content
stringlengths
0
129k
গত বছরের তুলনায় ভুট্টার উৎপাদন ১৪ শতাংশ বাড়তে পারে
মোট উৎপাদন হতে পারে ৪০ লাখ টন
মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ থেকে চলতি মাসে প্রকাশিত 'বিশ্বের কৃষি উৎপাদন' শীর্ষক প্রতিবেদনে এই তথ্যের উল্লেখ রয়েছে
সংস্থাটির হিসাবে, বিশ্বজুড়ে যে কটি দেশে ভুট্টার উৎপাদন সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে
তবে সুসংবাদের সঙ্গে একটি খারাপ খবরও দিয়েছে সংস্থাটি
তারা বলছে, বিশ্বজুড়ে ফসলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত 'আর্মি পোকা' বাংলাদেশের ভুট্টায় আক্রমণ করেছে
শুধু ইউএসডিএ একাই নয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকেও গত বৃহস্পতিবার ওই পোকার আক্রমণ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
তারা বলেছে, কার্যকর নিয়ন্ত্রণ ও কীটপতঙ্গ ব্যবস্থাপনা করা না গেলে কয়েক লাখ ক্ষুদ্র ও দরিদ্র কৃষক বিপদে পড়বেন
এসব কৃষক পরিবারের খাদ্য ও পুষ্টি সুরক্ষা এবং জীবন-জীবিকার জন্য তা হুমকি হয়ে দেখা দিতে পারে
সংস্থাটি এ পর্যন্ত ৩৭টি জেলায় ওই পোকার আক্রমণের প্রমাণ পেয়েছে
ডিসেম্বর থেকে জানুয়ারির শীতে এই পোকা আক্রমণ করে না
মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় হচ্ছে এদের আক্রমণের মৌসুম, জানিয়েছে সংস্থাগুলো
পোকাটি দমনে আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা কেন্দ্র (সিমিট) ইতিমধ্যে বিশেষ ব্যবস্থাপনা গড়ে তুলেছে
বাংলাদেশের কোথায় কী পরিমাণে পোকাটি দেখা যাচ্ছে, তা তদারকির জন্য একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলেছে তারা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে মিলে তারা এ বিষয়ে একটি অ্যাপও তৈরি করেছে
মাঠপর্যায় থেকে ৫০৫ জন কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা ওই অ্যাপের মাধ্যমে প্রতি সপ্তাহে হালনাগাদ করা হচ্ছে
সরকারের তরফ থেকে আর্মি পোকা নিয়ন্ত্রণ ও দমনে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে
আগামী ২৭ ফেব্রুয়ারি ১৯ সদস্যের ওই কমিটি পোকার আক্রমণ ও নিয়ন্ত্রণের অবস্থা নিয়ে সভা করবে
এখন থেকেই সারা দেশে কৃষকের কাছে ওই পোকা দমনে ফেরোমন ফাঁদ দেওয়া হচ্ছে
এ বিষয়ে কৃষকের প্রশিক্ষণও দেওয়া শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
আর্মি পোকা এক রাতের মধ্যে সব ফসল খেয়ে ফেলতে পারে
ফেরোমন ফাঁদ ও পানির ফাঁদ দিয়ে পোকাটি দমন করা যায়
আফ্রিকার ১২টি দেশে আর্মি পোকার কারণে বার্ষিক প্রায় ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন ভুট্টার ক্ষতি হয়
জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্মি পোকা নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রধান মো. আবদুর রৌফ প্রথম আলোকে বলেন, 'তাপমাত্রা কম থাকায় এখন ওই পোকার আক্রমণ কম
তবে ফেব্রুয়ারি ও মার্চ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি
ওই সময়ে তাপমাত্রা বেড়ে গিয়ে ওই পোকার আক্রমণ বেড়ে যেতে পারে
সে জন্য আমরা কৃষককে সচেতন ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ফেরোমন ফাঁদ দেওয়া শুরু করেছি
' বিশ্বের যেসব দেশে এই পোকা আক্রমণ করেছে, সেখানে ফসলের মারাত্মক ক্ষতি করেছে বলে উল্লেখ করেন আবদুর রৌফ
ভুট্টাখেতে নতুন পোকার আক্রমণ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পোকা দমনে দেশের প্রতিটি জেলার প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিশেষ সতর্ক বার্তা
পাঠানো হয়েছে
তাতে বলা হয়েছে, ফসলের জন্য মারাত্মক ওই পোকা এক রাতের মধ্যে একটি জমির পুরো ফসল খেয়ে শেষ করে দিতে পারে
ফলে পোকাটি দেখামাত্র স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ফেরোমন ফাঁদ ও পানির ফাঁদ দিয়ে পোকাটি দমনের উদ্যোগ নিতে হবে
এফএওর হিসাবে, বিশ্বজুড়ে ৮০টি ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকর আর্মি পোকা বাংলাদেশে ২০১৮ সালে প্রথম দেখা যায়
আর্মি পোকা খাবার উৎপাদনে মারাত্মক ক্ষতি করতে পারে
আফ্রিকার ১২টি দেশে আর্মি পোকার কারণে বার্ষিক প্রায় ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন ভুট্টার ক্ষতি হয় এবং ২০১৭ সালে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত দেশে দুর্ভিক্ষ দেখা দেয়
আফ্রিকার দরিদ্র দেশ বুরুন্ডি, রুয়ান্ডা, ইথিওপিয়া ও কেনিয়ায় ওই পোকার আক্রমণে ভুট্টা ও অন্যান্য দানাদার ফসলের ব্যাপক ক্ষতি হয়
ফলে দেশগুলোতে খাদ্যসংকট দেখা দেয়
বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন বলেন, 'আর্মি পোকা বাংলাদেশজুড়ে অনেক প্রান্তিক কৃষকের জীবন-জীবিকা হুমকিতে ফেলেছে
বিপজ্জনক বৃদ্ধি রোধ করতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার
প্রাদুর্ভাবের বিস্তার রোধে সরকারের সঙ্গে আমাদের সমগ্র উন্নয়ন সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে
এই মুহূর্তে আমাদের যা কিছু আছে, তাই নিয়ে মোকাবিলা করতে হবে
আক্রমণখেতনতুন পোকাপোকাপ্রথম আলোভুট্টাভুট্টাখেত
পরের সংবাদ
আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত, প্রতি কেজি মাত্র দশ রুপিতে বিক্রি
এই সংবাদটি না পড়লে মিস করবেন!
তীব্র শীতে মধ্যাঞ্চলের কৃষকের মাথায় হাত
আপনার জন্য নির্বাচিত সংবাদ
ফুলকপির মজাদার রেসিপি
ওজন নিয়ন্ত্রণে ফুলকপির ভাত
উপকারী ফুলকপির পাঁচ পদ
ছোলার ফলছিদ্রকারী পোকা
গমের উড়চুঙ্গা পোকা
পেঁপের সাদা মাছি পোকা
আসছে পিঠাপুলির দিন
শিশুর অতিরিক্ত প্রস্রাব
কত্ত ফুলের গল্প বলে যাই
মহাকাশে প্রথম মরিচ ফলালেন নভোচারীরা, বানালেন মেক্সিকান এক পদ
মন্তব্য করুন
অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন
.
শতবর্ষী তেজপাতা গাছ চাষের সহজতম উপায়
নিজস্ব প্রতিনিধি
রান্নায় তেজপাতা না হলে রান্না যেন ঠিক জমে না
মাংস অথবা ঘুঘনি- তেজপাতার ব্যবহারে এই পদগুলির স্বাদই যায় খুলে
ওষধি হিসাবেও তেজপাতার বহুল জনপ্রিয়তা রয়েছে
মুখের অরুচি দূর করা থেকে শুরু করে, মাড়ির ক্ষত সারাতে এবং চর্মরোগ নিবারণেও এর গুরুত্ব অপরিসীম
প্রসাধনী দ্রব্য বানাতেও তেজপাতার গুরুত্ব অপরিসীম
তেজপাতা গাছের বাকল থেকে সুগন্ধি তেল ও সাবানও তৈরি হয়
বহু কৃষক অধিক লাভের আশায় বর্তমানে তেজপাতার চাষ করছেন
বাজারে প্রচুর পরিমানে তেজপাতার চাহিদা থাকায়, এই চাষে লাভ বৈকি ক্ষতি হয় না
অল্প বিনিয়োগে প্রচুর টাকা আয় করা যায় বলে তেজপাতা চাষে কৃষকরা বহুল পরিমানে আয় করছেন
জলবায়ু ()
বেলে দো-আঁশ মাটি তেজপাতা চাষের পক্ষে আদর্শ
তেজপাতার যেখানে চাষ হবে সেই জমি অবশ্যই উঁচু হতে হবে
বেলে দোআঁশ ছাড়াও প্রায় সবধরনের মাটিতেই তেজপাতার চাষ করা যায়
বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যবর্তী সময় তেজপাতা চাষের জন্য আদর্শ
চারা রোপন ()
জমিতে মাদা করে চারা রোপন করা উচিত
জমিতে যখন ছায়া অবস্থান করবে সেইসময় তেজপাতার চারা লাগানোর উপযুক্ত সময়
চারা রোপন সবসময় সোজা ভাবে করা উচিত
চারা যদি মারা যায় তাহলে সেই চারা সরিয়ে নতুন করে চারা লাগানো উচিত
মূলত বীজ থেকে তেজপাতার চারা তৈরী হয়
তেজপাতার চারা লাগানোর পর সেই অঞ্চলে ছায়ার ব্যবস্থা করা উচিত
প্রয়োজন হলে সেখানে বড় গাছ লাগানো উচিত
জমিতে জল সেচ চারা লাগানোর পর অবশ্য কর্তব্য
সার প্রয়োগ ()
জমিতে উপযুক্ত পরিমানে সার প্রয়োগ হলে তেজপাতার ফলনও স্বাভাবিক ভাবে বৃদ্ধি পাবে
জমিতে ৫০ কেজি গোবর সার, ইউরিয়া ১৫০ গ্রাম, টিএসপি ১৫০ গ্রাম, এমওপি ১৫০ গ্রাম প্রয়োগ করতে হবে
এছাড়াও চারা যখন পোঁতা হবে সেই সময় প্রত্যেকটা মাদায় ১০০ গ্রাম টিএসপি এবং ১০ গ্রাম ছাই দেওয়া উচিত
সেচ ()
শুখা মরসুমে জমিতে পর্যাপ্ত পরিমানে জল সেচ দিতে হবে
জলের অভাবে যাতে গাছ না মারা যায় তার দিকে খেয়াল রাখতে হবে
জল নিকাশের পর্যাপ্ত বন্দোবস্ত রাখা উচিত
আগাছা দমন ( )
তেজপাতার জমিতে আগাছা হলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে
আগাছা গাছের পুষ্টি নষ্ট করে দিতে পারে, তারজন্যই আগাছা দেখা দিলে এই ব্যবস্থা নেওয়া উচিত
কোনও তেজপাতা গাছ ৮ থেকে ৯ বছর হলে তা কেটে ফেলা উচিত