুট দীর্ঘ আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে সাপটির মধ্যে শারীরিক কোনও সমস্যা না থাকলে দ্রুত সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এ দিকে, বর্ষার শুরুতেই এমন ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী তাঁদের আশঙ্কা, বসত এলাকায় যদি আবারও এমন ঘটনা ঘটে, তাহলে যেকোনও সময় বড় কোনও অঘটন ঘটে যেতে পারে
সুপার হিট এটিকে মোহনবাগানের ট্রায়াল! বাড়ানো হল তারিখ Photo Google এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের বয়সভিত্তিক ট্রায়ালের প্রথম দিনের জনজোয়ার কার্যত হিড়িক ফেলে দিয়েছিল ভারতীয় ফুটবল মহলে ৫০০০ এর বেশি প্রতিভাবান ফুটবলাররা অংশ নিয়েছিলেন অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৮ ট্রায়ালে আর এত বেশি অংশগ্রহণকারী আসায় স্বাভাবিকভাবেই পূর্ব নির্ধারিত দিনগুলিতে সকলে সুযোগ পাননি এই পরিস্থিতিতে এবার ট্রায়ালের দিনক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান অনুর্ধ্ব ১৮ এর ট্রায়ালের জন্য আগামী ১ জুলাই, এবং অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৩ ট্রায়ালের জন্য ২ জুলাইয়ের তারিখ নির্ধারিত করা হয়েছে তবে নতুন কোনও ফুটবলার নয়, যারা এর আগে ফর্ম তুলেছিলেন, তাদেরই সুযোগ দেওয়া হবে তবে স্থান ও সময় একই রাখা হয়েছে সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা অবধি হবে এই ট্রায়াল Photo ATK Mohun Bagan নিঃসন্দেহে এই ট্রায়ালটিকে সুপার হিট ধরা যেতে পারে এবং বলা বাহুল্য, এটিকে মোহনবাগানের ট্রায়ালে অনুপ্রাণিত হয়েই আইএসএলের আর এক ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এফসি কলকাতায় বয়সভিত্তিক ট্রায়াল ঘোষণা করেছে View all posts
উদ্ধব ঠাকরের পদত্যাগে প্রতিক্রিয়া কঙ্গনা রানাওয়াতের নিজস্ব প্রতিনিধিবলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরের সাম্প্রতিক পদত্যাগের বিষয়ে তার প্রতিক্রিয়া শেয়ার করেছেন অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্যাপশন সহ একটি ভিডিও শেয়ার করেছেন, যখন পাপ বৃদ্ধি পায়, তখন সর্বনাশ হয় এবং তার পরে সৃষ্টি হয় ... এবং জীবনের পদ্ম ফোটে ....ভিডিওতে, তিনি গণতন্ত্রের পুনর্জন্ম নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যে বর্তমান সময়টি ১৯৭৫ সাল থেকে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণকঙ্গনা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন রাজ্য সরকার সম্পর্কে তার দুই বছরের পুরনো বক্তব্যও তিনি শেয়ার করেছেন আরও খবরঃ https:anmnews.inHomeGetNewsDetails?p112662 Share on Facebook Share on Whatsapp Share on Tweet
বিদ্যুত্ বিলের নামে প্রতারণার শিকার শান্তিলাল মুখোপাধ্যায় নিজস্ব সংবাদদাতাঃ প্রতারণার শিকার হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এসএমএসএ আসা একটি লিঙ্কে ক্লিক করতেই খোয়ালেন প্রায় আড়াই লাখ টাকা ঘটনায় থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি জানা গিয়েছে, বিদ্যুত্ বিলের টাকা দেওয়ার সময় প্রতারণার শিকার হন তিনি শান্তিলাল জানিয়েছেন, ১৩ জুন তাঁর মোবাইল ফোনে একটি এসএমএস আসে সেখানে বলা হয়,সেদিনই বিদ্যুতের বিল না দিলে রাতের মধ্যে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এই এসএমএস পাওয়ার পরই অ্যাপের মাধ্যমে বিল দেন তিনি তাঁর দাবি, এরপরই অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি তার জন্য ১১ টাকা দিতে হবে তাঁর ফোনে এই সংক্রান্ত একটি লিঙ্কও পাঠানো হয় আর ওই লিঙ্কে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আড়াই লাখ টাকা উধাও হয়ে যায় অভিনেতার আরও খবরঃhttps:anmnews.inHomeGetNewsDetails?p112660 Share on Facebook Share on Whatsapp Share on Tweet
Ants: সোনার হার চুরি করে পালাল পিঁপড়ের দল! নিজের ওজনের থেকে ২০ গুণ ভারী জিনিস তুলে নিয়ে যেতে পারে পিঁপড়েএটা বৈজ্ঞানিক সত্যসেই শক্তিকেই কাজে লাগিয়ে সোনা পাচার করল পিঁপড়ের দল! বিষয়টি শুনে অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ভিডিয়োটি টুইটে শেয়ার করেছেন বনাধিকারিক সুশান্ত নন্দ সেখানে দেখা যাচ্ছে, এক দল কালো পিঁপড়ে একটি বড় সোনার হার টেনে নিয়ে যাচ্ছে বনাধিকারিক তাঁর শেয়ার করা এই ভিডিয়োয় রসিকতা করে লিখেছেন, খুদে পাচারকারীর দল! যদিও এটি একটি পুরনো ভিডিয়ো তবে ফের ভাইরাল হতেই দেড় লক্ষ বার দেখেছেন নেটাগরিকরা এক টুইটার গ্রাহক মজাচ্ছলে বলেছেন, একটু চিনি দিয়ে দিলেই হত! সোনার হার ছেড়ে চিনি খেতে গেলেই হারটি উদ্ধার করা যেত আর এক জন বলেছেন, এটা টিম স্পিরিট রানিকে এই হার উপহার দেবে বলে চুরি করছে ওরা! আরও এক টুইটার গ্রাহক বলেছেন, প্রথমে দেখা প্রয়োজন পিঁপড়েগুলি পুরুষ না মহিলা যদি মহিলা হয়, তা হলে ওদের অধিকার আছে এই হার নিয়ে যাওয়ার বনাধিকারিক সুশান্ত ভিডিয়োটি পোস্ট করার পর লিখেছেন, পিঁপড়েগুলিকে কোন ধারায় গ্রেফতার করবে পুলিশ?
পেঁপের সাথে এই জিনিস খাওয়া বিষ প্রভাব ফেলতে পারে ওজন কমানো, বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যায় পেঁপে খাওয়া উপকারী পেঁপে ডায়েটারি ফাইবার, প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ভিটামিন সি, এ, ই, বি এবং মিনারেল সমৃদ্ধ এতে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন আলফা, বিটা ক্যারোটিন, লুটেইন এবং জেক্সানথিন রয়েছে এটি কোষের পুনর্জন্ম এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে পেঁপেতে প্রচুর পরিমাণে প্যাপেইন এনজাইম রয়েছে, যা অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে এবং ক্ষত সারাতে সাহায্য করে তবে এত উপকারের পরও বেশি পরিমাণে পেঁপে খাওয়া যাবে না সাথে নির্দিষ্ট কিছু জিনিসের সাথে এটি একেবারেই খাওয়া যাবে নাজেনে নেওয়া যাক কোন কোন জিনিস দিয়ে খাওয়া উচিত্ নয়? লেবু : লেবু এবং পেঁপে একসাথে খাওয়া বিষাক্ত হতে পারে এটি রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের মাত্রায় ভারসাম্যহীনতার কারণ হতে পারে পেঁপে খাওয়ার পর কমলা, মৌসুমি, কিউই, টমেটোর মতো সাইট্রাস ফল খাওয়াও এড়িয়ে চলতে হবে দই এবং পেঁপে: দই ও পেঁপে একসঙ্গে খাওয়া ক্ষতিকর হতে পারে নিয়ম : পেঁপে অতিরিক্ত পরিমাণে খেলে এতে উপস্থিত একটি এনজাইম প্যাপেইন অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন ফুলে যাওয়া, মাথা ঘোরা, মাথাব্যথা এবং ত্বকে ফুসকুড়ি যাদের এই এনজাইমে অ্যালার্জি আছে তাদের পেঁপে খাওয়া উচিত্ নয়
সবার নাম বলব, সময় আসুক! হুঁশিয়ারি দিলেন আনারুল কলকাতা : তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনায় সিবিআই চার্জশিটে নাম রয়েছে আনারুল হোসেনের তিনি অন্যতম মূল অভিযুক্ত এই মামলায় যদিও প্রথম থেকেই আনারুল দাবি করে এসেছেন যে তাঁকে ফাঁসানো হয়েছে এবার আরও বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি বললেন, সময় এলে সব ষড়যন্ত্রীর নাম বলবেন! তাঁর এই মন্তব্যে এখন থেকে শোরগোল শুরু হয়ে গিয়েছে রাহুলের সমর্থনে আন্দোলনে নেমে পুলিশের গায়ে থুথু! ভাইরাল কংগ্রেস নেত্রীর কীর্তি, দেখুন ভিডিয়ো সিবিআই দাবি করেছে যে, বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা থামানো যেত থামাতে পারতেন খোদ আনারুল কিন্তু তিনি তা করেননি অগ্নিকাণ্ড রুখতে তিনি কোনও পদক্ষেপ নেননি, পুলিশও ডাকতে দেননি কিন্তু গ্রেফতার হওয়ার প্রথম দিন থেকেই আনারুলের দাবি ছিল তিনি নির্দোষ তাঁকে এই কাণ্ডে ফাঁসানো হয়েছে এবার সেই একই দাবি করলেন তিনি বললেন, যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে তাঁর বাড়ি কমপক্ষে ৫ কিলোমিটার দূরে তাঁকে ফাঁসাতেই চক্রান্ত করা হয়েছে সময় এলে তিনি সবার নাম বলে দেবেন বৃহস্পতিবার রামপুরহাট জেল থেকে সিউড়ি জেলে নিয়ে যাওয়ার সময়ই এমন মন্তব্য করেন তিনি বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই এই চার্জশিটে নাম রয়েছে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আনারুল সহ ১৮ জনের সিবিআইয়ের দাবি, বগটুইকাণ্ডে প্ররোচনা দিয়েছিলেন তৃণমূল নেতা আনারুল হোসেন বগটুইয়ের একাধিক বাড়িতে যখন আগুন লাগানো হচ্ছিল তখন তাঁকে অনেকেই ফোন করেছিলেন সাহায্য চেয়ে কিন্তু তিনি সাহায্য তো করেননি উলটে বলেছিলেন পুলিশকে যেন খবর দেওয়া না হয় পুলিশ যাবে না পাশাপাশি এও জানিয়েছিলেন তিনি যে, ভাদু খুনের প্রতিশোধ নেওয়া হচ্ছে, ঘরবাড়ি জ্বলবে
Bengali Serial TRP list: এক লাফে অনেকটা নীচে মিঠাই! এই সপ্তাহে তাদের আসন কেড়ে নিল কে? বড় চমক TRPতে! কলকাতা: সিডি বয় ফিরে আসার পরেও মিঠাই থেকে মন উঠে গেল দর্শকের? এ সপ্তাহে টিআরপি তালিকার অনেকটা নীচে মিঠাই নম্বরের দিক থেকে কোনও পরিবর্তন নেই দুসপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮ চমকে দিল স্টার জলসার ধুলোকণা লালন এবং ফুলঝুরির বিয়ে নিয়ে যে দর্শকদের মধ্যে মাতামাতি শুরু হয়েছে, তার প্রমাণ এ সপ্তাহের টিআরপি তালিকা একেবারে ৮.০ পেয়ে শীর্ষস্থান দখল করল এই ধারাবাহিক গত সপ্তাহে ৭.৪ নম্বর পেয়ে তিন নম্বর স্থানে ছিল এ বারে উলট পুরাণ মিঠাই ছিল প্রথমে এল তৃতীয়তে ধুলোকণা ছিল তিনে, এল প্রথমে আগের সপ্তাহের মতো দ্বিতীয় স্থান ধরে রেখেছে গাঁটছড়া যার নম্বর, ৭.৮ গত সপ্তাহে যদিও একইসঙ্গে দ্বিতীয় স্থানে ছিল গৌরী এল নম্বর ছিল ৭.৭ কিন্তু এ সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিক একেবারে পঞ্চম স্থানে নেমে এসেছে নম্বর কমে ৭.৬ গাঁটছড়া নয়, মিঠাইএর সঙ্গে এই প্রথম পাল্লা দিচ্ছে এই ধারাবাহিক! বড় চমক TRPতে গত সপ্তাহে মিঠাইএর সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিয়েছিল আলতা ফড়িং এ বারে আর আসন ধরে রাখতে পারল না স্টার জলসার এই ধারাবাহিক চতুর্থ স্থানে নেমে এসেছে ফুটবলার এবং হার না মানা মেয়ের প্রেম, রিজওয়ানইন্দ্রানী আসছেন নবাব নন্দিনীতে এ ছাড়া এই সপ্তাহে র রেটিং চার্টে প্রথম দশে আছে কোন কোন ধারাবাহিক, দেখে নেওয়া যাক এক ঝলকে প্রথম স্থানধুলোকণা ৮.০দ্বিতীয় স্থানগাঁটছড়া ৭.৯তৃতীয় স্থানমিঠাই ৭.৮চতুর্থ স্থানআলতা ফড়িং ৭.৭পঞ্চম স্থানগৌরী এল ৭.৬ষষ্ঠ স্থানলক্ষ্মী কাকিমা সুপারস্টার ৭.৩সপ্তম স্থানমন ফাগুন ৭.০অষ্টম স্থানঅনুরাগের ছোঁয়া ৬.৫ এবং উমা ৬.৫নবম স্থানএই পথ যদি না শেষ হয় ৬.৩দশম স্থানআয় তবে সহচরী ৫.৭ এবং খেলনা বাড়ি ৫.৭
@misc{aralikatte2023varta,
      title={V\=arta: A Large-Scale Headline-Generation Dataset for Indic Languages}, 
      author={Rahul Aralikatte and Ziling Cheng and Sumanth Doddapaneni and Jackie Chi Kit Cheung},
      year={2023},
      eprint={2305.05858},
      archivePrefix={arXiv},
      primaryClass={cs.CL}
}
Downloads last month
13