content
stringlengths
1
63.8k
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় আজ বৃহস্পতিবার রাতের টিফিন খেয়ে একটি পোশাক কারখানার ৫০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকেরা।সফিপুর মডার্ন হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা (শ্রমিকেরা) অসুস্থ হয়ে পড়েছেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসুস্থদের চিকিত্সা দেওয়া হয়েছে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার সেজাদ সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের আজ রাত সাড়ে সাতটার দিকে টিফিন দেওয়া হয়। টিফিনে ছিল ডিম, রুটি, পেটিস ও কলা। টিফিন খেয়ে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন। ওই টিফিন খাওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিকের বমি ও পেট ব্যথা শুরু হয়। এরপর ধীরে ধীরে পুরো কারখানার শ্রমিকেরা অসুস্থ হতে থাকে। অনেকেই কারখানার মেঝেতে ঢলে পড়ে। এতে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত যানবাহনের ব্যবস্থা করে তাদের সফিপুর জেনারেল হাসপাতাল, সফিপুর মডার্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। বাসি পচা খাবার দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে ও খাবার সরবরাহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়।সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি শ্রমিক জাকির হোসেন ও আসমা আক্তার বলেন, টিফিন খাওয়ার সময় ডিম ও কেক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ কারণে অনেকেই ওই খাবার খায়নি। তবে বেশির ভাগ শ্রমিকই ওই খাবার খেয়েছে।কারখানার সহকারী উত্পাদন কর্মকর্তা (এপিএম) বছির উদ্দিন বলেন, টিফিনগুলি যে ঠিকাদারি প্রতিষ্ঠান কারখানায় সরবরাহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে খাদ্য সরবরাহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এবারের উইম্বলডনটা স্মরণীয় করে রাখার মিশনেই যেন নেমেছেন সাবিনা লিসিকি। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শুরু করেছিলেন স্বপ্নযাত্রা। কোয়ার্টার ফাইনালে কাইয়া কানেপিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি। তবে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখেই পড়তে হয়েছিল লিসিকিকে। র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা আগ্নিয়েস্কা রাদভানস্কাই ছিলেন আজকের ম্যাচের ফেবারিট। কিন্তু অঘটনের উইম্বলডনে উল্টোটাই ঘটবে, এটাই যেন স্বাভাবিক। হলোই তা-ই। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ৬-৪, ২-৬, ৯-৭ গেমের জয় দিয়ে লিসিকি প্রথমবারের মতো পা রাখলেন উইম্বলডনের ফাইনালে।প্রথম সেটে ৬-৪ গেমের জয় দিয়ে শুরুটা দারুণভাবে করেছিলেন জার্মান তারকা লিসিকি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান রাদভানস্কা। খেলায় সমতা ফেরান ২-৬ গেমের জয় দিয়ে। ফলাফল নির্ধারণী তৃতীয় সেটের শুরুতেও বেশ খানিকটা সময় এগিয়ে ছিলেন রাদভানস্কা। কিন্তু ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর যেন মরিয়া হয়ে ওঠেন লিসিকি। ঘুরে দাঁড়াতে থাকেন নাটকীয়ভাবে। দুই ঘণ্টা ১৮ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শেষ হাসিটাও হেসেছেন ২৩ বছর বয়সী লিসিকি।উইম্বলডনের অপর সেমিফাইনালে মারিওন বারতোলি অনায়াসেই হারিয়েছেন বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনসকে। ৬-১, ৬-২ গেমের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন বারতোলি।শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে আগামী শনিবার মুখোমুখি হবেন বারতোলি ও লিসিকি।— রয়টার্স
জাতীয় সংসদে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া ভাষণে ভারত সম্পর্কে আনা নানা অভিযোগের জবাব দিয়েছে দেশটি। ভারতের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত জবাব খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ সৌজন্য সাক্ষাত্ করেন। সেখানে তিনি খালেদা জিয়ার কাছে ভারতের জবাব সম্বলিত একটি চিঠি দেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাত্ শেষে রিয়াজ রহমান গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রথম আলো ডটকমকে একথা বলেন। তিনি জানান, এ ধরনের একটি চিঠি ভারতের পক্ষ থেকে সরকারকেও দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন ভারতের হাইকমিশনারকে বলেন, ‘আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতে পারছি না। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হচ্ছিল না।’ গত ২৯ জুন সংসদে দেওয়া ভাষণে খালেদা জিয়া নারায়ণগঞ্জের কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য বাংলাদেশকে না জানিয়ে ভারতের দরপত্র আহ্বান, তিস্তা চুক্তি না হওয়া, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সীমান্তে অব্যাহত বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগ তুলে ধরেন। আজ খালেদাকে দেওয়া চিঠিতে এ সংক্রান্ত বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়। এই বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝির অবসানের জন্য ভারতের পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়েছে বলে পঙ্কজ সরণ খালেদা জিয়াকে জানান।রিয়াজ রহমান প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়ে আরও বলেন, ‘বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।’ তিনি বলেন, চার সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, এর মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং এটাই তারা চায়। এ সময় পঙ্কজ সরণ খালেদা জিয়াকে বলেন, ‘আপনারা তো সিটি করপোরেশন নির্বাচনে জিতেছেন।’ এর জবাবে খালেদা জিয়া বলেন, ‘চার সিটিতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীরা আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হতো।’দুটি দেশের পারষ্পারিক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খালেদা জিয়াকে ভারতের হাইকমিশনার বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ভারতও তাই চায়। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ভারত চায় দুটি দেশের জনগনের মধ্যে সম্পর্ক গড়ে উঠুক।বৈঠকে ভারতের হাইকমিশনার তাঁর দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের একটি অভিনন্দনপত্র বিএনপি চেয়ারপারসনকে দেন। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় দু:খপ্রকাশ করে খালেদা জিয়া চিঠি দেওয়ার মনমোহন এই পত্র দেন।
সহজ পাসওয়ার্ডের কারণে অনলাইন অ্যাকাউন্ট সহজেই হ্যাক হয়ে যেতে পারে। জটিল পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর। তবে জটিল পাসওয়ার্ড মনে রাখার কষ্টের দিন হয়তো ফুরাল। পাসওয়ার্ড সহজে মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে বিকল্প অনেক উপায় নিয়ে কাজ করছেন গবেষকেরা।  দীর্ঘদিন ধরেই কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইনে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। তবে বসে নেই হ্যাকাররাও। সম্প্রতি এক ঘণ্টার মধ্যেই জটিল ১৬ অক্ষরের পাসওয়ার্ড নিরাপত্তা ভেঙে দেখিয়েছেন একদল হ্যাকার।  প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, কম শক্তিশালী কম্পিউটার ব্যবহার করেও খুব সহজেই পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারেন হ্যাকাররা। হ্যাকারদের তৈরি সফটওয়্যার দ্রুত ও সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ডগুলো ভেঙে ফেলে। একে ফোর্স অ্যাটাক বলে। আবার পাসওয়ার্ড চুরি করে সেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য চুরি করে নেওয়াকে ফিশিং অ্যাটাক বলে। এ ছাড়া ডিকশনারি অ্যাটাক বা সহজে অনুমান করা যায় এমন শব্দনির্ভর পাসওয়াার্ডগুলো দিয়েও আাাক্রমণ করে হ্যাকাররা। গবেষকেরা জানিয়েছেন, ফিশিং অ্যাটাক, ফোর্স অ্যাটাক ও ডিকশনারি অ্যাটাকের মাধ্যমেই অনেক পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। আর বিশ্বব্যাপি এ ধরনের আক্রমণ বাড়ছে।  পাসওয়ার্ডের বিকল্প হচ্ছে উলকি, পিল যাঁদের পক্ষে পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর তাঁদের জন্য তৈরি হতে যাচ্ছে বিশেষ ধরনের ইলেকট্রনিক উলকি আর পিল। এ উলকি শরীরে লাগিয়ে রাখতে পারবেন বা বিশেষ পিল সেবন করলে এগুলো পাসওয়ার্ড হিসেবেই কাজ করবে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই পাসওয়ার্ডের বিকল্প ব্যবস্থাগুলো জনপ্রিয়তা পাবে। সম্প্রতি গুগলের অধীনস্থ মটোরোলা এক ধরনের ইলেকট্রনিক ট্যাটু বা উলকি আর বিশেষ ধরনের পিল উদ্ভাবনের ঘোষণা দিয়েছে। মটোরোলার ‘মটো এক্স’ নামের নতুন একটি স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে শরীরে লাগানো বিশেষ এ উলকি ব্যবহূত হতে পারে। মটোরোলার গবেষকেদের তৈরি বিশেষ এ উলকি ত্বকের ওপর আঁঁঁকা এক ধরনের সার্কিটের মতো। এতে কোনো ব্যাটারির প্রয়োজন পড়ে না। স্মার্টফোনের সঙ্গে থাকা বিশেষ উলকি শনাক্তকরণ প্রযুক্তি এ উলকি শনাক্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডি১১ সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড জানিয়েছিলেন, স্মার্টফোন ব্যবহারকারীকে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্ত রাখতে বিশেষ ট্যাটু ও বিশেষ ধরনের পিল নিয়ে কাজ করছে মটোরোলা। উলকি ব্যবহারকারীর শরীরের কাছে স্মার্টফোনটি নিয়ে গেলেই ব্যবহারকারীকে শনাক্ত করতে পারবে মটোরোলা তৈরি স্মার্টফোন। ম্যাসাচুসেটস-ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠান ‘এমসি১০’ বিশেষ ধরনের এ উলকি উদ্ভাবন করেছে। ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়াও এ ধরনের ইলেকট্রনিক উলকি প্রযুক্তিটি নিয়ে কাজ করছে। ইলেকট্রনিক উলকির পাশাপাশি বিশেষ ধরনের ইলেকট্রনিক পিল বা বড়ি তৈরিতেও কাজ করছে মটোরোলা। এ পিলটি খেলে মানুষের শরীর থেকে বিশেষ তরঙ্গ নির্গত হবে যা শনাক্ত করতে পারবে স্মার্টফোন। এ পিল শরীরের জন্য ক্ষতিকারক হবে না। গবেষকেরা জানিয়েছেন ‘ই-ট্যাটু’ ও ‘পিল’ প্রযুক্তি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। পাসওয়ার্ডের বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি মোবাইল ফোনের জন্য পাসওয়ার্ড ব্যবস্থা নিয়ে চলছে নানা গবেষণা। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের নিরাপত্তার খাতিরে পাসওয়ার্ড ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। প্রচলিত সংখ্যা পদ্ধতির পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে গবেষকেরা ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপকে স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে কাজ করছেন। অ্যাপল, গুগল, স্যামসাংয়ের মত প্রতিষ্ঠানগুলো বায়োমেট্রিক পাসওয়ার্ড ব্যবস্থা নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, অ্যাপল কর্তৃপক্ষ নতুন পাসওয়ার্ড ব্যবস্থাযুক্ত একটি আইফোন বাজারে আনবে যা ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে পারবে। স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আনতে ২০১২ সালে অথেনটেক নামের একটি প্রতিষ্ঠান কিনেছে অ্যাপল। আইফোন ৫এস-এ এই প্রযুক্তিটি যুক্ত করতে পারে অ্যাপল। অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখন চোখের আইরিশ স্ক্যান ও কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তিকে পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে পরিচিত করতে কাজ করছে। ১৪ মার্চ নিউইয়র্কে স্যামসাংয়ের ঘোষণা দেওয়া গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটিতে ফেস রিকগনিশন প্রযুক্তিটি আরও উন্নত করা হয়েছে যা স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তিটি নিয়ে অ্যাপল ও স্যামসাং নিজ নিজ গবেষণা আরও উন্নত করছে বলে জানা গেছে। পাসওয়ার্ড তালা-চাবি অনেকের জন্যই একাধিক পাসওয়ার্ড মনে রাখার বিষয়টি কষ্টের। আবার পাসওয়ার্ড জটিল হওয়াটা দরকারী। এ কষ্ট লাঘব করতে পাসওয়ার্ডের বিকল্প নিয়ে মাথা ঘামিয়েছে বিশ্বের শীর্ষ অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। গুগল উদ্ভাবিত নতুন পদ্ধতিতে ইউএসবি কি বা চাবি, মুঠোফোন এমনকি গয়না বা অলংকারের মতো বস্তুগুলোকেও কম্পিউটারের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যে কোনো ইউএসবি ড্রাইভের সঙ্গে এই কি বা চাবি জুড়ে দেওয়া যাবে এবং পাসওয়ার্ডের বিকল্প হিসেবে তা ব্যবহার করা যাবে। ডেস্কটপ বা ল্যাপটপে এ ইউএসবি চাবিটি জুড়ে দিলেই তা পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। ইউএসবি চাবিটি পড়ে গেলে বা পানিতে ডুবিয়ে রাখলেও এর কোনো ক্ষতি হবে না। পাসওয়ার্ড ব্যবস্থা উন্নত হলে ওয়েবসাইট, স্মার্টফোন অ্যাপ্লিকেশনেও তা ব্যবহার করা যাবে বলেও নির্মাতারা আশা করছেন। ফিডো পাসওয়ার্ড সুরক্ষায় এবং প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থা বিকল্প ব্যবস্থা তৈরিতে পেপল, গুগল ও কম্পিউটার নির্মাতা লেনোভো মিলে ‘ফাস্ট আইডেনটিটি অনলাইন’ বা ফিডো নামের একটি জোট তৈরি করেছে। প্রচলিত পাসওয়ার্ডের ওপর নির্ভরতা কমাতে কাজ করছে এ জোট। ফিডো থেকে নতুন যে পাসওয়ার্ড ব্যবস্থা আসবে তা এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। পাসওয়ার্ড সতর্কতা অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই কী পাসওয়ার্ড দেওয়া যায়, তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ব্যবহারকারীর মনে রাখা তত সহজ হবে এবং হ্যাকার বা পাসওয়ার্ড-চোরদের জন্য তা অনুমান করা কঠিন হবে। পাসওয়ার্ড হিসেবে হয়তো কেউ বসান মোবাইল নম্বর, কেউ লেখেন আইলাভইউ আবার কেউ বা বসান জন্মদিনের সংখ্যা। কেউ ব্যবহার করেন ‘পাসওয়ার্ড’ শব্দটিকেই আবার কেউ লেখেন ১২৩৪৫৬। পাসওয়ার্ড দিতে হবে বলেই যে কেবল একটি মাত্র শব্দ বা কয়েকটি সহজ সংখ্যা বসিয়েই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে ভাবছেন, তাহলে কিন্তু ভুল করবেন। সম্ভব হলে কয়েকটি শব্দ ব্যবহার করে একটি বাক্যাংশ বা একটি পুরো বাক্যকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, আপনার স্মরণীয় কোনো বাক্যের সঙ্গে ছোট-বড় অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে জটিল একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। পাসওয়ার্ডটি মুখস্থ রাখুন। পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট। পাসওয়ার্ড নিয়ে পরামর্শ ১. দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির বিষয়টি অনেক সহজভাবে করা সম্ভব। এটা সহজ কোনো বাক্যের অংশবিশেষ বা পুরো বাক্যটি হতে পারে। তবে এ ক্ষেত্রে বাক্যের পরিবর্তে আপনি সংখ্যা ব্যবহার করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে যেভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন তা যেন সহজে মনে থাকে কিন্তু অন্য কেউ সহজে তা অনুমান করতে না পারে। ২. যেখানে সেখানে পাসওয়ার্ড দেবেন না বা অপরিচিত ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন না। ৩. সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। ৪. দীর্ঘ বাক্যে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। ৫. পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ করুন। ৬. কম্পিউটার, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও আর্থিক লেনদেনের সময় পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অ্যাকাউন্ট লগআউট ঠিকমতো হয়েছে কি না, পরীক্ষা করুন। সাইবার-ক্যাফেতে ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ৭. পাসওয়ার্ড মূল্যবান তথ্য প্রতিরক্ষা করে। এটা আপনার ডিজিটাল সম্পদ। আপনার পাসওয়ার্ড রক্ষার জন্য সচেতন থাকুন। সব ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে পাসওয়ার্ড নির্বাচন করুন। মনে রাখুন এবং সুরক্ষিত স্থানে সংরক্ষণ করে রাখুন।
কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস অ্যাঙ্গেলবার্ট ২ জুলাই ৮৮ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মারা গেছেন। তাঁর মেয়ে ক্রিস্টিনা এক ই-মেইল বার্তায় অ্যাঙ্গেলবার্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। অ্যাঙ্গেলবার্ট ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ওরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একজন রাডার টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। ১৯৬৩ সালে কম্পিউটারের জন্য বিশ্বের প্রথম মাউসটি তৈরি করেন অ্যাঙ্গেলবার্ট। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এটি তৈরি করেন তিনি। প্রথম সেই মাউসটির আকার আজকের পরিচিত মাউসের মতো ছিল না। বরং এটি তৈরি করা হয়েছিল একটি বক্সের মধ্যে। আর এর সঙ্গে ছিল কোনো তলে কাজ করার জন্য বিশেষ চাকা। আকারেও এটি ছিল বর্তমান মাউসগুলোর তুলনায় বেশ খানিকটা বড়।
গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের বড় ধরনের ত্রুটির খোঁজ পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ব্লুবক্সের গবেষকেরা। গবেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েডের দুর্বলতা বা বাগ হিসেবে একটি ‘মাস্টার কী’-এর খোঁজ পেয়েছেন তাঁরা। এ সফটওয়্যার ত্রুটির কারণে সাইবার অপরাধীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তথ্য চুরি করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। গবেষকেদের দাবি, অ্যান্ড্রয়েড সফটওয়্যারের এই ত্রুটি ২০০৯ সালের পর থেকে উন্মুক্ত সব সংস্করণেই রয়েছে। ক্রিপটোগ্রাফিক ভেরিফিকেশন প্রক্রিয়ার দুর্বলতার কারণেই অ্যান্ড্রয়েডে অতিরিক্ত ম্যালওয়্যারের আক্রমণ দেখা যায়। ক্রিপটোগ্রাফিক ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন পরীক্ষা করে দেখা হয়।  চলতি বছরের আগস্ট মাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাক হ্যাকারস সম্মেলনে অ্যান্ড্রয়েডের এ ত্রুটির বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন গবেষকেরা। অ্যান্ড্রয়েডের সফটওয়্যার ত্রুটির বিষয়ে গুগল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা বন্ধ হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জিএসপি-সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নবগঠিত নারায়ণপুর পৌরসভার কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ‘ওয়াশিংটন টাইমস’-এ বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লেখা নিবন্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে তিনি (খালেদা) দুষ্টু কথা বলেছেন। কোনো নেত্রী যদি দেশের উন্নয়ন বা মঙ্গল চান, তাহলে এ ধরনের কথা বলতে পারেন না। নিন্দাসূচক কথা বলে তিনি দেশের অমঙ্গল করেছেন।’ কিশোরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, নৌকা প্রতীকে ভোট হলেই আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। কিশোরগঞ্জের উপনির্বাচনই তার প্রমাণ। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে হস্তক্ষেপ করিনি, তাই চার সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। কাজেই চার সিটি নির্বাচনে আমাদের যে পরাজয়ের কথা বলা হয়েছে, তাতে আমরা পরাজিত হইনি।’ নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সাংসদ এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন প্রমুখ।এর আগে মন্ত্রী নারায়ণপুর ডিগ্রি কলেজের আইসিটি ল্যাব ও বৃক্ষরোপণ কর্মসূচি, বিদ্যুত্ সরবরাহ লাইনের উদ্বোধন এবং কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।
১১টি বিমা কোম্পানিকে লাইসেন্সের অনুমোদন দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আরডিআরএ)। আজ বৃহস্পতিবার এই লাইসেন্সগুলো দিয়ে সংশ্লিষ্ট কোম্পানির কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।যেসব কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়াল লাইফ, চার্টাড লাইফ, তাইয়ো সামিট লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, দেশ লাইফ, জেনিথ লাইফ, মার্কেন্টাইল ইসলামি লাইফ, প্রটেকটিভ লাইফ। এ ছাড়া আরও যে দুটি বিমা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো হলো, নন লাইফ সিকদার ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।
ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলেটে সিএনজি স্টেশনের এক মালিক লাঞ্ছিত ও হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি স্টেশন মালিক সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিএনজি স্টেশন মালিক সমিতির মহাসচিব সাজেদুল ইসলাম চৌধুরী প্রথম আলো ডটকমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেটে আমাদের সহকর্মী এক সিএনজি স্টেশন মালিককে ওই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত ও হয়রানি করেছেন। তাঁর স্টেশনে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর প্রতি একাত্মতা জানাতে আমরা সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করেছি।’
একক-মিশ্র অ্যালবামে অনেক গানই করেছেন বাপ্পা মজুমদার ও মমতাজ। পাশাপাশি গেয়েছেন চলচ্চিত্রের গানও। সবগুলো গানই প্রকাশিত হয়েছে অডিও সিডি ও ভিসিডি আকারে। এবারই প্রথম একটি চলচ্চিত্রের সবগুলো গানের সংগীত পরিচালনা করলেন বাপ্পা মজুমদার। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ছবিটির নাম ‘সত্তা’। আর এ ছবিটিতে বাপ্পার সুর ও সংগীত পরিচালনায় মমতাজের গাওয়া গানটি ডিজিটালি প্রকাশ করা হয়েছে। এটি বাপ্পার সুরে গাওয়া মমতাজের প্রথম কোনো গান। ১ জুলাই থেকে ছবিটির গানটি মাশরুম এন্টারটেইনমেন্টের ব্যানারে (http://bappamazumder.bandcamp.com) এ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।ডিজিটালি গান প্রকাশ করার কারণ প্রসঙ্গে বাপ্পা মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘অডিও সিডিতে এখন বেশির ভাগ ক্ষেত্রে পাইরেসির দোহাই দেওয়া হয়। ডিজিটালি গান প্রকাশের ভাবনাটা আমাদের দেশে নতুন হলেও কিন্তু খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। আর তাই ডিজিটাল গান প্রকাশের সিদ্ধান্তটা নিতে হয়েছে। ডিজিটালি গান প্রকাশের এই ভাবনাটাকে সবাই বেশ স্বাগত জানিয়েছে। গত কয়েক দিনে ফেসবুকসহ নানা মাধ্যমে গানটি শুনে সবার যে মন্তব্য জানাতে পারছি, তাতে আমি মুগ্ধ।’বাপ্পা এও জানান, কয়েক বছর ধরে অডিও অ্যালবামের গান ডিজিটালি প্রকাশ করা হলেও চলচ্চিত্রের গান এবারই প্রথম প্রকাশিত হয়েছে। আপাতত একটি গান প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে ছবিটির অন্য সব গানও ডিজিটালি প্রকাশ করা হবে। ‘সত্তা’ ছবির গান ওয়েবসাইটে প্রকাশ প্রসঙ্গে পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘ছবিটির অডিও অংশের পুরো বিষয়টির পরিকল্পনায় আছেন বাপ্পা মজুমদার। তাঁর কাছে “সত্তা” ছবির গানটি ডিজিটালি প্রকাশের ভাবনাটা শুনে আমারও ভালো লাগে। গত কয়েক দিনে গানটির যে পরিমাণ সাড়া পাচ্ছি তাতে অভিভূত। মনে হচ্ছে বাপ্পা মজুমদার সময়োপযোগী সিদ্ধান্তই নিয়েছেন।’ রেইনড্রপ মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ‘সত্তা’ ছবির শুটিং ঈদের পরই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন পরিচালক। ছবিটিতে দেশের ও দেশের বাইরের অভিনয়শিল্পীদের কাজ করার কথা রয়েছে। ‘সত্তা’ ছবির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, কনা, মিলা, আনুশেহ, পান্থ কানাই ও রানা। আর গানগুলোর কথা লিখেছেন হাসিবুর রেজা কল্লোল, শাহান কবন্ধ ও রানা। এদিকে, সম্প্রতি বাপ্পা অটিস্টিক বাচ্চাদের জন্য একটি গান তৈরি করেছেন। বাপ্পার সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাঁচজন শিশুশিল্পী। এ ছাড়া বাপ্পা এখন ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’ অ্যালবামের গান তৈরির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’ অ্যালবামে বিভিন্ন সময়ে বাপ্পার প্রকাশিত একক অ্যালবামের গানগুলো স্থান পাবে বলে জানা গেছে। থাকবে একটি নতুন গান এবং একটি গানের ইন্সট্রুমন্টাল ভার্সন।  মমতাজ-বাপ্পার অডিও গানটি শুনতে ক্লিককরুন
বিচ্ছেদের এক বছর পরও কেটি হোমসকে ভুলতে পারছেন না ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ। আর তাই তো সম্প্রতি তিনি সাবেক স্ত্রীকে আবেগঘন এক চিঠি লিখেছেন পুনর্মিলনের আশাবাদ ব্যক্ত করে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে কনট্যাক্টমিউজিক জানিয়েছে, কেটির বিচ্ছেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের জুলাইয়ে পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন কেটি ও ক্রুজ। দেখতে দেখতে বছর ঘুরে আবার জুলাই মাস এসে গেছে। কেটিকে কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছেন না ক্রুজ। তিনি উপলব্ধি করেছেন, আজীবন কেটিকে ভালোবেসে যাওয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ খোলা নেই।হঠাৎ করেই গত বছর ক্রুজের ৫০তম জন্মদিনের কয়েকদিন আগে তাঁকে ছেড়ে চলে যান কেটি। ওই ঘটনায় কেবল ক্রুজই অবাক হননি, অবাক হয়েছিল পুরো বিশ্ব। শুরুতে কেটির ওপর ক্ষুব্ধ হলেও দিনের পর দিন ক্রুজ ভেবেছেন কেন তাঁকে ছেড়ে চলে গেলেন কেটি। শেষ পর্যন্ত কেটির সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ অনুধাবন করতে পেরেছেন ক্রুজ।কেটির ওপর থেকে রাগ ও অভিমান পুরোপুরি সরাতে দীর্ঘ সময় লেগেছে ক্রুজের। গত মার্চে তাঁদের পুনর্মিলনের চেষ্টা করেছিলেন মধ্যস্থতাকারীরা। কিন্তু কোনো লাভ হয়নি। সেই থেকে কথা বন্ধ রয়েছে সাবেক এ তারকা দম্পতির মধ্যে।কিন্তু ক্রুজ যেকোনো উপায়ে কেটিকে ফিরে পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। কেটি তাঁর জীবনে ফিরে না এলেও অন্তত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন—এমনটাই প্রত্যাশা তাঁর। একমাত্র মেয়ে সাত বছর বয়সী সুরির মুখের দিকে তাকিয়ে সব ভুলে আবার ফিরে আশার কথা জানিয়েই সম্প্রতি কেটিকে চিঠি লিখেছেন ক্রুজ।
বিগহার্ট লাভার বয়’ সালমান খানের টানে নিজ দেশ ছেড়ে ভারতে এসেছেন রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুর। কয়েক মাস ধরে ভারতে অবস্থান করছেন স্বর্ণকেশী এ সুন্দরী। সম্প্রতি এক খবরে ‘মিড-ডে’ জানিয়েছে, বান্দ্রার কার্টার রোডের একটি অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার থাকার ব্যবস্থা করেছেন সালমান।মুম্বাইয়ের গ্যালাক্সি হাইটস অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে বসবাস করতেন সালমান। মাস তিনেক আগে অ্যাপার্টমেন্টটির সংস্কারকাজ শুরু হওয়ার পর বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে থাকা শুরু করেন সালমান। সম্প্রতি তিনি একই অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার থাকার ব্যবস্থা করেছেন।এখন পর্যন্ত বেশ কয়েকজন সহ-অভিনেত্রী ও বিদেশিনির প্রেমে মজে খবরের শিরোনাম হয়েছেন সালমান খান। তাঁর প্রেমিকার দীর্ঘ তালিকায় সর্বশেষ সংযোজন রোমানিয়ার প্রতিষ্ঠিত টিভি সঞ্চালক ও অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চুর।বরাবরই সালমান তাঁর প্রেমিকাদের নানা সুযোগ-সুবিধা দিয়ে এসেছেন। প্রভাবশালী এ তারকার হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত এক বাড়িতে ক্যাটরিনার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন খান সাহেব। আর এবার নিজের বাড়িতেই ইলুলিয়ার থাকার ব্যবস্থা করলেন তিনি।  বছর দুয়েক আগে একবার বিদেশ সফরে গিয়ে সালমানের সাক্ষাত্ হয়েছিল ইলুলিয়ার সঙ্গে। সেই থেকে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ইলুলিয়ার সঙ্গে এক বছর আগেই অভিসার শুরু করেছিলেন সালমান। তবে যথেষ্ট গোপনীয়তা মেনে চলায় তাঁদের সেই অভিসারের খবর খুব কম মানুষই জানত। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের তকমা হটিয়ে রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান—গত মে মাসের শুরুর দিকে এমন খবরে হইচই পড়ে যায় চারদিকে। সালমান তাঁর নতুন এ প্রেমিকাকে নিয়ে বেশ সিরিয়াস। গোয়ায় ‘মেন্টাল’ ছবির শুটিংয়ের সময় তাঁকে সঙ্গ দেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটান। এ ছাড়া, সম্প্রতি একই ছবির শুটিংয়ের কাজে হায়দরাবাদ শহরে গিয়েছিলেন সালমান। তখন তাঁর সঙ্গে ছিলেন ইলুলিয়া। বিমান থেকে নেমে শুরুতে তাঁরা একসঙ্গেই হাঁটছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আলোকচিত্রীরা তাঁদের ছবি তোলার চেষ্টা করলে বিমানবন্দর থেকে আলাদাভাবে বের হওয়ার সিদ্ধান্ত নেন সালমান। তিনি তাঁর জন্য অপেক্ষমাণ বিলাসবহুল গাড়িতে করে ইলুলিয়াকে স্থানীয় একটি হোটেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে তিনি ভাড়া করা ট্যাক্সি নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। ইলুলিয়া প্রসঙ্গে সালমান মুখ না খুললেও তাঁর সঙ্গ যে ইলুলিয়া দারুণ উপভোগ করছেন তার প্রমাণ পাওয়া যায় গত মে মাসের শেষের দিকে। তখন বেতনের চার হাজার ইউরোর মায়া ত্যাগ করে দুই মাসের অবৈতনিক ছুটি চেয়ে রোমানিয়ার প্রো টিভি চ্যানেল বরাবর দরখাস্ত পাঠিয়েছিলেন ইলুলিয়া। তাঁকে টিভি তারকা হিসেবে ভারতে প্রতিষ্ঠিত করবেন বলেও কথা দিয়েছেন সালমান। সব মিলিয়ে সালমান-ইলুলিয়া প্রেম বেশ ভালোই জমে উঠেছে। তাঁদের এই প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় কি না, তা জানার জন্য সময় আর সালমানের মর্জির ওপর নির্ভর করা ছাড়া আপাতত আর কিছুই করার নেই সালমান-ভক্তদের।
দুর্ঘটনায় আহত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাঈদ বাবু। গতকাল বুধবার হরতালের সময় ধানমন্ডি থেকে উত্তরায় নাটকের শুটিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন তিনি। এতে সাঈদ বাবুর শরীরের বিভিন্ন অংশে বেশ আঘাত পান।প্রথম আলো ডটকমকে সাঈদ বাবু বলেন, ‘পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, গতকাল বুধবার ফজলুর রহমানের  পরিচালনায় ‘চুপিচুপি’ নাটকের শুটিংয়ের শিডিউল ছিল। নাটকটি এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছে। কিন্তু হঠাত্ করে হরতালের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনোভাবেই শুটিং শিডিউল পেছানো সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে হরতালের মধ্যে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। আর হরতালের কারণে বাহন হিসেবে বেছে নিতে হয় সিএনজিচালিত অটোরিকশা। ধানমন্ডি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে উত্তরার পথে এয়ারপোর্ট এলাকা পার হওয়ার পর একজন মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আমাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। এতে আমার কোমর, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।’সাঈদ বাবু এও বলেন, ‘যে দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছি, তা আসলে আল্লাহর রহমত ছাড়া বাঁচা সম্ভব নয়। শুনেছি এ ধরনের দুর্ঘটনায় গাড়িতে আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে বেশি। সবকিছু মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন।’ উল্লেখ্য, ‘খেলা খেলা সারাবেলা’ শিরোনামের নাটকে অভিনয়ের জন্য এবার মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পেয়েছেন। পুরস্কার না পেলেও আজাদ আবুল কালাম ও মোশাররফ করিমের সঙ্গে মনোনয়ন পাওয়ার ব্যাপারটিকে অনেক বড় করে দেখছেন এই অভিনেতা।
নেইমার, নেইমার, নেইমার। এই মুহূর্তে এই ধ্বনিতেই উচ্চকিত ফুটবল বিশ্ব। একের পর এক যেন জাদু দেখিয়ে চলেছেন ব্রাজিলের বিস্ময়-বালক। সাফল্য যেন পোষ মানা বিড়ালের মতো ঘুরঘুর করছে তাঁর পায়ে। কনফেডারেশনস কাপে এতগুলো পুরস্কার জিতেছেন যে সেগুলোর ভার সামলাতেই রীতিমতো হিমশিম খেতে হয়েছে। গোল্ডেন বল, সিলভার বুট, তিনটি ম্যান অব দ্য ম্যাচের ট্রফি। এক আসর থেকে আর কি-ই বা চাওয়া থাকতে পারে ২১ বছর বয়সী স্ট্রাইকারের! দারুণ একটা সময় যে পার করছেন, সেটা অনুমানও করতে হচ্ছে না। কথাটা নিজের মুখেই বলেছেন নেইমার।কনফেডারেশনস কাপে নেইমারের দু-একটি গোল ফুটবলপ্রেমীদের মনে গেঁথে গেছে বেশ ভালোভাবেই। গত পরশু তাঁর আরও একটি গোল হতবাক করে দিয়েছে ফুটবলবিশ্বকে। মেসি ফাউন্ডেশন আয়োজিত এক দাতব্য ম্যাচে ৪৫ গজ দূর থেকে নেওয়া শটে বল জড়িয়েছেন প্রতিপক্ষের জালে। পেরুর লিমায় অনুষ্ঠিত এই ম্যাচ শেষেই নেইমার জানিয়েছেন সাম্প্রতিক সময়ের সাফল্যগুলো নিয়ে তাঁর অনুভূতির কথা, ‘নিজেদের মাটিতে কনফেডারেশনস কাপ জিততে পেরে আমি খুবই সন্তুষ্ট। আর এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা একটা সময়ই আমি পার করছি।’মাত্র ১৭ বছর বয়সে সান্তোসের জার্সি গায়ে পেশাদারি ফুটবল অঙ্গনে পা রেখেছিলেন নেইমার। প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে  বিশ্বের সেরা ক্লাবগুলোর নজরও কেড়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে। তাঁকে নিয়ে বাড়াবাড়িটা যে মোটেই অমূলক ছিল না, সেটার প্রমাণ প্রতিনিয়তই রেখে চলেছেন। ইউরোপিয়ান ফুটবলের আগামী মৌসুমে তাই মেসি-নেইমারের যুগলবন্দি দেখার জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছে ফুটবলবিশ্ব।আগামী ২১ আগস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতেই বার্সেলোনার জার্সি গায়ে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে নেইমারের।
ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলেটে সিএনজি স্টেশনের এক মালিক লাঞ্ছিত ও হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি স্টেশন মালিক সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিএনজি স্টেশন মালিক সমিতির মহাসচিব সাজেদুল ইসলাম চৌধুরী প্রথম আলো ডটকমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেটে আমাদের সহকর্মী এক সিএনজি স্টেশন মালিককে ওই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত ও হয়রানি করেছেন। তাঁর স্টেশনে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর প্রতি একাত্মতা জানাতে আমরা সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করেছি।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন কর্মচারী নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, কমিটির বাকি দুজন সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এফ মাহমুদ ও উপসচিব শহীদুল ইসলাম।মাউশির অধীন দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগপ্রক্রিয়া চলছে। এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে সরকার ‘ভয়াবহ’ চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় ফখরুল এই অভিযোগ করেন। জাসাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ‘তারেক রহমান-আগামীর বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।ফখরুল অভিযোগ করেন, চার সিটি করপোরেশন নির্বাচনের পর সরকারের ‘মাথা খারাপ’ হয়ে গেছে। এখন তারা মরিয়া হয়ে ওঠেছে। গাজীপুর দখলে নেওয়ার জন্য তারা উঠেপড়ে লেগেছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ব্যবহার করে সরকার জনগণের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।বিএনপির মুখপাত্রের অভিযোগ, আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ঢালাওভাবে দলীয় প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য একটি বিশেষ জেলার পুলিশ সদস্যদের আনা হচ্ছে। অর্থের খেলা হচ্ছে বিভিন্নভাবে।মির্জা ফখরুল দাবি করেন, একটি নামকরা বিদেশি সংস্থার জরিপে জনপ্রিয় হিসেবে দেশের তিনজন নেতার নাম উঠে এসেছে।তাঁরা হলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমান জনগণের হূদয়ে স্থান করে নিয়েছেন, এ কারণেই সরকার তাঁকে ভয় পায়।সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ বক্তব্য দেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন চাইলে সেনা মোতায়েন করতে পারে। তবে সেখানে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো ধরনের অবস্থা বিরাজ করছে না। এমনকি ১৮ দল-সমর্থিত প্রার্থীও কোনো অনিয়মের অভিযোগ করেননি।আজ বৃহস্পতিবার তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাত্ করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এ কথা বলেন।তোফায়েল বলেন, গাজীপুরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। কিন্তু আগে থেকে বিএনপির কেন্দ্র থেকে অপপ্রচার চালিয়ে সেই পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘যারা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালায়, তারা কীভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা চায়? সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দেশ-বিদেশে কাজ করছে। সর্বশেষ রানা প্লাজার ঘটনাও তারা মোকাবিলা করেছে। এই সেনাবাহিনী ১৭ দিন পর রেশমাকে উদ্ধার করেছে। অথচ সত্যতা যাচাই না করে তারা (বিএনপি) এখন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ওই সদস্য আরও বলেন, ‘গাজীপুরে ধর্মের অপব্যবহার হচ্ছে। ধর্মের যেন অপব্যবহার না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে আমরা সেখানে গিয়েছিলাম।’এ সময় তোফায়েলের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
থাইল্যান্ডের ফুকেটের কাছে আন্দামান সাগরে এমএইচ হোপ নামের বাংলাদেশের একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ন্যাশনাল নিউজ ব্যুরো অব থাইল্যান্ডে প্রকাশিত খবরে রয়্যাল থাই নেভি জানায়, জাহাজটিতে ১০ জন বাংলাদেশি নাবিক ছিলেন। আজ বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।নাভাল সিভিল অ্যাফেয়ার্সের ক্যাপ্টেন থামাওয়াত মারলাইসুকারিন বলেন, জাহাজটিতে উদ্ধারকাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে ১০ জন বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে।এমএইচ হোপ নামে ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। আন্দামান সাগরে থাইল্যান্ডের ফুকেটের কাছে পৌঁছে ঝড়ের কবলে পড়ে জাহাজটি। এ সময় সাগর ছিল খুবই উত্তাল। সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল ৪ মিটার।  থাইল্যান্ডের নৌবাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (বসুন্ধরা শাখার) এক ছাত্রীকে নির্যাতনের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে আরও একজন সাক্ষ্য দিয়েছেন।আজ বৃহস্পতিবার নির্যাতিতা ছাত্রীর মা এ সাক্ষ্য দেন।সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২২ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান সাক্ষ্য গ্রহণ শেষে এ তারিখ গ্রহণ করেন।এ মামলায় এখন পর্যন্ত নিয়ে চারজন সাক্ষ্য দিলেন।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে ২০১১ সালের ৬ জুলাই শিক্ষক পরিমল জয়ধরকে গ্রেপ্তার করা হয়।
কনফেডারেশনস কাপের শিরোপা জয়টা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলকে। ফাইনালে বিশ্বকাপজয়ী স্পেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর এখন বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের সমর্থকেরা। ফুটবলে ব্রাজিলিয়ান উত্থানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ফিফার র‌্যাঙ্কিংয়েও। পুরো এক বছর পর আবারও শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। ২২ নম্বর থেকে বিশাল এক লাফ দিয়ে চলে এসেছে নয় নম্বরে।গত বছরের জুলাই থেকে শুরু হয়েছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবনমন। স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হচ্ছে না ব্রাজিলকে। এ সময়টায় নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার কারণেই রেটিং পয়েন্ট কম ছিল ব্রাজিলের। গত বছরের জুলাইয়ে পঞ্চম অবস্থান থেকে তারা নেমে গিয়েছিল ১১ নম্বরে। তারপর যত দিন গেছে শুধু নিচের দিকেই নেমেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। শেষ পর্যন্ত গত মাসে অবনমনের নতুন ‘রেকর্ড’ই গড়ে ফেলেছিল ব্রাজিল। স্থান হয়েছিল ২২ নম্বরে। ব্রাজিলের ফুটবল ইতিহাসেই প্রথমবারের মতো সেরা বিশের বাইরে ছিটকে গিয়েছিল তারা। এরপরই কনফেডারেশনস কাপে দারুণভাবে ফিরে আসে লুইস ফেলিপে স্কলারির দল। টানা পাঁচটি ম্যাচ অপরাজিত থেকে জিতে নিয়েছে কনফেডারেশনস কাপ শিরোপা। বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতার এই সাফল্যই আবার শীর্ষ দশে ফিরিয়ে এনেছে ব্রাজিলকে। ফাইনালে ব্রাজিলের কাছে হেরে কনফেডারেশনস কাপের শিরোপাটা অধরা থেকে গেলেও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারাতে হয়নি স্পেনকে। ১৫৩২ পয়েন্ট নিয়ে এখনো অন্যদের ধরাছোঁয়ার বাইরেই আছে লা রোজারা। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ২৫৯। বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে আর্জেন্টিনা ও হল্যান্ড। সূত্র: রয়টার্স।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যবারের মতো এবারের রমজান মাসেও দেশজুড়ে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রমজান মাসে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় ছিনতাই, চাঁদাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এসব পদক্ষেপ নিয়েছে র‌্যাব। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় তিন ধাপে বিশেষ ব্যবস্থা নেবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাস উপলক্ষে ইফতার, তারাবির নামাজ এবং সেহরির সময় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ নজরদারি ও আইন প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ব্যাংকসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় আর্থিক লেনদেন ও পরিবহনে ছিনতাই, ডাকাতি এবং অজ্ঞান পার্টি রোধে বিশেষ নজরদারি করা হবে। দেশের বড় শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে ভ্রাম্যমাণ তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালানো হবে। এসব স্থানে মোটরসাইকেল নিয়ে ও হেঁটে র‌্যাবের দল টহল দেবে। র‌্যাবের পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে। এ ব্যাপারে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, রমজান মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধে তাঁদের অভিযান আরও জোরদার করা হবে। ঈদে ঘরমুখো যাত্রী হয়রানি ও টিকিটের কালোবাজারি ঠেকাতে র‌্যাবের পদক্ষেপের কথা উল্লেখ করেন উইং কমান্ডার হাবিবুর রহমান। এ ব্যাপারে তিনি বলেন, বাস, রেল, লঞ্চ কাউন্টার ও টার্মিনালগুলোয় ঈদের ঘরমুখো মানুষ যেন টিকিট কিনে প্রতারিত না হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাড়ে চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।এ ঘটনায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে আটকা পড়ে। কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পরে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আরিফ রায়হান ওরফে দীপ হত্যার ঘটনার মামলায় ৩০২ ধারা সংযুক্ত করা হয়েছে। এখন থেকে এটি হত্যা চেষ্টা মামলার বদলে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে।আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন দণ্ডবিধি ৩০২ ধারা সংযুক্ত করার আবেদন করলে মহানগর হাকিম আশিকুর রহমান তা মঞ্জুর করেন।আরিফের ওপর হামলার ঘটনায় চকবাজার থানায় তাঁর ভাই বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা করেন। পুলিশ এ ঘটনায় বুয়েটের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেজবাহকে আটক করে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মেজবাহ স্বীকার করেন তিনি হেফাজতে ইসলামের সক্রিয় সমর্থক। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন।নিহত আরিফ বুয়েটের নজরুল ইসলাম হলের একটি কক্ষে থাকতেন। গত ৯ এপ্রিল ওই হলের এক ছাত্র তাঁকে কুপিয়ে দ্রুত পালিয়ে যান। এর পর থেকে তিনি অচেতন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন ছিলেন। গত মঙ্গলবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরিফ বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তিনি বুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে কৃত্রিম ব্যবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুর পর ম্যান্ডেলাকে সমাহিত করা নিয়ে পরিবারের পক্ষ থেকে আদালতে দেওয়া নথিপত্র সূত্রে ম্যান্ডেলার এভাবে বেঁচে থাকার বিষয়টি জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।ম্যান্ডেলার বড় মেয়ে ম্যাকাজিউয়ে গতকাল বুধবার আদালতকে জানান, তাঁর বাবার অবস্থা সংকটাপন্ন। জীবনরক্ষাকারী যন্ত্রের মাধ্যমে শ্বাস নিচ্ছেন তিনি।মৃত্যুর পর ম্যান্ডেলাকে কোথায় সমাহিত করা হবে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছে। এমনকি এই বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে।  সেখানে ম্যান্ডেলার স্ত্রী গ্রাকা ম্যাচেল, বড় মেয়ে ম্যাকাজিউয়ে ম্যান্ডেলা এবং আরও ১৪ জন আত্মীয় কিছু নথিপত্র জমা দিয়েছেন।ওই মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধের জেরে নাতি মান্ডলা তাঁর বাবা ও ম্যান্ডেলার দুই মেয়ের দেহাবশেষ কুনু থেকে সরিয়ে এমজাভো গ্রামে নিয়ে আবার সমাহিত করেন।এদিকে চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিত্সাধীন ম্যান্ডেলার ইচ্ছা তাঁকে যেন কুনু গ্রামেই সমাহিত করা হয়।মৃত্যুর পরও ম্যান্ডেলা যেন তাঁর সন্তানদের পাশে থাকতে পারেন, এমন যুক্তি দেখিয়ে মান্ডলার বিরুদ্ধে আদালতে মামলা করেন তাঁর স্বজনেরা। মামলার রায়ে আদালত ম্যান্ডেলার ওই তিন সন্তানের দেহাবশেষ ফের কুনু গ্রামে সমাহিত করার নির্দেশ দেন। কয়েক ঘণ্টার মধ্যে এ নির্দেশ পালন করা হয়।
ভারতের ছত্তিশগড় ও ঝাড়খন্ড রাজ্যে মাওবাদীরা নতুন করে সংগঠিত হচ্ছে। কিশোর বা বালকদের নিয়ে মাওবাদীরা গঠন করেছে ‘বাল অ্যাকশন টিম’। ছত্তিশগড়ের নকশাল দমন শাখার অতিরিক্ত মহাপরিচালক আর কে ভিজ বলেছেন, জীবনের ঝুঁকি আছে, এমন কাজেও মাওবাদীরা বালক ও কিশোরদের ব্যবহার করছে।ছত্তিশগড়ের বস্তার জেলার বিভিন্ন স্কুলে মাওবাদীরা ছাত্রদের তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। অ্যাকশন টিমের এই বালকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বালক ও কিশোরেরা তথ্য সংগ্রহ, অভিযান কাজে অংশগ্রহণ এবং বার্তা বাহকের দায়িত্ব পালন করছে।মাওবাদীরা তাদের অধীনে থাকা বালসংঘ ও ছাত্রসংঘের সদস্যদের ‘বাল অ্যাকশন টিমে’ অন্তর্ভুক্ত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফুটবল-বিশ্ব শাসন করেছেন দুজন—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত রাজমুকুটটা অবশ্য টানা চারবার ফিফা-ব্যালন ডি’অর জয়ী মেসির মাথায়। তবে তা শোভা পেতে পারত রোনালদোর মাথায়ও, যদি তাঁর জন্মটা ‘ভুল’ সময়ে না হতো; অর্থাত্, মেসি না থাকতেন। দৃশ্যপটে এখন অবশ্য শুধু মেসি আর রোনালদো নন, এসে গেছেন তৃতীয় একজন—নেইমার। রোনালদো-মেসির রাজত্বে ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে ২১ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। ভাবনাটা যে অমূলক নয়, এরই মধ্যে তার প্রমাণও রেখেছেন নেইমার। সদ্যসমাপ্ত কনফেডারেশনস কাপে দুর্দান্ত খেলে ব্রাজিলকে শিরোপা উপহার দিয়েছেন। নিজে চারটি গোল করেছেন, সতীর্থদের কয়েকটি গোলে সহায়তাও করেছেন। জিতেছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। মেসি-রোনালদোর এই প্রবল দাপটের মধ্যে নেইমারের হুমকি হয়ে আবির্ভাব হওয়া নিয়ে তার পরও যাদের মনে ক্ষীণতম সন্দেহ ছিল, সেটাও নেইমার কর্পূরের মতো হাওয়া করে দিয়েছেন সর্বশেষ ম্যাচে। পরশু রাতে পেরুর লিমায় মেসি ফাউন্ডেশন আয়োজিত একটি দাতব্য ম্যাচে অবিশ্বাস্য এক গোল করেছেন নেইমার। প্রায় ৪৫ গজ দূর থেকে নেওয়া শটে করেছেন লক্ষ্য ভেদ! গত ক্লাব বিশ্বকাপের পর আবার একসঙ্গে মাঠে দেখা গেল এ সময়ের দুই বিস্ময়-প্রতিভাকে। সেবারের মতো এবারও প্রতিপক্ষ হিসেবেই মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন জাদুকরের বার্সা-সতীর্থ। দুজনই পরেছিলেন ১০ নম্বর জার্সি। শেষ পর্যন্ত নেইমারের অবশিষ্ট বিশ্ব একাদশকে মেসি ও তাঁর বন্ধুদের দল হারায় ৮-৫ গোলে। তবে ম্যাচের সেরা গোলটা করেন কনফেডারেশনস কাপে পাদপ্রদীপের সব আলো কেড়ে নেওয়া নেইমারই। দুটি গোল করেন এই ব্রাজিলীয়।তাঁর দ্বিতীয় গোলটিকেই বলা হচ্ছে ‘বিস্ময়কর’। ৪৫ গজ দূর থেকে নেইমার হঠাত্ এমন শট নিলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই বল মেসিদের জালে! উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা চেষ্টা করার কোনো সুযোগই পেলেন না। নেইমারের জাদুকরি সেই গোলটি দেখুন, সিদ্ধান্ত নিন ব্রাজিলীয় ফরোয়ার্ড রোনালদো-মেসির জন্য হুমকি কি না।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে ছয় কোটি টাকার বেশি মূল্যের অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়েছে । গত তিন দিনে এসব পণ্য আটক করা হয়।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়ায় করিমনভর্তি (শ্যালোচালিত অটোরিকশা) এক লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ফেনসিডিলসহ মমতাজ বেগম (৩০) নামের এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়। তার আগেরদিন গত সোমবার (১ জুলাই) দুপুরে বিজিবির বিশেষ দল মাগুরার কাটাখালী এলাকায় যশোর থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালায়। ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশনের গয়না, চুড়ি, কানের দুল, ক্লিপ, টিকলি, টিপ ও মশা মারার ওষুধ উদ্ধার করে বিজিবি। এসবের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।  এ ছাড়া গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় আকন্দবাড়িয়া থেকে মালিকবিহীন আরও এক লাখ টাকা মূল্যের ফেনসিডিল আটক করা হয়।
জল ও স্থলে চরে যে, সে-ই উভচর। উদ্ভাবকেরা উভচর যান উদ্ভাবনে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।  সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্ভাবকেরা এমন একটি উভচর গাড়ি তৈরি করেছেন যা একটি চার চাকার গাড়ি, আবার নৌযানও। এটি চরে বেড়াতে পারে উঁচু-নিচু ভূমিতেও। ডাঙায় ও জলে সমান তালে চলতে সক্ষম গাড়ির দেখা সাধারণত জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রের জন্যই মানানসই। সম্প্রতি ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটারকার সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উভচর যান তৈরির দাবি করেছে। ওয়াটারকারের তৈরি এ গাড়িটির নাম ‘প্যান্থার’। ওয়াটারকার নির্মাতাদের দাবি, প্যান্থার যখন পানিতে চলে তখন সর্বোচ্চ ঘণ্টাপ্রতি ৪৫ মাইল গতি তুলতে পারে আর ডাঙায় সর্বোচ্চ ৮০ মাইল গতিতে ছুটতে পারে। গাড়ি থেকে জলযান হিসেবে রূপান্তর গাড়িটির মাত্র ১৫ সেকেন্ড সময় লাগে। ১৫ ফুট গাড়ির আদলে তৈরি এ উভচর যানটির দাম ৮৯ হাজার পাউন্ড।
সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও গতকালের চেয়ে বেড়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৯১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৮ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৮০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসইর পাশাপাশি সিএসইতেও আজ লেনদেন বেড়েছে। সিএসইতে আজ ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৫৭ কোটি টাকার লেনদেন হয়।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৪২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।এর আগে সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, লেনদেনের শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল।ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির দাম বেড়েছে, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিনের শেষে ঢাকার বাজারে লেনদেনে শীর্ষে রয়েছে বিএসসিসিএল। এ ছাড়া ইউনিক হোটেল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, এনভয় টেক্সটাইল, কেয়া কসমেটিকস, আফতাব অটো, যমুনা অয়েল লেনদেনের শীর্ষে উঠে আসে।অন্যদিকে দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৫৬ পয়েন্টে। সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।দলের নেতা-কর্মীদের এখন থেকে তাঁর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর গুলশান এলাকায় একটি ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এই নির্দেশ দেন। এরশাদ জানান, গত ২ জুলাই বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান ও মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা তাঁর সঙ্গে দেখা করে দোয়া চান।তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে দুই প্রার্থীকে দোয়া করেন, তবে কাউকে সমর্থন দেননি।কিন্তু মান্নান বাইরে এসে বলেন, দোয়ার পাশাপাশি তাঁকে সমর্থনও দিয়েছেন তিনি।এতে সমর্থন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এটা কাটানোর জন্য আজ আজমত উল্লাকে সমর্থন দেওয়া হয়েছে।এ ছাড়া যেহেতু জাতীয় পার্টি এখনো মহাজোটে আছে, তাই মহাজোট-সমর্থিত প্রার্থীকেই জাতীয় পার্টি সমর্থন দিয়েছে। এর আগে গতকাল বুধবার জাতীয় পার্টির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো মেয়র প্রার্থীকে সমর্থন দেয়নি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কোনো একজন প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির সমর্থনের কথা প্রচার করা হয়েছে বা হচ্ছে—যা আদৌ সত্য নয়। কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেওয়ার অধিকার রাখেন না। ওই চিঠিতে আরও জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে সাক্ষাত্ করে দোয়া চেয়েছেন। পার্টির চেয়ারম্যান তাঁদের শুভকামনা ও দোয়া করেছেন। কাউকে সমর্থন দেওয়ার কথা বলেননি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ গাজীপুর সিটি করপোরেশনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেছেন।এ ঘটনার পর নির্বাচন অনুষ্ঠানের এক দিন আগে আজ মহাজোট-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন জানায় জাতীয় পার্টি।এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘পার্টির চেয়ারম্যান শেষ মুহূর্তে আজমত উল্লা খানকে সমর্থন দিয়ে আমাদের বেইজ্জত না করলেও পারতেন। আমরা আগেও বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। এখনো আমরা আগের অবস্থানেই আছি।’ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির কাজী মাহমুদুল হাসান মনোনয়নপত্র তুলেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি সরে আসার পর থেকে জেলা জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরা বিএনপির প্রার্থী এম এ মান্নানের পক্ষে কাজ করে আসছেন।
কিশোরগঞ্জের উপনির্বাচনে ভোট ডাকাতির মহড়া হয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনে ফখরুল বলেন, কিশোরগঞ্জের হাওরাঞ্চলে যেখানে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যেতে তিন-চার ঘণ্টা সময় লাগে, সেখানে আধা ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হয়েছে। ৩০ মিনিটের মধ্যে তিন ধরনের ফল হয়েছে। একবার বলা হয়েছে, বিজয়ী প্রার্থী এক লাখ ৫৬ হাজার ভোট পেয়েছেন; আরেকবার বলা হলো এক লাখ ৫৬ ভোট; সর্বশেষ বলা হলো ৯৯ হাজার ভোট পেয়েছেন।অথচ কয়েক দিন আগে অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের দূরত্ব ছিল ২০-২৫ মিনিটের, সেখানে ফল পেতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।ফখরুল দাবি করেন, এতেই প্রমাণিত হয়, কিশোরগঞ্জে সবকিছু সরকারের পরিকল্পনামাফিক হয়েছে। তিনি বলেন, কিশোরগঞ্জের উপনির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।গতকাল বুধবার কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হয়। অসমর্থিত সূত্রের হিসাব অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান পেয়েছেন এক লাখ ৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিতুল পেয়েছেন ৫৯ হাজার ৭০ ভোট। বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি।গাজীপুরে সরকার নির্বাচনকে প্রভাবিত করতে প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে উত্তরায় একটি ‘সেল’ গঠন করা হয়েছে বলে তাঁরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন।
গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে রমজান মাসে সারা দেশে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুত্ উত্পাদন সর্বোচ্চ পর্যায়ে রাখার লক্ষ্যে এক পর্যালোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।সভায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রমজান মাসে বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিএনজি স্টেশন ছাড়াও সারা দেশে রিরোলিং কারখানাগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এর আগে গতকাল আরেক বৈঠকে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুেকন্দ্রগুলো অগ্রাধিকারভিত্তিতে গ্যাস পাবে। প্রতিদিন ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুেকন্দ্রগুলোতে সরবরাহ করা হবে।কর্মকর্তারা বলেন, সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ ছয় ঘণ্টা স্থগিত রাখা হলেও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হবে না।
নির্বাচিত হলে নগরে পানি জমবে না, জলাবদ্ধতা সৃষ্টি হবে না—এসব অঙ্গীকার করছেন গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা। কিন্তু নির্বাচনী প্রচারে তাঁদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। তাঁদের প্রচারে ব্যবহূত প্রায় ৭০ লাখ পোস্টারে ছেয়ে গেছে গোটা নগর। এতে পলিথিনের ব্যবহারও রয়েছে দেদার। নির্বাচন শেষে এসব পোস্টার ও পলিথিন নগরের জন্য জটিল এক জঞ্জালে পরিণত হবে। এই জঞ্জাল দ্রুত দূর করতে না পারলে চলতি বর্ষায় নগরের পানি ও পয়োনিষ্কাশনে বিরাট বাধা হয়ে দাঁড়াবে। দুর্ভোগে নাকাল হবে নগরের মানুষ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান তিন লাখ পোস্টার ছেপেছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা ছেপেছেন দুই লাখ ২০ হাজার পোস্টার। মেয়র পদের অন্য প্রার্থীরা ছেপেছেন আরও প্রায় চার লাখ পোস্টার। কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫৭টি ওয়ার্ডে গড়ে একেকজন প্রার্থী ১০ হাজার পোস্টার ছেপেছেন। তাঁদের তথ্যমতে, সব মিলিয়ে প্রায় ৭০ লাখ পোস্টার ঝুলছে গোটা নগরে। গাজীপুরের বাসিন্দা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শিক্ষক হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, গাজীপুর শহরে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব অপর্যাপ্ত। পলিথিনের বিভিন্ন জিনিস নর্দমায় আটকে থেকে ময়লা নিষ্কাশনব্যবস্থায় বাধা সৃষ্টি করবে, কৃষিজমিতে পড়লে মাটির উর্বরতা নষ্ট করবে। নির্বাচন কমিশনের উচিত পলিথিনের সব জিনিস সরাতে মেয়র পদপ্রার্থীদের নির্দেশনা দেওয়া।নির্বাচনী ইশতেহারে দুই প্রার্থীই জলাবদ্ধতা মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান বলেছেন, নগরের পয়োনিষ্কাশনের জন্য স্বল্প, দীর্ঘমেয়াদি আধুনিক ও কার্যকর ড্রেনেজ-স্যুয়ারেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।এ ছাড়া নগরের বিভিন্ন আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রেখে রাতের মধ্যে তা অপসারণের ব্যবস্থা করা হবে বলে অঙ্গীকার করেছেন মান্নান। তিনি আরও অঙ্গীকার করেন, নগরের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা, বিশেষ করে টঙ্গী, কোনাবাড়ীসহ অন্যান্য শিল্পাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারভিত্তিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবেন। তুরাগ, চিলাই নদীসহ নগরের সব খাল-নালা পুনঃখননের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন।যুক্তরাজ্য থেকে নগরের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখায় সনদ পাওয়া আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, তিনি ২৯২ কিলোমিটার পাকা নর্দমা করেছেন। ভবিষ্যতে একটি আধুনিক শহর গড়ে তুলবেন।এসব অঙ্গীকার করলেও নির্বাচনে দাঁড়ানো প্রার্থীরা পোস্টার ঠিকই পলিথিনে ঝুলিয়েছেন। আইন করে বাংলাদেশে ১১ বছর আগে পলিথিনের উত্পাদন ও ব্যবহার নিষিদ্ধ হয়েছে। আশির দশকের শুরুতে পলিথিনের ব্যবহার শুরু হয়। ক্রমে এই ব্যবহার বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। প্রথম দিকে কোনো কোনো খাদ্য, ওষুধ, সিমেন্ট, সার ইত্যাদির মোড়ক হিসেবে পলিথিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। পরিবেশবাদীরা যখন সরকারকে বোঝাতে সক্ষম হন, ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যায় নর্দমাগুলো পলিথিনে ভরে থাকায় পানি নিষ্কাশন করা যায়নি, ঢাকাবাসীকে দীর্ঘদিন জলাবদ্ধ থাকতে হয়েছে, তখন সরকার পলিথিনের ব্যবহার একেবারে নিষিদ্ধ করে দেয়।পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলেও বিভিন্ন বিপণিকেন্দ্র, বাজারসহ অনেক জায়গাতেই পলিথিনের ব্যবহার চলছে। গাজীপুরের নির্বাচনেও এর ব্যতিক্রম  নেই।পলিথিনের কারণে নগরের পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থায় বাধা সৃষ্টি হবে, এর পরও কেন পলিথিনে মোড়া পোস্টার টাঙানো হচ্ছে—এ ব্যাপারে জানতে চাইলে মেয়র-কাউন্সিলর পদের প্রার্থীরা বলেন, বৃষ্টিতে পোস্টার নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য পোস্টারগুলো পলিথিনে মোড়ানো হয়েছে। এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই।তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এম এ মান্নান ও আজমত উল্লা খান প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচিত হলে তাঁদের প্রথম কাজ হবে শুধু পলিথিন নয়, সব ধরনের বর্জ্য অপসারণ করা। নগরবাসীর কোনো অসুবিধা হবে না।
কারস্টেন ফ্লিপকেনসের বেঁচে থাকা নিয়েই নাকি সংশয় দেখা দিয়েছিল। দুই পায়ের কাফ মাসলে রক্ত জমাট বেঁধে শারীরিক দিক দিয়ে প্রায় অক্ষমতার দিকেই হেঁটে গিয়েছিলেন নারী টেনিসের এই বেলজিয়ান সেনসেশন। আর সেই ফ্লিপকেনসই কিনা উইম্বলডনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা আর মানসিক শক্তির অপরূপ মিশেল ঘটিয়ে। এই তো গত বছরের উইম্বলডনের সময় তাঁর র্যাঙ্কিং ছিল ২৬২। তাঁর অবস্থান এতটাই করুণ ছিল যে উইম্বলডনে খেলারই ছাড়পত্র তিনি পাননি। সারা বিশ্ব যখন উইম্বলডনে বুঁদ হয়ে আছে, তখন তিনি খেলছেন ভার্জিনিয়ার এক ক্লে কোর্ট টুর্নামেন্টে। সেই ২৬২ নম্বরই মাত্র ১২ মাসের মধ্যে নিজেকে তুলে এনেছেন ২০ নম্বরে। তাঁর বাকি গল্পটা তো প্রায় রূপকথাই। কোয়ার্টার ফাইনালে ২০১১ সালের চ্যাম্পিয়ন কিভিতোভাকে ছিটকে দিয়ে তিনি এখন সেই রূপকথারই রানি। শারীরিক অসুস্থতা ও ফর্ম হারিয়ে ফেলায় একটা সময় তিনি বেলজিয়াম টেনিস ফেডারেশনের যাবতীয় আর্থিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। পায়ের কাফ মাসলের চিকিত্সাটা করাতে হয়েছে একেবারে নিজের পয়সায়। সেই চিকিত্সার ধকলটা তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে প্রায় অচল করে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি নিজেই, ‘চিকিত্সাটা যদিও সফল হয়েছে, কিন্তু এর খরচ জোগাতে আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে প্রায় ফতুর হয়ে গেছি। শেষ হয়ে গেছে আমার অর্জন প্রাইজমানির সবটাই।’ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ফ্লিপকেনসের সামনে কীভাবে উইম্বলডন জয়ের স্বপ্নটা উঁকি-ঝুঁকি দিচ্ছে, তা এককথায় অবিশ্বাস্য। ফ্লিপকেনসের সামনে স্বপ্নের বীজটা বুনে দিয়েছিলেন এক বেলজিয়ান শিল্পপতি। টেনিস-পাগল এই শিল্পপতি বাড়িয়ে দিয়েছিলেন আর্থিক সহায়তার হাত। তাঁর সাহায্য ছাড়া ফ্লিপকেনস নাকি উইম্বলডনেই আসতে পারতেন না, ‘পেশাদার সার্কিটে ট্যুর করার আর্থিক সংগতি আমার ছিল না। ওই সহূদয় ব্যক্তিটি (শিল্পপতি) এগিয়ে না এলে আমার এই পর্যায়ে আসা হতো না।’বেলজিয়াম টেনিসের সর্বকালের সেরা তারকা কিম ক্লিস্টার্সের কাছেও দারুণ ঋণী ফ্লিপকেনস। তাঁর উত্সাহ আর অনুপ্রেরণাই তাঁকে শক্তি জুুগিয়েছে। নয়তো এত ঝড়-ঝঞ্ঝা যাঁর ওপর দিয়ে গেছে, তাঁকে এই পর্যায়ে দেখাটাই তো হূদয়ে এঁকে দেয় বিরাট এক বিস্ময়-বোধক চিহ্ন।রূপকথার গল্পের শেষটা ফ্লিপকেনস কেমন করতে পারেন—এখন দেখার বিষয় এটিই। সেমিফাইনাল লাইনআপে সাবিনা লিসিক ও আগ্নিয়েস্কা রাদাভানস্কার লড়াইটি ছাপিয়ে তাই মারিওন বারতোলি ও কারস্টেন ফ্লিপকেনসের লড়াইটিই দর্শকদের আগ্রহের কেন্দ্রতে।রূপকথার গল্প তো মানুষ এমনিতেই বেশি পছন্দ করে! সূত্র: ওয়েবসাইট।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এ ঘটনায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে আটকা পড়েছে। কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য বার্তা পাঠানো হয়েছে।
সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সে দেশের সাধারণ মানুষ নানা কথা বলছে। আজ আল-জাজিরার এক খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী দেশটির ভবিষ্যত্ রাজনীতির একটি ‘রোডম্যাপ’ ঘোষণা করেছে। আর এই রোডম্যাপ জাতীয় বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি বাস্তবায়ন করবে। গতকাল বুধবার দেশটির সেনাপ্রধান এক ঘোষণায় সংবিধান স্থগিত করে দিয়েছেন। একই সঙ্গে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে। এ ঘটনায় মিসরের সাধারণ জনগণের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজধানী কায়রোবাসীর কয়েকজনের প্রতিক্রিয়া: আদেল আল-বেনদারি, জনসংযোগ কর্মকর্তা আগে আমরা একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছি, এবার দ্বিতীয়বারের মতো আরও একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা হলো। যদি প্রয়োজন হয়, তাহলে আবার কাউকে ক্ষমতাচ্যুত করা হবে। সেটা সেনাবাহিনী হোক আর রাজনীতিবিদ হোক। এ ব্যাপারে আমরা এখন অভিজ্ঞ। নিশ্চয়ই তাঁরা মুরসি বা মোবারকের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মতো কাজ করবেন না। হাইসাম হাগাগ, প্রকৌশলীএটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল নয়। রাস্তায় বেরিয়ে আসা মানুষদের দিকে তাকান, তাঁরা বলছে, এটা একটা বিপ্লব।আশরাফ আল-শেরিফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকআমরা যেহেতু নতুন একটি সংশোধিত রোডম্যাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, কাজেই এখন সংবিধানের যথার্থতা নিয়ে কথা বলতে পারি না। মিসরের ভবিষ্যত্ উন্মুক্ত রয়েছে। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার যেমন সুযোগ রয়েছে, তেমনি সুযোগ রয়েছে স্বৈরতন্ত্রের জন্যও। রোডম্যপে অনেক খুঁত ও সমস্যা থাকবে, কিন্তু আন্দোলনকারীরাও ইতিমধ্যে অনেক পাঠ নিয়েছে।গালাল মুরা, নূর পার্টির সেক্রেটারি জেনারেলএই অবস্থান আমরা তৈরি করেছি। শুধু জনগণের মাঝে রক্তপাত বন্ধে এই সিদ্ধান্তও আমরাই নিয়েছি।
মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি উল্লাসের বন্যা বয়ে গিয়েছিল। উপলক্ষ—স্বৈরশাসক হোসনি মোবারকের পতন। মাত্র আড়াই বছরের ব্যবধানে একই রূপে তাহরির স্কয়ার। এবারের উত্সব সেনা অভ্যুত্থানে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতন। বিশ্লেষকেরা বলছেন, ভুল পথে হেঁটে জনগণের পাহাড়সমান আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাই তাঁর পতন ডেকে এনেছে। টানা ১৮ দিনের গণ-আন্দোলনে মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। এরপর দেশটির ক্ষমতা যায় সেনাবাহিনীর হাতে। নির্বাচিত বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে তৈরি হয় নানা অনিশ্চয়তা। গত বছরের ২৩ ও ২৪ মে মিসরে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। স্বচ্ছ ও নিরপেক্ষ ওই ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে গত বছর দেশটির ক্ষমতায় আসেন ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মোহাম্মদ মুরসি। মুরসির এ জয়ে অনেকেই গণতান্ত্রিক মিসরের স্বপ্ন দেখেছেন। তখন দেশি-বিদেশি বিশ্লেষকেরা বলছিলেন, তাঁর পথ মোটেও সহজ হবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে তাঁকে সেনাবাহিনীর সঙ্গে আপস করতে হবে।   ক্ষমতা গ্রহণ করেই সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করেন মুরসি। গত বছর গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের আদেশ দেন তিনি। এ ছাড়া পার্লামেন্ট বিলুপ্ত ও পুনরুজ্জীবিত করা নিয়ে সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সঙ্গে মুরসির বিরোধ চরমে পৌঁছে। মিসরের তত্কালীন সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে অপসারণ করেন মুরসি। তানতাউয়ির জায়গায় সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী করা হয় জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিকে। দুই জেনারেলকে বরখাস্ত করার পাশাপাশি মুরসি সামরিক পরিষদের আনা প্রেসিডেন্টের ক্ষমতা খর্বকারী সাংবিধানিক সংশোধনীও বাতিল করেন। একটি বিতর্কিত ডিক্রি জারি করে নিজের ক্ষমতা বাড়িয়েছেন মুরসি। বিরোধীরা তাঁর এ পদক্ষেপ প্রত্যাখ্যান করে। এ নিয়ে বিচার বিভাগের সঙ্গেও মুরসির বিরোধ দেখা দেয়। মুরসি একচ্ছত্র ক্ষমতা দখল করতে চান বলে অভিযোগ করে সরকারবিরোধীরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুরসির সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। নতুন মিসরে জনপ্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু মুরসি তা পূরণে ব্যর্থ হয়েছেন। মুরসির শাসনে আশা ভঙ্গ হয়েছে মিসরীয়দের। দেশটিতে বেড়েছে বিভক্তি। সমালোচকদের মতে, মিসরে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেননি ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসি। রাষ্ট্র পরিচালনায় বিরোধীদের আস্থায় নিতে পারেননি তিনি। তাই শুরু থেকেই তাঁকে নানামুখী বিরোধিতায় পড়তে হয়েছে। মুরসির অধীনে দেশটির নিরাপত্তাব্যবস্থা দিন দিন খারাপ হয়েছে। অর্থনীতি নাজুক পরিস্থিতিতে পৌঁছেছে। প্রবৃদ্ধির গতি নিম্নমুখী। চরম আকার ধারণ করেছে বেকারত্ব। রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বিনিয়োগ কমেছে। শরিয়া আইনকে মিসরের নতুন সংবিধানের ভিত্তি করেছেন মুরসি। এটা ছিল হোসনি মোবারকবিরোধী অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তা ছাড়া সংবিধানে নারী ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়েও বৈষম্য করা হয়েছে। এ পদক্ষেপে সংখ্যালঘু ও উদারবাদীরা ক্ষুব্ধ হয়েছেন। হোসনি মোবারক-পরবর্তী মিসর নানা সমস্যায় জর্জরিত। অথচ সমস্যা সমাধানের পরিবর্তে মুরসির নজর ছিল নিজের অবস্থান পাকাপোক্ত করার দিকে। গত রোববার ছিল মুরসির দায়িত্ব গ্রহণের এক বছরপূর্তি। এ প্রেক্ষাপটে মুরসিবিরোধীরা রাজপথে নেমে আসে। এ সময় মুরসিপন্থী ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। রোববার কায়রোর তাহরির স্বয়ারে বিক্ষোভের ডাক দেয় বিরোধীরা। ওই বিক্ষোভে লাখো জনতা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে। মুরসিকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেয় বিরোধীরা।চলমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে গত সোমবার একটি বিবৃতি দেয় দেশটির সশস্ত্র বাহিনী। রক্তক্ষয়ী সংঘর্ষ ও চলমান রাজনৈতিক সংকট সমাধানে সব রাজনৈতিক গোষ্ঠীকে ৪৮ ঘণ্টা সময় দেয় সেনাবাহিনী।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, জনগণের দাবি মেনে নেওয়ার জন্য আবার আহ্বান জানাচ্ছে সশস্ত্র বাহিনী। শেষ সুযোগ হিসেবে সবাইকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলো। দেশের জাতীয় নিরাপত্তা চরম হুমকির মধ্যে। যদি সমস্যার সমাধান না হয়, তবে দেশপ্রেম ও দায়িত্ববোধের ঐতিহ্য অনুযায়ী হস্তক্ষেপ করতে বাধ্য হবে সেনাবাহিনী।মিসরের সেনাবাহিনীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট মুরসি। এক বিবৃতিতে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালিয়ে যাবেন। গত মঙ্গলবার মধ্যরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রাণ গেলেও সরে যাবেন না।গতকাল বুধবার রাতে মুরসিকে সরিয়ে দেয় সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে।গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, দেশকে বাঁচাতে মুরসিকে সরিয়ে দিয়ে সেনাবাহিনী তাদের ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালন করেছে। মুরসি ক্ষমতা ভাগাভাগিতে বিরোধীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছেন।—বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, দ্য কমেনটেটর অবলম্বনে।
যুক্তরাজ্য ও পূর্ব ইউরোপীয় প্রজাতন্ত্র বেলারুশে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের। সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আজ লন্ডনের স্থানীয় সময় বেলা পৌনে তিনটায় তাঁর পৌঁছানোর কথা। ৮ জুলাই পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এর পর তিনি বেলারুশ যাবেন। ১১ জুলাই তাঁর ঢাকায় ফেরার কথা।
ঢাকার নৌপথে যাত্রী পরিবহনের লক্ষ্যে আবার ওয়াটার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী ওয়াটার বাস ল্যান্ডিং স্টেশনে এই সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাবতলী নৌপথে নতুন চারটি ও আগের দুটি মিলিয়ে মোট ছয়টি ওয়াটার বাস নামানো হয়েছে। এ বাসগুলো প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টা পর পর ছেড়ে যাবে। গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। যাত্রাপথে এক স্টেশন থেকে অন্য স্টেশনের ভাড়া ১৫ টাকা। এবার যাত্রী আকর্ষণে ভর্তুকি দিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগের প্রতিটি বাস ৩৫ জন যাত্রী বহন করতে পারত। কেরানীগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা ডকইয়ার্ডে নবনির্মিত চারটি ওয়াটার বাসের প্রতিটির যাত্রী ধারণক্ষমতা ৮১ জন। সদরঘাট থেকে যাত্রা করবে ওয়াটার বাস। পথে খোলামোড়া, সোয়ারীঘাট, বছিলা ও রায়েরবাজারে যাত্রী ওঠানামা করতে পারবে। নয় বছর আগে, ২০০৪ সালে একটি ওয়াটার ট্যাক্সি নামানো হয়েছিল। এরপর ২০১০ সালের ২৮ আগস্ট দুটি নৌযান দিয়ে দ্বিতীয় ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়। তবে দুবারই যাত্রীর অভাব, নৌযানে ত্রুটির কারণে এ সার্ভিস বন্ধ হয়ে যায়। এ নিয়ে তৃতীয়বারের মতো ওয়াটার বাস চালু হলো।
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মও সুবিধার নয়। গত মাসে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে পাকিস্তান দল। ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, অভিযোগ আছে আম্পায়ারদের বিরুদ্ধেও। সার্বিক পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নজম শেঠির বিশ্বাস, একেবারে তলানিতে এসে ঠেকেছে পাকিস্তানের ক্রিকেট।  লন্ডনে আইসিসির বার্ষিক সভা শেষে গতকাল বুধবার দেশে ফিরে পাকিস্তানি পত্রিকা ডনের সঙ্গে কথা বলার সময় নজম শেঠির কণ্ঠে ছিল হতাশার সুর, ‘আমাদের ক্রিকেট তলানিতে এসে ঠেকেছে। ম্যাচ জিততে পারছি না। ক্রিকেটারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। একজন আম্পায়ার নিষিদ্ধ হয়েছেন। কেউ পাকিস্তান সফরে আসছে না। এখন সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে আমাদের।’ ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় পাকিস্তানের ছয় পুলিশ ও একজন গাড়িচালক নিহত হন। আহত হন পাঁচ ক্রিকেটার। এরপর থেকে পাকিস্তানে খেলতে যায়নি কোনো টেস্ট খেলুড়ে দেশ। খুব দ্রুত যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই, সেটা স্বীকার করছেন নজম শেঠি, ‘সবাই নিরাপত্তার নিশ্চয়তা চায়। যতক্ষণ আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করতে না পারব, কেউ পাকিস্তান সফর করবে না।’দেশে ক্রিকেট ফিরিয়ে আনতে আইসিসির সভায় গিয়ে কী কী চেষ্টা করেছেন, তার ফিরিস্তিও দিয়েছেন নজম, ‘ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, যেকোনো একটা দল পাকিস্তানে পাঠাতে, যেন আমরা অন্তত প্রক্রিয়াটা শুরু করতে পারি। নিরাপত্তার ব্যাপারে আইসিসিকেও নিশ্চয়তা দিয়েছি। বলেছি, পাকিস্তানে নতুন সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশ থেকে সন্ত্রাসের মূলোত্পাটন করতে বদ্ধপরিকর। কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তার অগ্রগতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন তাঁরা।’সাম্প্রতিক বছরগুলোতে স্পট ফিক্সিংয়ের কারণে পাকিস্তানের চার ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১১ সালে সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। অন্যদিকে কাউন্টিতে ফিক্সিংয়ে জড়িত থাকায় দানিশ কানেরিয়া ইংল্যান্ড ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। এই লেগস্পিনার নিষিদ্ধ আছেন পাকিস্তান ক্রিকেটেও। শুধু ক্রিকেটার নন, ভারতীয় একটি টেলিভিশনের ফাঁদে পা দিয়ে গত বছর ফিক্সিং করতে রাজি হওয়ায় পাকিস্তানি আম্পায়ার নাদিম ঘৌরি নিষিদ্ধ হন চার বছরের জন্য
মিসরে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অপসারণ ও সংবিধান স্থগিত করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার আল-জাজিরার খবরে বিশ্ব নেতাদের ও সংস্থার একাংশের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।যুক্তরাষ্ট্রমুরসির অপসারণের কিছু সময় পরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে জানান, তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। শিগগিরই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।ওবামা বলেন, ‘জটিলতা ছাড়া গণতন্ত্রে উত্তরণ হয় না, কিন্তু শেষ পর্যন্ত জনগণের ইচ্ছায় সত্যের প্রতিষ্ঠা ঘটে। মিসরের সাধারণ জনগণ যা চায় ও যা তাদের প্রাপ্য, যারা সেই ইচ্ছার মূল্য দেবে, তারাই কেবল একটি সত্, যোগ্য ও প্রতিনিধিত্বমূলক সরকার হতে পারে।’ তিনি আরও বলেন, মিসরে গণতন্ত্রের উত্তরণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে মিলিতভাবে কাজ করবে।মুরসিকে হটানোর পরপরই কায়রোয় অবস্থিত মার্কিন দূতাবাসের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের মিসর ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।যুক্তরাজ্যমিসরের বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের সমালোচনা করেছে দেশটি। এ ঘটনাকে ‘অভ্যুত্থান’ বলতে নারাজ যুক্তরাজ্য।দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতিতে বলেন, ‘একটি গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক সংকট নিরসনের উপায় হিসেবে সামরিক হস্তক্ষেপকে কখনো সমর্থন করে না যুক্তরাজ্য।’ দ্রুত নির্বাচনের আয়োজন করা ও সমস্যা সমাধানে দেশটির রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণের রায়ে নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকারই কেবল দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা বয়ে আনতে পারে।’ফ্রান্সমিসরে ক্ষমতার পালাবদলের পর দ্রুতই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফেবিয়াস বলেন, ফ্রান্স আশা করে জনগণের শান্তি, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক উত্তরণের প্রতি সম্মান রেখে দ্রুতই একটি সময়সীমা নির্ধারণ করা হবে, যাতে করে মিসরের জনগণ স্বাধীনভাবে তাদের নেতা ও ভবিষ্যত্ বেছে নিতে পারে।ইউরোপীয় ইউনিয়নমিসরে শিগগিরই গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন এক বিবৃতিতে বলেন, ‘আমি সব পক্ষকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানাই। গণতন্ত্রে উত্তরণের পথ হিসেবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে এবং সংবিধানকে অনুমোদন দিতে হবে।’অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড বলেন, মিসরে যত দ্রুত সম্ভব পূর্ণ গণতন্ত্র দেখতে চান তাঁরা। মিসরে অবস্থানরত সব অস্ট্রেলিয়ান নাগরিককে ওই দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি।সৌদি আরবসৌদি আরবের বাদশা আবদুল্লাহ মিসরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আদলি মানসুরকে অভিনন্দন জানিয়ে গতকাল একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, ‘মিসরের এই সংকটময় সময়ে সৌদি জনগণের পক্ষ থেকে আমরা আপনাদের অভিনন্দন জানাই। আমরা প্রার্থনা করি, আপনাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যেন পালনে আপনারা সমর্থ হন।’সংযুক্ত আরব আমিরাতমিসরের সেনাবাহিনীর উদ্যোগের প্রশংসা করে দেশটির রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান আশা প্রকাশ করেছেন, তিনি বিশ্বাস করেন যে মিসরের জনগণ এই সংকটকালীন মুহূর্ত পার করতে সক্ষম হবে।সিরিয়াসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল মিসরের জনগণের সরকারবিরোধী আন্দোলনের প্রশংসা করেছেন। সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে মুরসির অপসারণকে তিনি ‘রাজনৈতিক ইসলামের’ সমাপ্তি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিশ্বে যারাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের এমনই পরিণতি হবে।’
ভারচুয়াল জগতের কোনো বস্তুকে যখন টাচস্ক্রিনের মাধ্যমে স্পর্শ করা হবে তখন সে বস্তুকে অনুভব করা যাবে। সম্প্রতি মাইক্রোসফটের গবেষকেরা থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তির এমনই টাচস্ক্রিন উদ্ভাবন করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। গবেষকেরা জানিয়েছেন, ভারচুয়াল বস্তু অনুভব করার এই প্রকল্পে ব্যবহূত হয়েছে একটি এলসিডি ফ্ল্যাট প্যানেলের স্ক্রিনে ফোর্স সেন্সর ও রোবটিক বাহু ব্যবহার করা হয়েছে। এই সেন্সর ও রোবটটিক পদ্ধতি ভার্চুয়াল বস্তুকে সামনে ও পেছনে ঠেলে দেওয়ার অনুভূতি সৃষ্টি করতে পারে। গবেষকেরা জানিয়েছেন, এ গবেষণা চিকিত্সাক্ষেত্রে ও গেম তৈরিতে ব্যবহার করা যাবে। ভারচুয়াল বস্তু স্পর্শের প্রযুক্তি হলোডেস্ক মাইক্রোসফট এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে কোনো ভারচুয়াল বস্তু হলোগ্রাফিক প্রযুক্তিতে স্পর্শের অনুভূতি জাগাতে পারে। গবেষকেরা এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘হলোডেস্ক’। এ প্রযুক্তির মাধ্যমে ভারচুয়াল থ্রিডির কোনো বস্তুকে ছুঁয়ে দেখার অনুভূতি মিলবে এবং ভারচুয়াল থ্রিডির বস্তুটিও বাস্তব কোনো বস্তুর নিয়মেই আচরণ করবে। এ প্রযুক্তিতে ওপরের একটি স্ক্রিন থেকে দ্বিমাত্রিক ছবি প্রজেক্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে পড়বে। একটি কাইনেটিক ক্যামেরা ব্যবহারকারীর হাত বরাবর এ প্রজেক্টরের ওপর বস্তুর থ্রিডি ছবি দেখাবে। এদিকে, একটি ওয়েবক্যাম ব্যবহারকারীর মুখভঙ্গি ট্র্যাক করে বস্তুটিকে তার স্পর্শানুভূতির নাগালে এনে দেবে। আর সবগুলো ডিভাইস একত্রে একটি এলগরিদম মেনে রিয়েল টাইমেই ভার্চুয়াল থ্রিডি বস্তুকে নিজের মতো করে অনুভবের সুযোগ দেবে।ব্যবহারকারী নির্দিষ্ট এলাকায় হাত রেখে সামনে থাকা স্বচ্ছ একটি ডিসপ্লেতে বস্তুটি দেখতে পাবেন। টাচস্ক্রিনে অনুভব করা যাবে কিবোর্ডটাচ স্ক্রিনযুক্ত পণ্যে ফোর্স সেন্সর ও রোবটটিক বাহু ব্যবহার করা ফলে টাচস্ক্রিনের ওপরে কিবোর্ড বা কিবোর্ডের বাটনগুলো স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবে। মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, টাচস্ক্রিন সুবিধার কোনো পণ্যে আলাদাভাবে কোনো কি-বাটনের স্পর্শ অনুভব করা যায় না বলেই দ্রুতগতিতে টাইপ করা কষ্টকর। তাঁরা টাচস্ক্রিনে বাটনের অস্তিত্ব অনুভব করার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, টাইপের প্রয়োজন হলে এ কী-বোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করা যাবে আবার টাইপ শেষ হলেই মিলিয়ে যাবে।
ক্ষমতাচ্যুত করার পর মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে একটি সেনা স্থাপনায় আটকে রাখা হয়েছে।মুরসির শীর্ষ সহযোগীরাও তাঁর সঙ্গে আটক রয়েছেন।মুসলিম ব্রাদারহুডের একজন জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানান।আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মুরসির ডানহাত বলে পরিচিত এসাম এল হাদ্দাদের ছেলে জিহাদ এল হাদ্দাদ বলেন, ‘মুরসি ও তাঁর সহযোগী সব কর্মকর্তাকে প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান গার্ডস ক্লাবে গৃহবন্দী করে রাখা হয়েছে।তবে মুরসিকে তাঁর সহযোগীদের কাছ থেকে আলাদা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’ মুরসিকে বন্দী করার তথ্যের সত্যতা যাচাইয়ে সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।মুরসিকে পরে ছেড়ে দেওয়া হবে কি না, এ ব্যাপারেও তিনি কিছু জানাননি। তবে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে মুরসি বলেন, ‘আমিই মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট।’ গত বছরের নির্বাচন ও গত ডিসেম্বরের সাংবিধানিক গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন এর বৈধতা রক্ষা করা জনগণের দাবি।’ মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তাঁর কার্যালয় থেকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মিসরবাসীকে শান্তিপূর্ণভাবে এ ‘সামরিক অভ্যুত্থান’ ঠেকানোর আহ্বান জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, মুরসির সহযোগীরা নিজেদের টেলিফোন-সংযোগ বন্ধ রেখেছেন। অন্যান্য সহযোগী যাঁরা গতকাল মুরসির সঙ্গে ছিলেন না, তাঁরা জানান, তাঁদের নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ক্ষমতাচ্যুত হওয়ার আগে মুরসি রিপাবলিকান গার্ডসের সদর দপ্তরে তাঁর কার্যালয়ে ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা জানান, মুসলিম ব্রাদারহুডের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।পুলিশ ইতিমধ্যে ক্ষমতাসীন ফ্রিডম এবং জাস্টিস পার্টির প্রধান সাদ আল-কাতাতনি এবং মুসলিম ব্রাদারহুডের ডেপুটি সুপ্রিম গাইড রাশাদ বায়োমিকে গ্রেপ্তার করেছে।মুরসির পতনের পর আরব লিগের প্রধান আমর মুসা বলেন, ‘মুরসির পতনের পর মিসরের নতুন সরকারের জন্য “এখন” আলোচনা শুরু হবে। সরকার এবং সবকিছুর মধ্যে সমন্বয় সাধনের জন্য এখন আলোচনা শুরু হবে।’গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির কাছে হেরেছিলেন মুসা। তিনি বলেন, ‘মুরসির শাসন শেষ।’ মুরসির শাসনামলের গুরুত্বপূর্ণ ঘটনা২৮ নভেম্বর, ২০১১: মিসরে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের যুগের অবসানের পর দেশটিতে প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া হয়। ইসলামপন্থী দলগুলো নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়। এর মধ্যে অর্ধেক ভোট পায় মুসলিম ব্রাদারহুড।৩০ জুন, ২০১২: নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।১২ আগস্ট, ২০১২:মিসরের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে অপসারণ করেন প্রেসিডেন্ট মুরসি। দুই জেনারেলকে বরখাস্ত করার পাশাপাশি মুরসি সামরিক পরিষদের আনা প্রেসিডেন্টের ক্ষমতা খর্বকারী সাংবিধানিক সংশোধনীও বাতিল করেন।২২ নভেম্বর, ২০১২ : প্রেসিডেন্ট মুরসি একাধিক ডিক্রি জারির মাধ্যমে মুরসি একছত্র ক্ষমতার অধিকারী হন। ঘোষণায় বলা হয়েছে, তাঁর ডিক্রি, সিদ্ধান্ত বা জারি করা আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ঘোষণায় আরও বলা হয়, কোনো আদালত বর্তমান সাংবিধানিক গণপরিষদকে বিলুপ্ত করতে পারবেন না। এ পরিষদ মিসরের নতুন সংবিধান প্রণয়নের কাজ করছিল। তবে ৮ ডিসেম্বর এ ঘোষণা বাতিল করেন মুরসি।১৫ ও ২২ ডিসেম্বর, ২০১২: খসড়া সংবিধানের ওপর প্রথম দফায় গণভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর। খসড়া সংবিধানের পক্ষে ৬৪ শতাংশ ভোট পড়ে।২৪ জানুয়ারি, ২০১৩: ২০১১ সালের হোসিন মোবারকের পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় এক সপ্তাহে ৬০ জন নিহত হয়।২ জুন, ২০১৩: মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ বা শুরা কাউন্সিল এবং নতুন সংবিধান প্রণয়নকারী প্যানেলকে অবৈধ ঘোষণা করে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত।৩০ জুন, ২০১৩: মুরসির ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তিতে তাঁর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে মিসর।১ জুলাই, ২০১৩:১ জুলাই, ২০১৩:  মুরসিকে পদত্যাগের জন্য এক দিনের সময় বেঁধে দেন তাঁর বিরোধীরা। ৪৮ ঘণ্টার মধ্যে জনগণের দাবি মেনে না নিলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করা হয়।২ জুলাই, ২০১৩: মিসরের রাজধানী কায়রোতে মুরসির সমর্থক ও বিরোধীপক্ষের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৬ জন নিহত ও ২০০ জন আহত হয়।৩ জুলাই, ২০১৩: সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সেনাপ্রধান আবেদল ফাত্তাহ আল সিসি মুরসিকে সরিয়ে দেন। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।

Bangla Newspaper Dataset (Prothom-Alo)

About Dataset

Bangla Newspaper Dataset 400k+ bangla news samples, 25+ categories, Date of Uploading: 8/12/2024

Size

Orizinal - data.json(4.61 GB)

Source

Data collected from https://www.prothomalo.com/archive

Kaggle

https://www.kaggle.com/datasets/furcifer/bangla-newspaper-dataset

HuggingFace

https://huggingface.co/datasets/zabir-nabil/bangla_newspaper_dataset

Inspiration

I have modified JSON to txt with only the content column to easy the text generation task.

Downloads last month
22