content
stringlengths 0
129k
|
---|
গত বছরের তুলনায় ভুট্টার উৎপাদন ১৪ শতাংশ বাড়তে পারে |
মোট উৎপাদন হতে পারে ৪০ লাখ টন |
মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ থেকে চলতি মাসে প্রকাশিত 'বিশ্বের কৃষি উৎপাদন' শীর্ষক প্রতিবেদনে এই তথ্যের উল্লেখ রয়েছে |
সংস্থাটির হিসাবে, বিশ্বজুড়ে যে কটি দেশে ভুট্টার উৎপাদন সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে |
তবে সুসংবাদের সঙ্গে একটি খারাপ খবরও দিয়েছে সংস্থাটি |
তারা বলছে, বিশ্বজুড়ে ফসলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত 'আর্মি পোকা' বাংলাদেশের ভুট্টায় আক্রমণ করেছে |
শুধু ইউএসডিএ একাই নয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকেও গত বৃহস্পতিবার ওই পোকার আক্রমণ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে |
তারা বলেছে, কার্যকর নিয়ন্ত্রণ ও কীটপতঙ্গ ব্যবস্থাপনা করা না গেলে কয়েক লাখ ক্ষুদ্র ও দরিদ্র কৃষক বিপদে পড়বেন |
এসব কৃষক পরিবারের খাদ্য ও পুষ্টি সুরক্ষা এবং জীবন-জীবিকার জন্য তা হুমকি হয়ে দেখা দিতে পারে |
সংস্থাটি এ পর্যন্ত ৩৭টি জেলায় ওই পোকার আক্রমণের প্রমাণ পেয়েছে |
ডিসেম্বর থেকে জানুয়ারির শীতে এই পোকা আক্রমণ করে না |
মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় হচ্ছে এদের আক্রমণের মৌসুম, জানিয়েছে সংস্থাগুলো |
পোকাটি দমনে আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা কেন্দ্র (সিমিট) ইতিমধ্যে বিশেষ ব্যবস্থাপনা গড়ে তুলেছে |
বাংলাদেশের কোথায় কী পরিমাণে পোকাটি দেখা যাচ্ছে, তা তদারকির জন্য একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলেছে তারা |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে মিলে তারা এ বিষয়ে একটি অ্যাপও তৈরি করেছে |
মাঠপর্যায় থেকে ৫০৫ জন কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা ওই অ্যাপের মাধ্যমে প্রতি সপ্তাহে হালনাগাদ করা হচ্ছে |
সরকারের তরফ থেকে আর্মি পোকা নিয়ন্ত্রণ ও দমনে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে |
আগামী ২৭ ফেব্রুয়ারি ১৯ সদস্যের ওই কমিটি পোকার আক্রমণ ও নিয়ন্ত্রণের অবস্থা নিয়ে সভা করবে |
এখন থেকেই সারা দেশে কৃষকের কাছে ওই পোকা দমনে ফেরোমন ফাঁদ দেওয়া হচ্ছে |
এ বিষয়ে কৃষকের প্রশিক্ষণও দেওয়া শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
আর্মি পোকা এক রাতের মধ্যে সব ফসল খেয়ে ফেলতে পারে |
ফেরোমন ফাঁদ ও পানির ফাঁদ দিয়ে পোকাটি দমন করা যায় |
আফ্রিকার ১২টি দেশে আর্মি পোকার কারণে বার্ষিক প্রায় ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন ভুট্টার ক্ষতি হয় |
জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্মি পোকা নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রধান মো. আবদুর রৌফ প্রথম আলোকে বলেন, 'তাপমাত্রা কম থাকায় এখন ওই পোকার আক্রমণ কম |
তবে ফেব্রুয়ারি ও মার্চ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি |
ওই সময়ে তাপমাত্রা বেড়ে গিয়ে ওই পোকার আক্রমণ বেড়ে যেতে পারে |
সে জন্য আমরা কৃষককে সচেতন ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ফেরোমন ফাঁদ দেওয়া শুরু করেছি |
' বিশ্বের যেসব দেশে এই পোকা আক্রমণ করেছে, সেখানে ফসলের মারাত্মক ক্ষতি করেছে বলে উল্লেখ করেন আবদুর রৌফ |
ভুট্টাখেতে নতুন পোকার আক্রমণ |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পোকা দমনে দেশের প্রতিটি জেলার প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিশেষ সতর্ক বার্তা |
পাঠানো হয়েছে |
তাতে বলা হয়েছে, ফসলের জন্য মারাত্মক ওই পোকা এক রাতের মধ্যে একটি জমির পুরো ফসল খেয়ে শেষ করে দিতে পারে |
ফলে পোকাটি দেখামাত্র স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ফেরোমন ফাঁদ ও পানির ফাঁদ দিয়ে পোকাটি দমনের উদ্যোগ নিতে হবে |
এফএওর হিসাবে, বিশ্বজুড়ে ৮০টি ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকর আর্মি পোকা বাংলাদেশে ২০১৮ সালে প্রথম দেখা যায় |
আর্মি পোকা খাবার উৎপাদনে মারাত্মক ক্ষতি করতে পারে |
আফ্রিকার ১২টি দেশে আর্মি পোকার কারণে বার্ষিক প্রায় ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন ভুট্টার ক্ষতি হয় এবং ২০১৭ সালে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত দেশে দুর্ভিক্ষ দেখা দেয় |
আফ্রিকার দরিদ্র দেশ বুরুন্ডি, রুয়ান্ডা, ইথিওপিয়া ও কেনিয়ায় ওই পোকার আক্রমণে ভুট্টা ও অন্যান্য দানাদার ফসলের ব্যাপক ক্ষতি হয় |
ফলে দেশগুলোতে খাদ্যসংকট দেখা দেয় |
বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন বলেন, 'আর্মি পোকা বাংলাদেশজুড়ে অনেক প্রান্তিক কৃষকের জীবন-জীবিকা হুমকিতে ফেলেছে |
বিপজ্জনক বৃদ্ধি রোধ করতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার |
প্রাদুর্ভাবের বিস্তার রোধে সরকারের সঙ্গে আমাদের সমগ্র উন্নয়ন সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে |
এই মুহূর্তে আমাদের যা কিছু আছে, তাই নিয়ে মোকাবিলা করতে হবে |
আক্রমণখেতনতুন পোকাপোকাপ্রথম আলোভুট্টাভুট্টাখেত |
পরের সংবাদ |
আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত, প্রতি কেজি মাত্র দশ রুপিতে বিক্রি |
এই সংবাদটি না পড়লে মিস করবেন! |
তীব্র শীতে মধ্যাঞ্চলের কৃষকের মাথায় হাত |
আপনার জন্য নির্বাচিত সংবাদ |
ফুলকপির মজাদার রেসিপি |
ওজন নিয়ন্ত্রণে ফুলকপির ভাত |
উপকারী ফুলকপির পাঁচ পদ |
ছোলার ফলছিদ্রকারী পোকা |
গমের উড়চুঙ্গা পোকা |
পেঁপের সাদা মাছি পোকা |
আসছে পিঠাপুলির দিন |
শিশুর অতিরিক্ত প্রস্রাব |
কত্ত ফুলের গল্প বলে যাই |
মহাকাশে প্রথম মরিচ ফলালেন নভোচারীরা, বানালেন মেক্সিকান এক পদ |
মন্তব্য করুন |
অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন |
. |
শতবর্ষী তেজপাতা গাছ চাষের সহজতম উপায় |
নিজস্ব প্রতিনিধি |
রান্নায় তেজপাতা না হলে রান্না যেন ঠিক জমে না |
মাংস অথবা ঘুঘনি- তেজপাতার ব্যবহারে এই পদগুলির স্বাদই যায় খুলে |
ওষধি হিসাবেও তেজপাতার বহুল জনপ্রিয়তা রয়েছে |
মুখের অরুচি দূর করা থেকে শুরু করে, মাড়ির ক্ষত সারাতে এবং চর্মরোগ নিবারণেও এর গুরুত্ব অপরিসীম |
প্রসাধনী দ্রব্য বানাতেও তেজপাতার গুরুত্ব অপরিসীম |
তেজপাতা গাছের বাকল থেকে সুগন্ধি তেল ও সাবানও তৈরি হয় |
বহু কৃষক অধিক লাভের আশায় বর্তমানে তেজপাতার চাষ করছেন |
বাজারে প্রচুর পরিমানে তেজপাতার চাহিদা থাকায়, এই চাষে লাভ বৈকি ক্ষতি হয় না |
অল্প বিনিয়োগে প্রচুর টাকা আয় করা যায় বলে তেজপাতা চাষে কৃষকরা বহুল পরিমানে আয় করছেন |
জলবায়ু () |
বেলে দো-আঁশ মাটি তেজপাতা চাষের পক্ষে আদর্শ |
তেজপাতার যেখানে চাষ হবে সেই জমি অবশ্যই উঁচু হতে হবে |
বেলে দোআঁশ ছাড়াও প্রায় সবধরনের মাটিতেই তেজপাতার চাষ করা যায় |
বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যবর্তী সময় তেজপাতা চাষের জন্য আদর্শ |
চারা রোপন () |
জমিতে মাদা করে চারা রোপন করা উচিত |
জমিতে যখন ছায়া অবস্থান করবে সেইসময় তেজপাতার চারা লাগানোর উপযুক্ত সময় |
চারা রোপন সবসময় সোজা ভাবে করা উচিত |
চারা যদি মারা যায় তাহলে সেই চারা সরিয়ে নতুন করে চারা লাগানো উচিত |
মূলত বীজ থেকে তেজপাতার চারা তৈরী হয় |
তেজপাতার চারা লাগানোর পর সেই অঞ্চলে ছায়ার ব্যবস্থা করা উচিত |
প্রয়োজন হলে সেখানে বড় গাছ লাগানো উচিত |
জমিতে জল সেচ চারা লাগানোর পর অবশ্য কর্তব্য |
সার প্রয়োগ () |
জমিতে উপযুক্ত পরিমানে সার প্রয়োগ হলে তেজপাতার ফলনও স্বাভাবিক ভাবে বৃদ্ধি পাবে |
জমিতে ৫০ কেজি গোবর সার, ইউরিয়া ১৫০ গ্রাম, টিএসপি ১৫০ গ্রাম, এমওপি ১৫০ গ্রাম প্রয়োগ করতে হবে |
এছাড়াও চারা যখন পোঁতা হবে সেই সময় প্রত্যেকটা মাদায় ১০০ গ্রাম টিএসপি এবং ১০ গ্রাম ছাই দেওয়া উচিত |
সেচ () |
শুখা মরসুমে জমিতে পর্যাপ্ত পরিমানে জল সেচ দিতে হবে |
জলের অভাবে যাতে গাছ না মারা যায় তার দিকে খেয়াল রাখতে হবে |
জল নিকাশের পর্যাপ্ত বন্দোবস্ত রাখা উচিত |
আগাছা দমন ( ) |
তেজপাতার জমিতে আগাছা হলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে |
আগাছা গাছের পুষ্টি নষ্ট করে দিতে পারে, তারজন্যই আগাছা দেখা দিলে এই ব্যবস্থা নেওয়া উচিত |
কোনও তেজপাতা গাছ ৮ থেকে ৯ বছর হলে তা কেটে ফেলা উচিত |