text
stringlengths
0
127k
length
int32
0
127k
সাইয়ের ডিরেক্টর জেনারেল নীলম কপূর বলেন, ‘‘স্বপ্নার বিষয়টি জানার পর ক্রীড়া মন্ত্রক জাকার্তা থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং স্বপ্নার জন্য কাস্টমাইজড জুতো তৈরি করার নির্দেশ দেয়।
179
কলকাতা, ১ জানুয়ারি : বর্ষবরণের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।
113
নেমে এসো ওয়াটসন, দেখা যাক ভদ্রলোক যান কোথায়।
44
তবে সেমিফাইনালে যেতে না পারলেও সবকিছু নিয়ে বাংলাদেশেরওপর ঝাঁপিয়ে পড়তে চায় পাকিস্তান।
84
আরবিআই-এর নির্দেশ তারপর এটিএম থেকে এখন সর্বোচ্চ প্রতিদিন দুহাজার টাকা করে তোলা যাবে।
84
বহুকাল দুঃখ সেবি নিরখিল , লক্ষ্মীদেবী উদিলা জগৎ-মাঝে অতুল সুন্দর ।
92
কিন্তু আসলে কি তাই?
19
হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে।
35
বাবার ব্যাঙ ভাজির চেয়ে মায়ের মার খাওয়াই ঘটে সাধারণত। শুধু মাথা ঠুকে এ থেকে রেহাই পাওয়ার উপায় নেই।
102
কিন্তু তারপর সপ্তাহ দুয়েক পেরিয়ে গেলেও সেই হিসেব কষতে গিয়ে কার্যত হিমসিম দশা তাদের।
83
ডেল কার্নেগি বলেছিলেন, কোনো মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি হলো তার নিজের নাম।
86
জার্মান পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ৬ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী দেশটিতে গিয়ে পৌঁছায়। পরবর্তীতে সকাল নাগাদ পৌঁছায় আরও ২ হাজার। ফোকাস বাংলা।
169
আমার স্ত্রী কণ্ঠে উদ্বেগ আর চেহারায় আতঙ্ক ফুটিয়ে বললেন, দেখো তো কে?
67
শিশুদের সঙ্গ অপার্থিব উপহার। তাদের নিষ্পাপ চাহনি, মধুর হাসি, বাঁধনহারা উচ্ছ্বাস, অফুরন্ত প্রাণশক্তি, অশেষ অনুসন্ধিৎসা ও অকৃত্রিম মায়া এ নষ্ট পৃথিবীকে এখনো রঙ্গিন করে রেখেছে।
173
গোড়াতেই যদি ব্লাড কালচার করে নেওয়া যেত।
39
কিন্তু ওই মহিলা কনস্টেবলের ছুটির আর্জি নাকচ করে দেয় বিড পুলিস।
62
ও যদি দু-তিন বছর বয়সে হারিয়ে গিয়ে থাকে, তা হলে যেটুকু ভাষা শিখেছিল, তাও ভুলে গিয়েছে এতদিনে।
91
প্রসঙ্গত, ব্রিকস বৈঠক সেরেই প্রধানমন্ত্রী হিসাবে নিজের প্রথম মায়ানমার সফরে রওনা হন মোদি।
88
আত্মকলহ ধ্বংসাত্মক
18
দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘হুমায়ূন সাধুর এর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল।
80
আব্বা কথাটা শুনলেন কি না কিংবা শুনলেও ঠিক বুঝতে পেরেছেন কি না বোঝা গেল না, কিন্তু মাথা নেড়ে রাজি হয়ে গেলেন।
109
জীবন-মরণের মুখোমুখি প্রেসিডেন্ট জেমস উইলিয়াম।
45
মিথুন রাশি আজ গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চিন্তা-ভাবনা করতে পারেন।
73
অবশেষে রাত দেড়টার দিকে তরুণীকে একটি কবরস্থানে নিয়ে গণধর্ষণ করেন ওই যুবকরা।
74
ভূমি অধিগ্রহণের বিষয়ে বিআরটি নির্মাণ, পরিচালনা বা নিয়ন্ত্রণে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হলে জনস্বার্থে তা গ্রহণ করতে পারবে।
120
আপনি নিজে এলেন কেন?
19
আমরা আল্লাহর নিকট ঐ চক্ষু থেকে আশ্রয় চাই যা কাঁেদ না, ঐ অন্তর থেকে যা ভয় করে না, ঐ নাফস থেকে যা পরিতৃপ্ত হয় না, ঐ উদর থেকে যা পূরণ হয় না, আর ঐ দোয়া থেকে যা কবুল হয় না। অপচয়, অপব্যয়, ধ্বংস, ক্ষয়, সামাজিক অবক্ষয়, মানুষের বদহজম, ভূরি মোটা হওয়া সহ সকল অসুবিধার মূলে হল কেনাকাটার সময় নিয়মের তোয়াক্কা না করা, খাবারের প্রতি অতিরিক্ত আসক্তি ইত্যাদি। ডাষ্টবিনগুলোর অবস্থাতো অনুমেয় হয় দৈনিক আমরা কত খাদ্য অপচয় করছি। আর এভাবেই পশু চরিত্র আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্টে, অনুপ্রবেশ করছে। আর গরীব মিসকীনরা হাহাকার করে মরছে। তুচ্ছ জিনিষকে কেন্দ্র করে আমরা যে পরিমান সম্পদ ব্যয় করি তা যাদি একত্র করি, তাহলে অনেক মানুষের চলার গতি পাবে, পৃথীবি বসবাসযোগ্য হয়ে উঠবে, জীবন সুন্দর হবে। যদি আমরা একটু চিন্তাভাবনা করে খরচ করি তাহলে অপচয় ও দারিদ্রতা নামক পরস্পর বিপরীতমুখী দুটি সমস্যার অবসান হবে। এভাবে দুটির মধ্যে সমতা বিধান করলে দুই সমস্যা দূরীভূত হবে।
839
তবে একের পর এক অপকর্ম ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করলেও এসব অনুপ্রবেশকারী ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শাখা ছাত্রলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
168
কিছুই যায় আসে না। . সোবাহানকে দেখেই জলিল সাহেব চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলেন সারা দিন?
86
স্টাফ রিপোর্টার, দার্জিলিং: অবশেষে বাংলার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং৷ উত্তরকন্যায় বৈঠকে বসে বাংলার সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ‘সন্ধি প্রস্তাব’ দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী৷ প্রায় ঘণ্টা দুয়ের বৈঠক শেষে বাংলা-সিকিম একসঙ্গে আগামীতে এগিয়ে যাবে বলেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
337
বামেদের ৩৪ বছরের রাজত্ব যখন ভেঙেছিল তৃণমূল কংগ্রেস, তখন তাদের জোট ছিল কংগ্রেসের সঙ্গে।
86
ওই কিশোরের চোখে তখন স্বপ্নের মায়াঞ্জন আঁকা।
43
হুসেন বুড়ীর দিকে তাকাল, বুকের মধ্যে কি যেন একটা ধাক্কা দিল তাযর। বুড়ীকে তার জাদু লাঠিটা মাড়াতে দিল না সে। যে পাথরটার ওপর সে বসেছিল তার থেকে উঠে দাঁড়িয়ে তীরধনুক বাগিয়ে ধরে বলল :
182
জানা গেছে, তিনি যশোরে চীন থেকে আমদানিকৃত ইজিবাইকের ব্যাটারির ব্যবসা করতেন। এই ঘটনার পরই গ্রেপ্তার হন নাজমুল ও মুক্তাদির।
120
বিস্তর চাপানউতোরের পরে এ নিয়ে লে থানায় এফআইআর দায়ের হয়েছে।
58
শেষ আপডেট: ১৭ জুলাই, ২০১৬, ০২:৫৯:০৯
35
ক্ষতি হয়েছে ১৫ লক্ষ হেক্টর জমির ফসলের।
38
তবে এবার দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলে (DPIFF)-এ সেরা অভিনেতার পুরস্কার পেলেন হৃত্বিক রোশন।
109
হাসান শান্তুনু : নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের মা তখন জীবন ঘাতক ক্যান্সারে আক্রান্ত। মৌলভিরা তসলিমার মাথার দাম ঘোষণা করে তাকে কতল করার জন্য মসজিদ, মাদ্রাসা, রাজপথ দখল করে ‘আন্দোলন’ করছেন! জীবন বাঁচাতে তিনি বিদেশে আশ্রয় নেন। দেশটা মেয়ের জন্য নিরাপদ নয়, ক্যান্সারের যন্ত্রণায়বিদ্ধ মায়ের মন কি আর তা বোঝে? গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকা। ঢাকা থেকে ময়মনসিংহ। কম ভাড়ার লোকাল ট্রেনে চেপে এভাবে আইনজ্ঞ ড. কামাল হোসেনের (তখন তিনি তসলিমার আইনজীবী) বাসা, ব্যক্তিগত কার্যালয়ে ছুটোছুটি করতেন তসলিমার মা। আদালতে লড়াই করে এ আইনজীবী তসলিমাকে একদিনের জন্য হলেও দেশে ফিরিয়ে আনতে পারবেন, মেয়েকে শেষবারের মতো প্রাণভরে দেখবেন, এমন আশা করেছিলেন মৃত্যু পথযাত্রী সহজ, সরল ওই নারী।
659
মাৰ্ঘেৰিটাত জৰাজীৰ্ণ পথ নিৰ্মাণৰ দাবীত ৰাইজৰ প্ৰতিবাদ
53
এরপর তিনি যান . . . ১৫ অক্টোবর ২০১৯
35
রজত কান্তি রায়
14
বিশিষ্ট শিক্ষানুরাগী, আকমল খাঁনের সভাপতিত্বে ও উপজেলা সংবাদদাতা মো.
67
দূরে এক যুবককে দেখিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর টাকা ছিনতাই করেছেন ওই ব্যক্তি।
75
প্রথম ম্যাচে আমাদের পেনাল্টি কর্নার ভালো হয়েছিল, এই ম্যাচে পেনাল্টি কর্নার ভালো হয়নি।
85
বুদ্ধিজীবী স্মৃতিফলক তামা তস্করির অভিযোগ
40
মনে করে রেখেছেন বলেই বোধহয় পঞ্চাশ টাকা ভাড়া কমিয়ে দিলেন।
56
কিন্তু ম্যাচ যত গড়াতে ততই রোহিত ভয়ঙ্কর হয়ে ওঠেন।
49
স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পক্ষেই সবাই বলেছেন।
48
৬। এতে অবশ্যই দেশের স্বাভাবিক উন্নয়ন সহ বেকার সমস্যার অভিশাপ থেকে মুক্তি, তারুণ্যের সদ্ব্যবহার এবং নানাবিধ শিল্পায়ন অতি স্বাভাবিক গতিতে বৃদ্ধি পাবে বলে মনে করি। যেমন হয়েছে গার্মেন্টস শিল্পের সাথে তার আনুষঙ্গিক শিল্প সমূহ। একটা জাহাজ বলতে সাধারণত একটা ছোট শহর বোঝান যায়। কারণ একটা ছোট খাট শহরে যা যা প্রয়োজন হয় একটা সাধারণ মানের জাহাজেও তার প্রায় সবই প্রয়োজন হয়।
361
খুললে কী বেরোত কে জানে?
23
তিনি বলেন, বিষয়টি ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তারা সংলাপের মাধ্যমে তাদের মধ্যে থাকা সমস্যা মিটিয়ে ফেলতে পারে।
132
অথচ তরুণীর বিয়েই হয়নি.
22
খসে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক ভবনের ছাদের আস্তর। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পরিবার নিয়ে আতঙ্কে সময় কাটছে শিক্ষকদের। সম্প্রতি আস্তরের টুকরোর আঘাতে শিক্ষক পুত্রের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইশতিয়াক হোসেন জানান, মাঝে মধ্যেই ছাদের নিচের অংশ খসে পড়ে। কিছুদিন আগে আমার ছেলে শুয়ে থাকা অবস্থায় পেটের উপর পড়ে আহত হয়। সোমবার দুপুরেও এমন ঘটনা ঘটে। গোসলের জন্য বাথরুমে গেলেই খসে পড়েছে আস্তর। দুই বালতিতে করে আস্তরের টুকরাগুলো ফেলে দিয়েছি। একটুর জন্য মাথার উপর পড়েনি টুকরোগুলো। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে দোতলা, তিনতলা ও চারতলা মিলিয়ে প্রায় ৮৮টি ভবন আছে। উপাচার্য, উপ-উপাচার্যের ভবনসহ এ বি সি- তিন ক্যাটাগরির আবাসিক ভবনগুলোর ৩১৯টি বাসায় শিক্ষক-কর্মকর্তার পরিবার থাকার ব্যবস্থা আছে। প্রায় প্রতিটি ভবনেই একই সমস্যা বলে জানান শিক্ষকরা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনগুলো পুরাতন হওয়ায় নিয়মিতই এমন ঘটনা ঘটছে। এখন প্রয়োজন ভবনের ছাদ সংস্কার করার। এতে বড় বাজেটের প্রয়োজন। চেষ্টা করছি যাতে ওই ভবনের ছাদগুলো সংস্কারে মাধ্যমে স্থায়ী সমাধানে যাওয়া যায়।
1,126
যা ছিল এর আগের অর্থবছরের চেয়ে ১৬০ কোটি টাকারও বেশী।
51
পুলিশ সূত্রের খবর, বাড়ির ছাদে এক কোণে রাখা জঞ্জালের স্তূপে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।
92
এমনই প্রবাদ নজির হয়ে রয়েছে গোটা দুনিয়ায়।
40
ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কার্বন নির্গমন বিষয়ে কড়াকড়ি হওয়ার পর শুরু হয় আফ্রিকায় রপ্তানি। আফ্রিকার ২৫ দেশে ব্যবহৃত গাড়ি আমদানির ক্ষেত্রে গাড়ির বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু আইনের দুর্বল প্রয়োগের......
229
কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই নির্দেশ।
59
সংবিধান দিবসেই মহারাষ্ট্র নিয়ে এই রায় এল।
41
তারপরের দিনই তার মা, পুরো বিষয়টি গ্রামবাসীদের জানান।
52
স্বেচ্ছাসেবী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, নদীগুলি ফুলেফেঁপে উঠেছে।
69
বেশ কয়েকজন আবার সেই স্কুলেই শিক্ষক হিসেবে যোগদান করেছে।
55
মামলায় এর আগে গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন এবং ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
138
তার অভিনয় দক্ষতা নিয়ে কোন প্রশ্নই ওঠেনা।
40
তারপর সেখানে নিজের হাতে ছেলেকে জলে ডুবিয়ে খুন করে।
50
তথ্য জানাচ্ছে, Apple বাণিজ্যিক প্রডাক্টগুলির থেকে আয় করেছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার৷ সম্প্রতি, সংস্থার এক বিশ্লেষক বিনিয়োগকারীদের কাছে একটি তালিকা পাঠান৷ যেখানে তিনি ভবিষ্যতে Apple আর কী কী প্রডাক্ট নিয়ে আসতে চলেছে, রয়ছে সেই সর্ম্পকিত বেশ কিছু ইঙ্গিত৷ রিপোর্টের তথ্য অনুসারে, ২০২৩-২০২৫ সালের মধ্যে Apple আনতে চলেছে Apple car৷ যেটা ভবিষ্যতে আসতে চলেছে ‘পরবর্তী স্টার প্রডাক্টের অধীনে’৷ iPhone ২০০৭ সালে এনেছিল বিপ্লব৷ আবারও, সেই ছবিই দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷
466
ঈশান পোড়েলকে রনজি সেমিফাইনাল খেলার জন্য বোর্ড যদি অনুমতি না দেয়, তাহলে তাঁর পরিবর্তে সায়ন ঘোষ দলে ঢুকবেন।
105
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বন্দরের সাবদী ব্রহ্মপুত্র নদ তীরে প্রচুর দর্শনার্থী ভিড় করায় সেখানে অস্থায়ীভাবে বেশ কিছু দোকানপাট গড়ে ওঠে।
152
প্রকাশ্য সংবাদ সম্মেলনের তিন দিন পর গত বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তিনি পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠান।
105
উল্লেখ্য, গত শনিবর থেকে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া। গতকাল রোববার উত্তরায় যুবলীগের কর্মীরা তার প্রচারণায় বাধা দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। যুবলীগের কর্মীরা কালো পতাকা প্রদর্শন করে।
246
সময়ের সাথে কি ভালোবাসাও বদলে যায়?
35
আওয়ামী লীগের কার্যনির্বাহী এই সদস্য বলেন, আপনারা মোটামুটি ভাবে এখনো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু কতদিন এই পরিস্থিতি বজায় রাখবেন সেটা দেখার বিষয়।
187
খারাপ সময়ে নানা চিন্তা মাথায় আসে।
33
রিয়াল মাদ্রিদে সাত মৌসুমে দুটি চ্যাম্পিয়ন্স লিগ আর একটি লা লিগাসহ আটটি শিরোপা জেতেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড অবশ্য এতেই তুষ্ট নন। স্পেনের সফলতম ক্লাবটিকে আরও সাফল্য এনে দিয়ে শীর্ষে থাকতে চান তিনি।
222
তৃতীয় বিবাহ বাৰ্ষিকীৰ বাবে ফেব্ৰুৱাৰীত ছুটী লৈ ঘৰলৈ যোৱাৰ কথা আছিল সংবাদকৰ্মীজন।
80
ফলে দাঁত ক্ষয় হওয়ার সমস্যা দ‚র হয় এবং সেই সাথে মাড়ির সমস্যাও।
61
৭ম মণ্ডল সূক্ত ০৪৯
18
সঙ্ঘের সভায় যোগদানের পাশাপাশি তিনি বৈঠক করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে।
80
একটা টিকেটের নাম্বার নাকি চ ১১১১১১১১?”
38
তার বিয়েতে শোবিজের নানা অঙ্গনের তারকারা তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। তবে হুট করে মাহির বিয়ে হয়ে যাওয়াতে দারুণ ক্ষেপেছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তিনি মাহির এই সিদ্ধান্তকে ‘ফাজলামো’ বলে অভিহিতি করেছেন। বুধবার (২৫ মে) রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক একাউন্টে তিনি এ বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন।
298
হামলার নেতৃত্ব দেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান নমিতা জানা।
63
(চ) আগ্রহী বিদেশী প্রার্থীগন রেজিষ্টার কার্যালয় থেকে ভর্তির নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে সংশিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। অথবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড পূর্বক তা যথাযথভাবে পূরন করে registrar.sau01@gmail.com আইডি-তে ই-মেইল প্রেরণ করতে হবে।
301
আমার ভাগনিটা জানে না যে আমি একসময় টিউশনি করতাম এবং বেত মারতাম, তাই আমার সামনেই চরম দুষ্টামী করছে। কম্পিউটারগুলোও ভুলে গেছে যে আমি একসময় হার্ডওয়্যারের কাজ করতাম.. আর তাই আমার সামনে ফাজলামো করছে.. আর বার বার রিস্টার্ট মারছে।
222
সম্প্রতি সমুদ্রে ও স্থলভাগে তেল-গ্যাস সম্পদ নিয়ে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির জন্য উৎপাদন অংশীদারী চুক্তির সর্বশেষ মডেল 'পিএসসি-২০১৯' অনুমোদন করেছে সরকার।
164
‘‌‌দেবিন্দর সিংকে চুপ করানোর একটাই উপায়, মামলা আরেক মোদির হাতে তুলে দাও’‌, খোঁচা রাহুলের
88
একজন শিক্ষার্থীর শিক্ষার মূলভিত্তি রচিত হয় প্রাথমিক বিদ্যালয়ে।
62
যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া সংস্থা নিউজগ্রাম বলছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই বিপজ্জনক স্থানে সেল্ফি তোলার হিড়িক বাড়ছে৷ তাই কেবল বিপজ্জনক স্থানে বা পরিস্থিতিতেই নয়, বিষধর সাপ এমনকি প্রাণীর সঙ্গে সেল্ফি তুলতে আগ্রহী তারা৷
246
রুদ্রাক্ষের মালা চিনিয়ে দিল অভিয়ুক্তকে
38
জার্মানীর ফিলিপ কোলসক্রেইবারকে ৬-৪, ৩-৬, ৬-১ গেমে পরাজিত করে দুবাই ওপেনে শুভ সূচনা করেছেন রজার ফেদেরার।
103
ভক্তদের মুখে হাসি ফোটাতে বাধ্য প্রিক্যুয়েল স্পিন-অফের প্রথম পার্ট!
66
স্বাগতিক ও ইউরো ফেভারিট ফ্রান্স গোত্তা খাচ্ছে নিশ্চিত!
54
থাকতেন মুম্বইয়ের খার এলাকায়।
28
শার্টের ফাঁক দিয়ে উঁকি দেওয়া শরীরের ভাঁজ যেকোনও পুরুষের রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।
86
মার্ক টোয়েন এ ধরনের মুখস্থ করার সম্পর্কে বলেছেন : লিখিত বিষয় বক্তৃতার জন্য নয়, তাদের চরিত্র আর গঠন হল সাহিত্যমূলক।
117
ডাক্তারবাবু সকালে দেখে বললেন, হয়তো অপারেশন করতে হতে পারে।
57
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আর মাত্র কয়েক ঘণ্টা পর, ভোররাতেই ঘূর্ণিঝড় এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে।
104
তবে যেটা করতাম, সেটা হচ্ছে— ম্যাচের দু’দিন আগে থেকে সব সময় শুধু ইতিবাচক চিন্তাভাবনা করতাম।
90
উচ্চাকাঙ্খী সিনিয়ার ওবামার স্বপ্ন কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয়নি। ৪৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। স্ত্রী, পুত্র আর পরিবারের টান উপেক্ষা করে যিনি এগোতে চেয়েছিলেন, অকাল মৃত্যু তার সব স্বপ্ন কেড়ে নিয়েছিল। প্রথমবার যখন কেনিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তখনও বউ ছেলেমেয়ের কথা ভাবেননি। আবার সেখান থেকে কেনিয়ায় ফেরার সময়েও পিছুটান হয়ে দাড়ায়নি অ্যান কিংবা ছোট্ট বারাক। সেই শূন্যতাই হয়তো দীর্ঘদিন কুরে কুরে খেয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বয়স যখন বিশ তখন একবার কেনিয়ায় গিয়েছিলেন বারাক ওবামা। তার ভাষায়, ‘অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম। কিছু পেলাম, কিছু পেলাম না।’ আজো হয়তো উত্তর খুজে বেড়ান- কেন তার মায়ের কাছে আগের বিয়ের কথা লুকিয়েছিলেন বাবা? কেনই বা তাদের ছেড়ে চলেও গিয়েছিলেন?
712
ইতিহাস গড়তে চাই চার রান।
24