content
stringlengths 0
129k
|
---|
এমনকি নুসরতের গয়না আটকে রেখেছেন নিখিল ও তাঁর পরিবার |
এই দাবি ও পাল্টা দাবির পালা যখন জোর কদমে চলছিল |
সেই পরিপ্রেক্ষিতে কে সত্যি বলছে এবং কে মিথ্যে! এই নিয়ে যখন জল্পনা বাড়ছে |
তখন হঠাৎই অঙ্কুশ হাজরা স্যোশাল মিডিয়ায় নিজের একটি মজার ছবি পোস্ট করে লেখেন, এই কে ঢপ দিচ্ছে রে...? ঢপ্পা! |
(@.) |
নুসরত-নিখিলের একে অপরকে দোষারোপ করা নিয়ে যে অঙ্কুশ এই মন্তব্য করেছেন |
তা আর বলার অপেক্ষা রাখে না |
নেটিজনরা অঙ্কুশের এই পোস্টে সরাসরি নাম নিয়েছে নুসরত এবং নিখিলের |
কারোর মতে, নুসরত ঢপি |
কেউ ক্যাপশন দেখে হাসি থামাতে পারছেন না |
বুধবার দিনভর নুসরত-নিখিল বিতর্কের জোর তরজা চলল টলিপাড়ায় |
একে অপরের দিকে জবাব পাল্টা জবাব ছুঁড়ে দিল |
ইতিমধ্যেই নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল জৈন |
নিখিল জানিয়েছেন, যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি |
নুসরতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি |
নিখিল স্পষ্ট জানিয়েছেন, আগামী জুলাই মাসে এই মামলার শুনানি শুরু হবে |
দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ |
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনার মদনের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মদন থানার পুলিশ |
অভিযুক্ত ব্যক্তির নাম সাঈম মিয়া (১৮) |
সাঈম মিয়া মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি (উচিতপুর শান্তিপাড়া) গ্রামের এমপাস মিয়ার ছেলে |
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী রবিবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে সরকারি যাত্রী ছাউনির পেছনে খেলা করে মেয়েটি |
এ সময় সাঈম মিয়া যাত্রী ছাউনির পাশে জনৈক একটি ফার্মেসির পেছনে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে |
পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনা খুলে বলে |
এমন অভিযোগের প্রেক্ষিতে মদন থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে সাঈমকে গ্রেপ্তার করে |
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাঈম মিয়াকে আটক করা হয়েছে |
মামলার প্রস্তুতি চলছে |
গ্রেপ্তারকৃত সাঈমকে সোমবার নেত্রকোনা আদালতে পাঠানো হবে |
মহামারি করোনার কারণে গত দেড় বছরে খুলনা জেলায় ৩ হাজারের বেশি ছাত্রীর বাল্যবিয়ের শিকার হয়েছে |
যাদের অধিকাংশ আর স্কুলে আসে না |
নোটারি পাবলিকের মাধ্যমে রেজিস্ট্রেশন ও বয়স বাড়িয়ে এসব বিয়ে হয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে |
এ অবস্থায় দেশের বাল্যবিয়ে রোধে আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা |
মঙ্গলবার (১২ অক্টোবর) খুলনার রূপসা উপজেলার বেলফুলিয়া ইসলামিয়া স্কুলের নবম শ্রেণিতে ছাত্রীর সংখ্যা ছিল ১২২ জন |
এর মধ্যে বিয়ে হয়ে গেছে ৯ জনের |
এসব শিক্ষার্থী এখন বাল্যবিয়ের শিকার হয়ে সংসার সামলাতে ব্যস্ত |
জেলা শিক্ষা অফিস সূত্র থেকে জানা যায়, মহামারিকালীন স্কুল বন্ধের সময় সপ্তম থেকে দশম শ্রেণির তিন হাজারেরও বেশি ছাত্রীর বাল্যবিয়ে শিকার হয়েছে |
সর্বাধিক ৭৫১টি বাল্যবিয়ে হয়েছে ডুমুরিয়া উপজেলায় |
আর উপজেলার রূপসার বেলফুলিয়া ইসলামিয়া স্কুলের ৭০ জনের বাল্যবিয়ের শিকার হয়েছে |
জেলার মধ্যে প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ বাল্যবিয়ের শিকার এই প্রতিষ্ঠানটি |
এ ছাড়া কয়রা উপজেলাতে ৬৮১টি, পাইকগাছায় ৪৮৩টি, ফুলতলায় ২৪০টি, মহানগরীতে ১৫৮টি স্কুলশিক্ষার্থীর বাল্যবিয়ে হয়েছে বলে জানা গেছে |
এদের বেশিরভাগই এখন আর স্কুলে আসছেন না |
স্কুলের সহপাঠীদের মাধ্যমে জানা যায়, স্কুলে অনুপস্থিত অনেকের বিয়ে হয়ে গেছে |
বিয়ে হওয়ায় পরিবার থেকে স্কুলে পাঠানো হচ্ছে না |
এ ধরনের বাল্যবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি |
তাদের বিয়ে করার ইচ্ছা ছিল না, পড়াশোনা করার ইচ্ছা ছিল |
কিন্তু পরিবারের চাপের মুখে বিয়ে করতে বাধ্য হয়েছে |
বিয়ে হয়ে গেছে এমন শিক্ষর্থীদের স্কুলে ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকরা |
এব্যাপরে রূপসা বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বাল্যবিয়ের শিকার শিক্ষার্থীদের পরিবারকে জানিয়েছি, ছাত্রীদের স্কুলে বিনা বেতনে পড়াব |
শিক্ষার্থীদের স্কুলে পাঠায়ে দিন |
তারপর কিছু ছাত্রী স্কুল আসতে শুরু করেছে |
তারা নিয়মিত ক্লাসও করছে |
বাল্যবিয়ের জন্য নিজেদের দায় অস্বীকার করে নোটারি পাবলিকের সুযোগ থাকাকেই এ জন্য দায়ী করছেন বিবাহ রেজিস্টাররা |
খুলনা মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আকন্দ বলেছেন, বাল্যবিয়ের জন্য আমাদের বিবাহ রেজিস্টাররা দায়ী নয় |
আমাদের কাজ লিপিবদ্ধ ও সংরক্ষণ করা |
কিন্তু নোটারি পাবলিক কিংবা হলফনামা যারা করছেন, তাদের কিন্তু সংরক্ষণ করার সুযোগ নেই |
এফিডেভিট যেদিন বন্ধ হবে, সেদিন বাল্যবিয়ে এমনিতেই বন্ধ হয়ে যাবে |
বাল্যবিয়ের আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির জানান, একজন শিক্ষার্থী যখন স্কুলে পড়ে, তখন তার বয়স ১৮ হয় না |
সেখানে নোটারি পাবলিক যদি বলেও এটা কখনোই সম্ভব হবে না |
ফলে আগে থেকে বাল্যবিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে |
দ্য ওয়াল ব্যুরো : নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ( ) ভাষণ দেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছিল তালিবান |
কিন্তু তারা যে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, তার দূতেরই ভাষণ দেওয়ার কথা ছিল সোমবার |
তিনি জানিয়েছেন ভাষণ দেবেন না |
তাঁর বদলে তালিবানের কোনও প্রতিনিধিকেও বক্তব্য পেশ করার অনুমতি দিল না রাষ্ট্রপুঞ্জ |
আফগানিস্তানের ভুতপূর্ব সরকারের পক্ষ থেকে যিনি রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধি ছিলেন, তাঁর নাম গুলাম ইশাকজাই |
তিনি আগে জানিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে চান |
পাশাপাশি তালিবানও দাবি করেছিল, তার দূত ওই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য পেশ করবেন |
রাষ্ট্রপুঞ্জে কাকে ভাষণ দিতে দেওয়া হবে, তা স্থির করে নয় সদস্যের এক কমিটি |
তার সদস্যদের মধ্যে আছেন আমেরিকা, রাশিয়া ও চিনের প্রতিনিধি |
আগামী অক্টোবরে কমিটির বৈঠক হবে |
তার আগে পর্যন্ত ইশাকজাই রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের দূত হিসাবে থাকবেন |
সোমবার আফগানিস্তানের ইউএন মিশন থেকে টুইট করে বলা হয়, 'দেশের স্বার্থে ইশাকজাই বক্তব্য পেশ না করার সিদ্ধান্ত নিয়েছেন |
তিনি চান, আফগানিস্তান রাষ্ট্রপুঞ্জের সদস্য থাকুক |
আফগানিস্তানের সঙ্গে রাষ্ট্রপুঞ্জ তথা নিরাপত্তা পরিষদের দীর্ঘস্থায়ী সহযোগিতাই তাঁর কাম্য |
' টুইটারে বলা হয়েছে, ইশাকজাই আগের মতোই রাষ্ট্রপুঞ্জে নিজের কাজ করে যাবেন |
তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি গত সপ্তাহে আর্জি জানিয়েছিলেন, তাঁকে রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে দেওয়া হোক |
একইসঙ্গে দোহায় তালিবানের মুখপাত্র সুহেইল শাহিনকে রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের দূত হিসাবে নিয়োগ করা হয় |
কিন্তু আফগানিস্তানের দূত হিসাবে কাকে মান্যতা দেওয়া হবে, তা এখনও স্থির করেনি রাষ্ট্রপুঞ্জের ক্রিডেনশিয়ালস কমিটি |
এর মধ্যে জানা যায়, তালিবান পুরানো চেহারাতেই ফিরছে |
তাদের সাম্প্রতিত কাজকর্মে এব্যাপারে যাবতীয় সংশয় ঘুচে যাচ্ছে |
এবার তারা চিঠি দিয়ে হেলমন্দ প্রদেশের হেয়ারড্রেসারদের জানিয়ে দিল, কারও দাড়ি কাটা যাবে না, ছাঁটা যাবে না |
সব নিষিদ্ধ করা হয়েছে |
স্টাইল করে চুল কাটাও নিষিদ্ধ করেছে তালিবান |
দি ফ্রন্টিয়ার পোস্ট এক প্রতিবেদনে এখবর দিয়েছে |
তাতে জানা গিয়েছে, তালিবানের ইসলামি আদর্শ, দিশা রূপায়ণ মন্ত্রকের কর্তারা হেলমন্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-তে সম্প্রতি ছেলেদের সেলুনের ক্ষৌরকর্মী, হেয়ারড্রেসারদের এক বৈঠকে ডেকে এহেন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়ে দেয় |
সোস্যাল মিডিয়া নেটওয়ার্কেও নিষেধাজ্ঞার কথা ফলাও করে ছাপা হয়েছে |
তাতে আরও বলা হয়েছে, সেলুনের ভিতরে গান বাজানো চলবে না, প্রার্থনাসঙ্গীতও নয় |
ন্যাটোবাহিনী ও মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগ কাজে লাগিয়ে তালিবান আফগানিস্তান ফের দখল করেছে এক মাসের ওপর হয়ে গেল |
একে একে তারা যেসব পদক্ষেপ করছে, সেগুলি তাদের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের স্মৃতিই ফিরিয়ে আনছে |
তারা নতুন নতুন ফতোয়া চাপিয়ে বলেছিল, ইসলামি আইন, শরিয়তের শাসনে দেশ চলবে |
অনলাইন রিপোর্টার ॥ দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮১ জন |
বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয় |
সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬৮১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন হল |
আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৮৮৬ জনে দাঁড়াল |
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে |
তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২১ হাজার ২৮১ জন হয়েছে |
বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ ছাড়িয়ে গেছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ১১ লাখ ৭৪ হাজারের ঘরে |
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে অষ্টাদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে |
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি ল্যাবে ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে |
এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৩ লাখ ১০ হাজার ৫৮৯ টি নমুনা |
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৫২ শতাংশ |