text
stringlengths
0
127k
length
int32
0
127k
গঙ্গানগরের মোড়টার কাছে গাড়ি ঘোরাতে যাবেন, এমনসময় আচম্বিতে সাদা-সাদা মতন কী যেন একটা দৌড়ে এল রাস্তার মাঝখানে।
112
স্বামী , চাৰি পুত্ৰ আৰু বোৱাৰীৰে এখন সুখৰ সংসাৰ চলাইছিল সুনন্দা দেবীয়ে ।
73
নয়াদিল্লি: মহিলাদের সেনাতে যুক্ত করতে আরও একধাপ এগোল ভারতীয় বায়ু সেনা৷ এনসিসি-তে যে সমস্ত মহিলারা সি সার্টিফিকেট পাবে কমিশন অফিসার হিসাবে তাদের সরাসরি যুক্ত করতে চলেছে ভারতীয় বায়ু সেনা৷ এতদিন ধরে যে সুযোগ কেবল মাত্র ছেলে এনসিসি ক্যাডেটদের জন্য বরাদ্দ ছিল৷ এবার থেকে সেই সুযোগ পেতে চলেছে মহিলারাও৷
301
এই সোশাল বা পাবলিক প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত বিষয়গুলো উন্মুক্ত না করাই ভালো।
79
আর এ উদ্দেশ্যে তাকে আসতে হয়েছে মাটির ধরায়।
42
বলিউড বাদশাহ হিসেবে খ্যাত শাহরুখ খানের খবর নেই, এখানে যেন তাকে পাত্তাই দেননি অপর দুই খান।
89
ইতোমধ্যে আক্রমণকারী আর্যরা প্রায় সমগ্ৰ উত্তর ভারত জয় করে ফেলেছিলেন; কৃষিজীবী জনগোষ্ঠীতে পরিণত হয়ে তারা প্ৰাগাৰ্য সিন্ধুসভ্যতার মানুষের কাছে ইটের বাড়ি তৈরি করতে শিখে নিয়েছিলেন।
180
কুঞ্জপিসিমা বললেন—আমি কিছু জানি না বাবা।
40
১৯৪৭ সাল থেকে যত ছাত্র আন্দোলন হয়েছে, তার ৯০ ভাগই ভুল দাবী নিয়ে হয়েছে; যা সামনা সামনি বসে সমাধান করা যেতো, সেটাকেও রাষ্তায় নেয়া হয়েছে; হাজার কোটীর সম্পত্তি নস্ট করা হয়েছে অতীতে; অকারণে আসাদ থেকে নুর হোসেনকে প্রাণ দিতে হয়েছে।
224
আব্দুস সালাম বাঁধনকে সভাপতি ও মোন্তাসির জামান মৃদুলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
154
’’ সেই রাতে গ্বালিয়রের স্থানীয় থানাতেই তাঁরা ওই ভ্রমণ সংস্থা ও ট্যুর ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।
118
এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, ২২ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে।
204
ইন্টারনেট: পৃথিবীটা নাকি চ্যাপ্টা! জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশচারীরা চক্রান্ত করে যুগ-যুগ ধরে মানুষকে বোকা ... ...
112
তাই রোজ খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান।
41
কিন্তু, টিএমসিপি উপাচার্যের কাছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে।
84
পিছিয়ে থাকা রহমতগঞ্জ খেলার শেষ মুহূর্তে গোল শোধ করে ম্যাচটা টানতে টানতে টাইব্রেকারে নিয়ে গেছে রহমতগঞ্জ।
103
সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হকারদের মধ্যে দোকান বণ্টন করা হতে পারে।
71
জেলা পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম উপেনের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সমাবেশে বক্তব্য দেন পৌরসভার সচিব মো.
122
ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেনটাল হেলথের সাইকোথেরাপির অধ্যাপক বিশিষ্ট মনোবিজ্ঞানী ডা. মোহিত কামাল ইত্তেফাককে জানান, এখন সব পেশার মানুষ ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো নির্মূল অভিযান চলছে। যদি এই মাদক যুদ্ধে পরাজিত হই, তাহলে ইয়াবার কাছে পরাজিত হবো। ইয়াবায় দেশ ভেসে যাবে। মাদক ব্যবসায়ীরা উত্সাহিত হবে। তাই পিছু হটা যাবে না। পিছু হটলে পুরো জাতি ধ্বংস হয়ে যাব। তাই পিছু হটার কোন সুযোগ নেই। তিনি বলেন, ইয়াবায় আসক্তদের নিষ্ঠুর করে তোলে। তখন সে খুন করতে পিছপা হয় না। এটা এটম বোমার চেয়ে ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মোহিত কামাল বলেন, ইয়াবা খেলে মস্তিষ্কের সরু রক্তনালী ছিঁড়ে যেতে পারে। মস্তিষ্কে রক্তপাতও হওয়ার ঘটনাও আমরা পেয়েছি। ব্রেইন ম্যাটার সঙ্কুচিত হয়ে যায়। সেটা যদি ১৫০০ গ্রাম থাকে সেটা শুকিয়ে এক হাজার গ্রামের নিচে নেমে যেতে পারে। জেনেটিক মলিকিউলকেও নষ্ট করে দিতে পারে। ফলে পরবর্তী প্রজন্মও স্বাস্থ্য-ঝুঁকিতে থাকে।
901
উঁচু পাঁচিল, কাঁটাতারে ঘেরা শিবিরের মধ্যেই শিশুদের মুক্তির পাঠ দিতেন।
69
তারই প্রেক্ষিতে তিনি যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ খারিজ করার জন্য আন্তর্জাতিক আদালতে আর্জি জানান।
96
২০টির বেশি এ ধরনের প্রকল্প আছে, যেগুলি কংগ্রেসের আমলে শুরু হওয়া।
64
বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
64
নাটক শ্রাবণে বৃষ্টির ঘনঘটা [রাত ৮টা ৪৫ মিনিট] : রচনা সজল আহমেদ, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মম।
102
শিল্পী সাহিত্যিক পাঠক দর্শক শ্রোতা সব এসে জড়ো হন একটি জায়গায়।
61
ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ায় বেকারত্ব সমস্যা নিয়ে সৃষ্ট আন্দোলন কাসেরিন থেকে দেশটির ছড়িয়ে পড়েছে।
94
হলিউডের বরেণ্য অভিনেতা মাইকেল ডগলাসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার এনবিসি নিউজের একটি অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন সুজান ব্রডি।
147
” বলিয়া একখানি চিঠি আমার হাতে দিল ; সেখানি নিম্নে প্রকাশিত হইল।
63
আমাকে এ ভাবে মারছে দেখেও পুলিশের কেউ বাঁচাতে এলেন না!
53
ওসি প্রণব জানান, টিটুর বাড়ি থেকে মোটর সাইকেল উদ্ধার করা হলেও সে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
103
ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদেমানববন্ধন
48
ওদের সঙ্গে যে প্রযোজক বা পরিচালকরা থাকবে তাদেরও রেয়াত দেব না।
61
তবে এই ঘরটি গ্রামে ‘জনমিলন কেন্দ্র’ হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছেন মুকেশ যোশী।
83
সংসদে প্রথমবার পা রেখেই জ্বালাময়ী বক্তব্য পেশ করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।
76
তারওপর তারা খেলছে নিজেদের ঘরের মাঠে।
36
সোমবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৫৬) ও তার নাতনি রোকাইয়া আক্তার মিতা (১৪)।
141
আপনারা মুসলমান মানুষ।
21
আর আপনি বলেছেন এর দাড়ি নেই।
27
অস্ফুট একটা আর্তনাদ করে ওঠে জোসেফ।
34
দলটির নাম বাম দল।
17
বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি  প্রশ্নোত্তর দেওয়া হলো।
115
“কী ছদ্মবেশ?
12
আত্মা ক্ষণিক সংসারের দাসানুদাস নয়–আত্মা অনন্তে অমরতায় প্রতিষ্ঠিত।
65
হাত ভাল করে ধুযে রান্না করতে হবে ও খেতে হবে।
44
কৃষি সম্প্রসারণ বিভাগ বন্যার্ত কৃষকদের জন্য নতুন বীজ সরবরাহের ব্যবস্থা করবেন।
77
কেননা এখানকার মানুষগুলো আমাকে বিগত সাড়ে তিন বছর ধরে ভালোবেসেছেন।
64
এই বেদেনী, এই!
14
২ অক্টোবর, ২০১৮, ০২:৫৫:৪২
25
হাইকোর্টের. . . বাংলাদেশ ১১ নভেম্বর ২০১৯
40
মূলত যেসব গেট দিয়ে আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীরা প্রবেশ করবেন সেসব গেটেই সম্রাটের পোস্টার লাগানো হয়েছে।
107
শেখ হাসিনা সরকারের চিন্তাভাবনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তা হলে ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশে।
132
বর্তমান চিত্র হচ্ছে, একেক ব্যচের শিক্ষার্থীদের পরীক্ষা একেক সময় হয়। হয়তো প্রথম বর্ষ ও চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বর্ষের পরীক্ষা নেই। একই রুম শেয়ার করা শিক্ষার্থীরা এর ফলে সমস্যায় পড়ে।
214
২৮ জানুয়ারি, ২০১৯, ০৫:২২:০১
28
চারুচন্দ্র কলেজে ভাঙচুর, অভিযুক্ত শোভনদেবের ছেলে
48
এছাড়া রত্নার কোনও প্রশ্নের জবাব দিতে বাধ্য নন বলেও জানিয়েছেন তিনি।
66
মনে হয় না ৩ কোটি ২০ লক্ষ মানুষের রাজ্যে কয়েক লক্ষ হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দিতে তেমন কোনও সমস্যা হবে।
102
কিন্তু এখন তাঁর ব্র্যান্ড যে ভাবে ধাক্কা খেয়েছে, তাতে এই ঋণ শোধ করার রাস্তা খোঁজা কঠিন হচ্ছে তাঁর পক্ষে।
104
রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‌মুখ্যমন্ত্রী এমনই দার্জিলিং চান।
72
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে শেয়ার করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মচারী বিসিসির প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিম।
273
ভিডিও ভাল মানের এইচডি অশ্লীল রচনা তারকা মেয়ে, ছোট আকারের Hard porn বাঁড়ার রস খাবার বড়ো মাই স্তন্যপান
103
আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের পর বেতার কেন্দ্র ভবন। আশেপাশে ব্যাপক পাহাড় ধসে সেটিও ঝুঁকিতে। সেখানে প্রায় কয়েকশ মানুষ আশ্রিত। ফের ধসের আশঙ্কায় শঙ্কিত তারা।
152
'রইস' রিলিজ হওয়ার পর ফেসবুক, টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মুখোমুখি হতে হচ্ছে কিং খানকে।
100
চলচ্চিত্র সমালোচক পুরস্কার শাখায় সব আলো কেড়ে নিয়েছে ‘খাঁচা’।
60
স্পোর্টস ডেস্ক : হ্যাটট্রিক শিরোপা জেতা হয়েছিল গত বছরই। এবার ফরাসি কাপ জিতে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই। এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালেও ফরাসি কাপ জিতেছিল পিএসজি। জিওভানি লো সেলসো ও এদিনসন কাভানির গোলে তৃতীয় সারির দল লেস হারবিয়েরসেকে হারিয়ে ফরাসি কাপের মুকুটও ধরে রাখলো উনাই এমেরির শিষ্যরা।প্যারিসে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ... ...
381
কুসুম পূর্ববৎ থাকিয়াই এবার অস্ফুটে বলিল, বৌ, মুখে বলা যায় বটে, কিন্তু কাজে করা শক্ত।
84
হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ ম-ল, সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন, পাবনা-১ মো.
88
নারীপক্ষ'র কর্মকর্তা শিরীন হক বলেন, বাংলাদেশের এই দু'দিনের শান্ত পরিস্থিতি দেখে নোবেল বিজয়ীরাও দারুন খুশি।
107
শাহীন চৌধুরী মনোনয়ন পাওয়ায় কান্জরপাড়ায় বিশাল আনন্দ মিছিল শাহীন চৌধুরী মনোনয়ন ঘোষনা হওয়ায় টেকনাফে বিশাল আনন্দ মিছিল রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র গাড়িতে হামলা: আহত ৫ উখিয়ায় ভাইয়ের হাতে বোন নিহত জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিম উল্লাহ’র ইন্তেকাল টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার কক্সবাজারে দূর্যোগ প্রস্তুতি প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু এজাহার গার্লস হাইস্কুলে শুকরিয়া সভা: সরকারী করনে
430
আজ্ঞে হ্যাঁ ছিদাম একদিন বনের ভেতরে গিয়েছিল।
44
' তিনি পুলিশের কাছে খুনিদের খুঁদে বার করার আবেদন জানিয়েছেন।
59
কেবল সাত্ত্বনা পুরস্কারের মতো একটিই সুযোগ।
42
শেষপর্যন্ত অবশ্য তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল।
46
আর প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষার্থীদের পঠন ও লিখনশৈলী বৃদ্ধিকরণসংক্রান্ত ৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
116
২.         একটি পাত্রে ময়দা, ডিম, লবণ ও পানি দিয়ে ময়ান তৈরি করে নিন।
68
জানা গিয়েছে, এ রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর নতুনদের সামনে আনতে চাইছে।
69
বিহারের জন্যও তা দাবি করেন।
27
পুলিশ বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ থেকে আসামি সনাতনকে গ্রেপ্তার করে।
66
যদি ধনী পরিবারের এসব শিক্ষার্থীর সংগঠনে অন্তর্ভুক্ত করা যায় তবে আর্থিক সংকট হবে না-মূলত এমন চিন্তাধারা থেকেই ধনী পরিবারের সদস্যদের টার্গেট হিযবুত তাহরীরের।
155
ইহা দিয়াই তাহারা গোবরে-পোকা বা ফড়িং ইত্যাদির শরীর ছিঁড়িয়া ভিতরের সারবস্তু শুষিয়া খায়।
91
শুধু বাংলাদেশ না, বিশ্বকাপেরই হাই স্কোরার হওয়ার স্বপ্ন দেখি।
60
বারবার বলছিলেন আকাশের অবস্থা ভাল না।
36
বিএনপি বারবার বলে আসছে, বেগম খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের চিকিৎসক দিয়ে তার সুচিকিৎসা দেওয়া হোক।
105
ওয়াইল্ডফ্লাওয়ার হল
18
সে কী এখন তার স্কুলে হাজির হয়ে যাবে?
37
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ এসআই বাচ্চু মিয়ে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
106
আইন অনুযায়ী, ডেভেলপাররা তাদের অংশ পাবে।
39
নয়াদিল্লি: শুক্রবার ভারতে লঞ্চ হল Vivo V9. এর মূল্য ২২,৯০০ টাকা রাখা হয়েছে৷ পার্ল ব্ল্যাক, শ্যাম্পেন গোল্ড এবং স্যাফায়ার ব্লু, এই রংয়ে এই ফোনটি পাওয়া যাবে৷
160
খুব খুশি হয়ে তোমাকে ভাই বলে গ্রহণ করলাম।
41
কিন্তু তাও কিছু জায়গায় এখনও রমরমিয়ে চলছে মদের দোকান।
52
শেন ওয়াটসনের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রাখেন রবি বোপারা (১৯ বলে ৩২*)।
84
তাতে দেখা গিয়েছে— বিজেপির নেতৃত্বে এনডিএ পাবে ২৮১টি আসন।
56
এছাড়াও রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
94
মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে বিস্তৃত দেশের বৃহত্তম হাওর হাকালুকিকে ‘রামসার সাইট’ ঘোষণা করতে সংশ্লিষ্ট.
132
ভাবছো তুমি দেশ তো স্বাধীন
25
বিরাটনগর অনেক বাংলাদেশি বেড়াতে যায়।
35
বঙ্গদর্শন সম্পাদনার কাজ আছে।
28
মজার বিষয় হচ্ছে, দুলাইমি তার সাক্ষাতকারের শুরুতেই বাগদাদি সম্পর্কে বলেন, ‘তিনি মোটেও দুর্ধর্ষ কেউ ছিলেন না, তিনি ছিলেন পরিবারের প্রতি যত্নশীল একজন মানুষ।
153
নেতাজির অর্ন্তধান রহস্যের উপর ভিত্তি করে তাঁর পরের ছবি 'গুমনামী বাবা'।
70
তাদের পোশাকও সেনার মতোই।
24
9 April 2016 Comments Off on দক্ষিণ-পশ্চিম ও উত্তর অঞ্চলের পরিবেশক সমিতির চেয়ারপার্সন রিটনকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা 13 Views
126